বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত মুশফিকই অধিনায়ক থাকছেন। আর সহ-অধিনায়ক হিসেবে থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
জিম্বাবুয়ে সফরে একদিনের সিরিজে হারার পর মুশফিক অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিলেও দেশে ফিরে সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দেন।
লঙ্কান সফরে ১-১ ব্যবধানে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ড্র করে বাংলাদেশ। কিন্তু ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে যায় টাইগাররা।
এদিন সভা থেকে প্রিমিয়ার লিগের নতুন সূচিও ঘোষণা করেছে বিসিবি। আগামী ২৫ জুলাই দলবদল ও ২৯ আগস্ট লিগ শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।
জালাল ইউনুস বলেন, ‘আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে ক্রিকেটারদের দলবদল। আর লিগ মাঠে গড়াবে ২৯ আগস্ট।’
বোর্ড সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে বিসিবির নির্বাচন দেয়ার বিষয়ে ‘এনএসসি’কে অনুরোধ করবে বোর্ড। এজন্য চলতি মাসের মধ্যে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন ইউনুস।
সভায় জাতীয় দলের ফিজিও বিভব সিংয়ের চুক্তির মেয়াদ আরও ১ বছর বাড়ানো হয়েছে।