মনে চায় টিউন কড়তে সময়ের জন্য কড়তে পারি না ।আর যদি করি তাও আবার আপনাদের কোন উৎসাহ পাই না। তবুও থেমে থাকতে চাই না ।দেখি কার জন্য কিছু করতে পারি কিনা যদি কার ভাল লাগে বা কোন উপকার হয় তাহলে কষ্ট করে
টিউনারপেজ কে ভালবাসলে এলেক্সাতে রিভিউ দিন দয়া করে।
আমি আগেও একটা টিউন করেছি আপনে না দেখলে আমার আগের টিউনটি দেখে বিস্তারিত জেনে নিতে পারেন।
সহজে হ্যাক করুন ওয়াইফাই পাসওয়ার্ড (১০০%পরীক্ষিত
সফটওয়্যার টি যদি আমার আগের টিউন থেকে ডাউনলোড করে থাকেন তাহলে আপনাকে নতুন করে ডাউনলোড করতে হবে না।
ডাউনলোড লিঙ্কঃ
beini-1.2.1.iso http://www.mediafire.com/?rpywqm6er9qichq
beini-1.2.2.iso http://www.mediafire.com/?6aqanvnbc56z6j2
beini-1.2.3.iso http://www.mediafire.com/?o83cf1obvh6i8xk
beini-1.2.5.iso http://www.mediafire.com/?bkcc2ysgcwiax0z
পাসওয়ার্ডঃ tunerpage
এই সফটওয়্যার টি যে এডাপটার কাজ করে।
http://www.mediafire.com/?ef8qjcqgr5ccgq4
WEP key পাসওয়ার্ড হ্যাকিং
ক্লিক Feeding Bottle ।
ক্লিক ইয়েস ।
১।সিলেক্ট ওয়াইফাই কার্ড ।
২।অপেক্ষা করেন মনিটর মোড এনাবল লেখা টা গ্রিন কালার হওয়া পর্যন্ত।
৩। ক্লিক নেক্সট। নিচের ছবির মত
প্রথম আপনে Encryption থেকে WEP সিলেক্ট করেন ।
Channel Select : থেকে All Channel সিলেক্ট করেন ।
Time থেকে 30 seconds সিলেক্ট করেন।
১।এবার স্কান ক্লিক করেন। কিছুক্ষণ পর ওয়াইফাই নেটওয়ার্ক দেখতে পাবেন।
২। যে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে চান সেটার ESSID ক্লিক করেন এবং ৩।সাইলেন্ট সিলেক্ট করেন ।Here IS Client info লাল করে লেখা আছে সেখানে ওয়াইফাইটি সাইলেন্ট অবস্তায় থাকলে দেখতে পাবেন তাহলে পাসওয়ার্ডটি হ্যাক করতে সম্বব হবেন তা না হলে অন্য একসময় এবার চেষ্টা করতে হবে।
৩।নেক্সট ক্লিক করেন।
১।সিলেক্ট করেন P0841 REPLAY ATTACK আপনে অন্যটা ও সিলেক্ট করতে পারেন।
২।ক্লিক স্টার্ট আক্রমণ করার জন্য।
দেখতে পাবেন IVS start running
বিদ্রঃ IVS যদি প্রতি সেকেন্ট ৩০/৪০ হয় পাসওয়ার্ড টি তারাতারি পেয়ে যাবেন।তা না হলে অন্য এক সময় বা অন্য আরেকটি চেষ্টা করুন।
উপরের ছবিটা অথবা নিচের ছবিটার মত দেখতে পাবেন
কিছুক্ষণ অপেক্ষা করার পর নিচের ছবির মত আপনে আপনার কাঙ্খিত পাসওয়ার্ড টি পেয়ে যাবেন।
এবার WPA/WPA2 পাসওয়ার্ড হ্যাক
১।Encryption থেকে WPA/WPA2 সিলেক্ট করেন ।
Channel Select : থেকে All Channel সিলেক্ট করেন ।
২।Time থেকে 30 seconds সিলেক্ট করেন।
৩।এবার স্কান ক্লিক করেন।কিছুক্ষণ পর ওয়াইফাই নেটওয়ার্ক দেখতে পাবেন।
৪। যে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে চান সেটার ESSID ক্লিক করেন এবং ৫।সাইলেন্ট সিলেক্ট করেন ।ওয়াইফাইটি সাইলেন্ট অবস্তায় থাকলে দেখতে পাবেন তাহলে পাসওয়ার্ডটি হ্যাক করতে সম্বব হবেন তা না হলে অন্য একসময় এবার চেষ্টা করতে হবে।
৬।নেক্সট ক্লিক করেন।
১।ক্লিক স্টার্ট ।তাহলে আরেকটা নতুন উইন্ডোজ খুলবে
২।এখানে দেখিয়ে দিন যেখানে আপনার কমন পাসওয়ার্ড লিস্ট আছে।
আপনে এখান থেকে পাসওয়ার্ড লিস্ট ডাউনলোড করে নিতে পারেন
পাসওয়ার্ড: faruk
ক্লিক Deauth ওয়াইফাই টি সাইলেন্ট আক্রমণ করার জন্য
*** এবার আপনে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন।
আমি আছি ফেসবুকে ফারুক
আমরা আছি সোশিয়াল নেটওয়ার্কে
আপনি যদি চান যখনি কোন পোস্ট ব্লগে পোস্ট হবে তখনি পোস্ট এর খবর ফেসবুকে অথবা টুইটারে বসে বসে পাবেন তাহলে যোগ দিন আমাদের সোশ্যাল নেটওয়ার্কে।
- Like করুন “টিউনারপেজ ফেসবুক পেইজ” আর নতুন পোস্ট এর আপডেট নিন ফেসবুকে বসে।
টিউনারপেজ ফেসবুক পেইজ - Join করুন টিউনারপেজের অফিসিয়াল ফেসবুক গ্রুপে।
টিউনারপেজ অফিসিয়াল ফেসবুক গ্রুপ - Follow করুন টুইটারে টিউনারপেজ কে।
টিউনারপেজ টুইটার - টিউনারপেজ কে ভালবাসলে এলেক্সাতে রিভিউ দিন দয়া করে।
কোন ভুল হলে নিজ গুনে ক্ষমা করবেন ।নিজে ভাল থাকবেন পাশের মানুষ টিকেও ভাল রাখবেন।
atheros 9565 adapter e kono vabe support korano jabe?
ভাই, দয়া করে উইন্ডোজ সেভেন এর জন্য একটি কার্যকরি ওয়াইফাই হ্যাকিং টুলসের ডাউনলোড লিংক দেন।।।।
ভাই দয়া করে বলবেন কি ভাবে wordlist add করে