Foysol Saaif

1 পোস্ট 0 মন্তব্য
আমি ফয়সল সাইফ। ৯০’এর গর্বিত প্রজন্মের একজন। সেসময় ১৫ই সেপ্টেম্বর শেষ রাতে আমার জন্ম। বুঝতে পারার বয়স থেকে আমি আল্লাহ তা’য়ালার একত্ববাদে বিশ্বাস করে আসছি। আর সেই সূত্র ধরে আমি ইসলাম ধর্মের অনুসারী। তাই আমার কাছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব হযরত মুহাম্মদ (সাঃ)।আর গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ আল কোরআন। জীবনের এই অংশটাকে আমি সব সময়ই অন্য সবকিছু থেকে আলাদা রাখার চেষ্টা করি। কারণ ধর্মতত্ত্ব নিয়ে কাজ করা আমার অন্যতম আগ্রহের বিষয়। ফলে বিষয়টা সম্পর্কে আমার যথেষ্ট সচেতনতা রয়েছে। আমার জীবনের লক্ষ্য কাউন্ট লিও নিখোলায়েভিচ তলস্তয়ের মতো বড় মাপের একজন লেখক ও দার্শনিক হওয়া। সেক্ষেত্রে লেখালেখির জগতে তলস্তয় ছাড়া আমার প্রিয় উপন্যাসিক ফিওদর মিখাইলভিচ দস্তয়ভস্কি, ইয়োহান উলফগ্যঙ ভ্যান গ্যাটে ও চার্লস ডিকেন্স। প্রিয় কবি জন কিটস, পার্শি বিশী শেলী ও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্রিয় নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র ও জর্জ বার্ণাডশ। প্রিয় ছোট গল্পকার মারজুরি কেনান রাওলিং, ও হেনরী, উইলিয়াম সমারসেট মম ও রবীন্দ্রনাথ ঠাকুর।