অপরিচিত একজন
Latest posts by অপরিচিত একজন (see all)
- পৃথিবীর ৯৮ শতাংশ লোক এই ধাঁধার সমাধান করতে পারবে না -আইনস্টাইন। - 17/07/2013
- আকাশ পর্যবেক্ষন কেম্প । - 08/07/2013
- টেলিস্কোপ কারিগর আজাদ - 08/06/2013
আসসালামুয়ালাইকুম সবাইকে , কেমন আছেন???আশা করি ভাল। নিজে ভাল থাকোন এবং পাশের মানুষটি কে ভাল রাখুন এই কামনায় আজকের পোষ্ট শুরু করছি ।আজ আপনাদের জন্য নিয়ে এসেছি তথ্যবহুল একটি পোস্ট । কি দেখতে চান না লাইকা (প্রথম পৃথিবী ভ্রমনকারী কুকুর) কিসে করে মহাবিশ্ব ভ্রমন করেছিল??? লাইকা কুকুর স্পুটনিক ২ এ করে ৩ নভেম্বর ১৯৫৭ সালে পৃথিবীর কক্ষপথে গিয়েছিল।এই যানে করে ৩ নভেম্বর ১৯৫৭ সালে পৃথিবীর কক্ষপথে গিয়েছিল।
এবার আপনাদের জন্য থাকছে “মহাকাশ ভ্রমন স্মৃতি যাদুঘর” থেকে কিছু এক্রক্লুসিভ ছবি :
১) মহাকাশ যান ভস্টকের মডেল।
২) স্যাটেলাইট স্পুটনিক (ভিতরের অংশ দেখার জন্য ভাঙা হয়েছে)।
৩) স্বয়ংক্রিয় অনুসন্ধানী যান লুনা – ৯। ৩ ফেব্রুয়ারী ১৯৬৬ সালে চাঁদের মাটিতে অবতরনকারী এই যান প্রথম চাঁদের মাটির ছবি প্রেরন করে।
৪) রকেট প্রপালশন ইউনিট, আরডি – ২১৪।
৫) আরডি – ১০৭ ইন্জিন।
৬) ২৪ সেপ্টেম্বর ১৯৭০ সালে মহাকাশে ছুটে যাওয়া অনুসন্ধানী এবং চাঁদের মাটির নমুনা বহন করে আনা যান লুনা – ১৬ এর ক্যাপসুল।
৭) ১৯৭০ এবং ১৯৭৩ সালে মহাকাশে উৎক্ষেপনকারী যান লুনাখোদ লুনার রোভার।
৮) ৮ জুন এবং ১৪ জুন ১৯৭৫ সালে মহাকাশে পাঠানো অনুসন্ধানী যান যথাক্রমে ভেনারা – ৯ এবং ভেনারা – ১০ যথাক্রমে ২২ ও ২৫ অক্টোবর ১৯৭৫ সালে শুক্র গ্রহে অবতরন করে। এই দুটি যন্ত্রের মাধ্যমে প্রথম শুক্র গ্রহের মাটির ছবি পাওয়া সম্ভব হয়।
৯) স্যাটেলাইট কসমস – ৯৭। টেলিযোগাযোগের জন্য পৃথিবীর প্রথম এই স্যাটেলাইটি ২৬ নভেম্বর ১৯৬৫ সালে উৎক্ষেপন করা হয়।
১০) মহাকাশ যান সয়ুজের ভিতরাংশ।
১১) মহাকাশ যানে ইউরি গ্যগারিনের ব্যবহ্রত কক্ষ। যা স্পেস ক্যাপসুল নামে পরিচিত।
১২) মহাকাশ যান ভস্টকের বসার জায়গা।
১৩) এমআইআর মহাকাশ কর্মকেন্দ্রের কেভান্ট – ২ মডিউল।
১৪) রাশিয়ান ভাষা এবং ইংরেজি ভাষায় এপোলো – সয়ুজ (১৯৭৪) এর মহাকাশচারীদের নিয়মগ্রন্থ।
১৫) সোভিয়েত মহাকাশচারীদের পোষাক
১৬) সয়ুজের মডেল।
সুস্থ থাকুন এই কামনায় আজকে এ পযন্ত থাক । পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ । নতুন কিছু জেনে থাকলে কমেন্ট করতে ভুলবেন না ।
asadharun post
আগে শুঞ্ছিলাম :দ
হায় আল্লাহ রে… কুত্তা টার জান লয়া ছিনি মিনি খেলছে ওরা :দ
বিষয় টি শুনে ছিলাম । তবে চিত্র সং যোজনের জন্য যোশ হয়েছে !