অনেকেই এতক্ষণে শুনেছেন যে বাংলাদেশ আর ভারতের হ্যাকারদের মধ্যে সাইবার যুদ্ধ হচ্ছে। এমতাবস্থায় নিজেদের ফেসবুক সহ অন্যান্য একাউন্ট বাঁচানোর জন্য আপনার পিসির DNS server address পরিবর্তন করে Google Public DNS অথবা OpenDNS এর সার্ভিস ব্যবহার করুন। লিংকে গুগলের এড্রেস কিভাবে ব্যবহার করবেন বলা আছে।
কারণটা কিছুটা টেকনিক্যাল কিন্তু সহজে বলতে গেলে আপনি www.facebook.com বা www.google.com বা অন্য যে সাইটেই যেতে চান, DNS Server আপনার পিসি থেকে কিভাবে ইন্টারনেট দিয়ে ওই সাইটে প্রবেশ করবে সেটাতে সাহায্য করে।সাধারণতঃ বাংলাদেশের মেইন DNS Server বিটিআরসি এর কাছে থাকে কিন্তু সরকারি জিনিস বোঝেনইতো! সেটা হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক। আর সেক্ষেত্রে আপনি ভাবছেন ফেসবুকে ঢুকছেন কিন্তু আপনার পিসি অন্য সাইটে চলে যেতে পারে। Google Public DNS ব্যবহার করলে সেটা সরাসরি গুগলের DNS Server ব্যবহার করবে যা হ্যাক হওয়ার সম্ভাবনা নেই।
আপনি ব্যাপারটা বোঝেন আর না বোঝেন(বোঝার জন্য DNS Server নিয়ে wikipedia তে পড়ে দেখতে পারেন), নিরাপদ থাকার জন্য পরিবর্তন করে নিন নিজের আর পরিচিত সবার পিসিতে । আর ব্যাপারটা সবাইকে জানানো অতীব জরুরী।
সবাই ভালো থাকুন, ধন্যবাদ।
Google DNS লিঙ্ক :
http://code.google.com/intl/bn/speed/public-dns/docs/using.html
খুবই সুন্দর পোস্ট ।
কাজের টিউন………. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…