ছবিটি ভালভাবে দেখুন, কি অন্যরকম মনে হচ্ছে? মশার সাথে মিল আছে তবুও একটু অন্যরকম তাইনা?
হ্যাঁ সত্যিই এটা মশার আকাড়ে তৈরী গোয়েন্দা মশা। এই মশা US gov এর অথায়নে তৈরী হচ্ছে। এটা দুর হতে নিয়ন্ত্রন সম্ভব এবং এর সাথে ক্যমেরা ও মাইক্রফোন সংযুক্ত আছে।
এটা আপনার শরীরে অনায়াসে বসতে পারে (যেমন মশা বসে)। বসে শরীর হতে DNA sample সংগ্রহ বা RFID (Radio Frequency Identification) ট্রাকিং ন্যনো প্রযুক্তি ছেড়ে দিতে পারে আপনার উপর গোয়েন্দাগির করার জন্য। এটা সাধারন মশার মত জানালা দিয়ে বা আপনার পরিহিত কাপড়ের মাধ্যমেও আসতে পারে আপনার ঘড় পযন্ত।
কি চমকে গেলেন? দেখুন মশা ভেবে কয়টা স্পাই মশা এপযন্ত মেরেছেন হা হা হা।
আজ এ পযন্তই নতুন কিছু পেলে লিখব এই আশায় শেষ করছি।
আমার আগের লেখার মত এই লেখার শেষেও বলছি, আমার একটি পেজ আছে Facebook (Doctors & Hospital) এ স্বাস্হ্য সম্পকিত ঘুড়ে আসতে পারেন ভাল লাগতে পারে।
Jotil jinis re.
ajob jinish to
USA gov.এর মাথায় এসব ছাড়া আর কিছু আছে নাকি? বাজে কাজে টাকা নষ্ট আর কি।