Latest posts by দীপ্ত দাস (see all)
সবাই আমার সালাম/নমষ্কার গ্রহণ করবেন । আশা করি সবাই ভালো আছেন ???? অনেক দিন ধরে কোন পোস্ট করি না । তাই আজ হাজির হলাম আরও একটা ফালতু ও ছোট পোস্ট নিয়ে । টিউনে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন । আর টিউন এ কোন ছবি দিলাম না কারন আপনারা সফটওয়্যারটি দেখলেই বুজবেন আশা করি ।।
একের মধ্যে অনেক কথাটি ফ্রিঅপেনার নামক সফটওয়ারটির সঙ্গে পুরোপুরি মানানসই । সফটওয়ারটির মাধ্যমে মাইক্রোসফট অফিস ডক, ডকএক্স, পিপিটি, পিপিটিএক্স, এক্সএলএস, এক্সএলএসএক্স, এক্সএলএসএম, এক্সএলএসএমএক্স, এমএসজি ও ভিসিএফ ফাইল খোলা, পরিবর্তন ও প্রিন্ট করা যায় । এছাড়া কোডফাইল যেমন- ভিবি, সি, সিএস, জাভা, জেএস, পিএইচপি, এসকিউএল, সিএসএস ও এসপি ফাইলের কাজ কাজ করা যায়। ওয়েবের কাজের জন্য এটি এইচটিএম, এইচটিএমএল ফাইল সমথর্ন করে । গ্রাফিক্স সুবিধার জন্য পিএসডি ফাইল ও সবধরনের ছবি যেমন- বিএমপি, জিআইএফএম, জেপিজি, জেইপিজি, পিএনজি, টিআইএফ ও টিআইএফটি ফাইল এর প্রায় সব কাজ করা যায়। এটি এভিআই, এমপিথ্রি, এমপিফোর, এমপিইজি, থ্রিজিপি, এমপিজি সহ কয়েক ধরণের মিডিয়া ফাইলও সমর্থন করে । জিপ, র্যার, জ্যার, ট্যার সহ বিভিন্ন ধরনের আর্কাইভ ফাইল নিয়ে কাজ করা যায় । এছাড়া সাবটাইটেল, র-ইমেজ, আইকন, টরেন্ট, অ্যাপল পেজ, আউটলুক মেসেজ, টেক্সট ফাইল, ইএমএল ফাইল সহ নানা ধরণের ফাইলও সমথর্ন করে এটি । বিনামূল্যের এ সফটওয়্যারে রয়েছে ইউটিলিটি ও সিকিউরিটি সুবিধাও ।
ডাউনলোড ঠিকানা : www.freeopener.com
*** আবারো বলছি টিউনে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন ।
সবাইকে অসংখ্য ধন্যাবাদ ।।।। ভালো থাকবেন ।।।।
*********************সমাপ্ত*********************
জোশ টিখানা তা
বুক ওপেন করব কে ভাভে ???????????
কিছুই বুঝলাম না গুরু