সবাই কেমন আছেন।আমার পোষ্টে আপনাদের স্বাগতম।আজ আমি এমন একটি পোষ্ট উপহার দিতে চলেছি যা আপনার যে কোন সময় কাজে আসতে পারে।
পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে সব সুপার হিডেন হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে।এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরেসের কারনে এগুলো দেখা যাচ্ছে না। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়,এগুলোকে ডিলিট করে দিতে হবে।আজকে আপনদের এই সমস্যার একটি কার্যকর সমাধান দেবো।
এরকম সমস্যা হলে প্রথমে run এ গিয়ে cmd লিখেenter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন I: , J:, K:)টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d
আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-
এখানে attrib মানে attribute এর সংক্ষিপ্ত রুপ।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory
আমার ডাউনলোড সাইট থেকে ঘুরে আসতে ভুলবেন না।
ধন্যবদ :D
কাজের পোস্ট , প্রিয়তে রাখলাম ।
Kaje lagbe mne hocche…..
এই টিউন আমার ভালো কাজে লেগেছে… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…. (আমার কম্পিউটারে য-ফলা প্রোবলেম আছে)
কয়দিন ধইরা আমার ৮ GB মেমরি কার্ড 7.20 GB দেখাচ্ছে । মনে হয় আপনার পরামর্শ কাজে দিব। ধন্যবাদ!!!
ভালো ভাবে করতে পারছি না. বিস্তারিত লিখুন. আমার মেমরি কার্ড J drive
J Drive দিয়াছি কিন্তু স্ক্রীনের মত দেখাচ্ছে
Microsoft Windows XP [Version 5.1.2600]
(C) Copyright 1985-2001 Microsoft Corp.
C:\Documents and Settings\zahid>J
‘J’ is not recognized as an internal or external command,
operable program or batch file.
এই massege দেয়. কিভাবে সলভ করব বিস্তারিত জানালে উপকৃত হব.
ভাই আপনার মেমরি কার্ড যে ড্রাইভে আছে ওই ড্রাইভের নাম দিতে হবে
ভালো ভাবে করতে পারছি না. বিস্তারিত লিখুন. আমার মেমরি কার্ড J drive
J Drive দিয়াছি কিন্তু স্ক্রীনের মত দেখাচ্ছে.
[img]C:\Documents and Settings\zahid\Desktop\1[/img]
ধন্যবাদ
ধন্যবাদ
কামের জিনিস ……..ধইন্নাপাতা
খুব ভালো জিনিস . কাজে লাগবে .