মোজিলা ফায়ারফক্স আমাদের সকলের প্রিয় ও অত্যন্ত চমৎকার একটি ব্রাওজার। কিন্তু এর ইন্টারফেস সাধারন ও সাধামাটা। তবে আপনি চাইলেই একটু বুদ্ধি খাটিয়ে একে আপনার মনের মত রঙ এ রাঙ্গিয়ে তুলতে পারেন। তবে দেরি কেন, চলুন এমন কিছু সাধারন অ্যাড-অন এর সাথে পরিচিত হই, যা মোজিলাকে করে তুলতে পারে অসাধারন।
:: Fox Tab ::
অপেরা এর স্পিড ডায়াল দেখে হয়তো অনেকের মনে ব্যাথা লাগে, ঈস !! যদি এমন একটা ডায়াল আমার মোজিলা তে থাকতো?? কি মজাই না হত। তবে দুঃখের কিছু নেই। এই Fox Tab এমনই একটি স্পিড ডায়াল যা দেখতে অপেরার থেকেও সুন্দর ও কার্যকরী।
কি, সুন্দর না? তাহলে দেরি কেন, এক্ষনি এটা আপনার মোজিলা তে অ্যাড করুন।
FoxTabs
প্রথমে আপনার কাছে এর ব্যাবহার বিধি কঠিন লাগতে পারে। তাই আমি বেসিক কিছু দেখিয়ে দিচ্ছি।
তারপর নিশ্চিত করুন যে এই তিনটাতেই টিক দেয়া আছে।
তারপর আপনি যে সকল ওয়েবসাইট বুকমার্ক করে রাখতে চান, সেটা লোড করে এই বাটনে প্রেস করলেই কাজ হয়ে যাবে।
তারপর একদম নিচের বামদিকের কোনায় Edit বাটন এ প্রেস করলে আপনি অনেকগুল অপশন পাবেন যেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড এর কালার পরিবরতন, ডায়াল এর সাইজ ছোট বড় করা, ইত্যাদি কাজ করতে পারবেন। নিচের ছবিটি দেখুন।
বাকিটা নাহয় নিজেই ঘেঁটে দেখেন।
:: Adblock Plus ::
যারা লিমিটেড/কম গতিসম্পন্ন ইন্টারনেট ব্যাবহার করেন অথবা বিজ্ঞাপন দেখতে দেখতে বিরক্ত, তাদের জন্য খুব চমৎকার কাজে দিবে এই অ্যাড-অন টি। চলুন, এর কার্যকারিতার একটি প্রমান দেখাই আপনাদেরকে।
Adblock Plus ইন্সটল করার পূর্বে
Adblock Plus ইন্সটল করার পরে
কি বুঝলেন, ডাউনলোড করবেন নাকি???
Adblock Plus
:: Browser Protect ::
ইন্টারনেট এর কল্যাণে বিশ্ব আমাদের হাতের মুঠোয়। কিন্তু একথা ভুলে গেলে চলবে না যে অসাবধান হলে হ্যাকারদের হাতের মুঠোয় যেতে আমাদের হয়তো বেশি সময় লাগবে না। আর এ ক্ষেত্রে ওয়েব ব্রাওজার হ্যাকিং করে আপনাকে বোকা বানিয়ে আপনার সকল তথ্য হাতিয়ে নিয়ে যেতে পারে। চলুন দেখে নেই শেষ ৩০ দিনের ব্রাওজার হাইজ্যাক এর হার এবং ইঞ্জেক্ট এর টার্গেট।
সেক্ষেত্রে আপনি এটি ব্যাবহার করে অন্যদের থেকে অনেক বেশি নিরাপদ থাকতে পারবেন। আসুন এর ইন্টারফেস টি দেখি।
এটার ব্যাবহারবিধি খুব সোজা। আপনি একটু দেখলেই পারবেন। আমি দিলাম না কারন যাতে আপনি নিজে নিজে শিখেন।
Browser Protect
:: Smooth Scroll ::
আপনারা একটু ভালভাবে খেয়াল করলে দেখবেন যে মোজিলার স্ক্রলিং কেমন জানি রুক্ষ। মজা পাওয়া যায় না স্ক্রল্ করে। আটকে আটকে যায় কেমন জানি। চিন্তা করেন কেন ভাই??? নিচে থেকে ছোট্ট একখান অ্যাড-অন ইন্সটল করে নেন। এইবার স্ক্রল করে দেখেন। পুরাই মাখন এর মত মনে হবে।
Smooth Scroll
:: WOT (WEB Of Trust) ::
প্রতিদিন আমরা কত শত ওয়েবসাইট ব্রাওজ করছি, গুগল এ সার্চ দিচ্ছি, কিন্তু আমরা কি নিশ্চিত যে এই সকল ওয়েবসাইট নিরাপদ ??? হয়তো এদের ভিতর আপনার জন্য পেতে রাখা আছে ম্যালওয়ার, ওয়ার্ম, ট্রোজান নামক ফাঁদ যাতে যে কোন মুহূর্তে আপনি বিপদে পরতে পারেন।
এই অ্যাড-অনটি আপনি ইন্সটল করে রাখলে যখন আপনি গুগল এ যাবেন, তখন আপনার সার্চ বক্স এর ফলাফল গুলকে এটি স্ক্যান করে ডানদিকে ছোট একটি লাল/হলুদ/সবুজ গোল বাটনের দ্বারা আপনাকে ওই ওয়েবসাইটটি সম্পর্কে রেটিং দিবে। আর এই রেটিং বিশ্বের হাজার হাজার ব্যাবহারকারি হতে প্রাপ্ত।
নিচের ছবিতে দেখুন, কোন ওয়েবসাইট এর রেপুটেশন খারাপ হলে এটি এইধরনের সতর্কবার্তা দিবে আপনাকে।
আপনি নিজেও যে কোন ওয়েবসাইট এর রেটিং দিতে পারবেন এখানে।
WOT
:: Cool Preview ::
আজকাল অজানা কিছু খোঁজার কাজে গুগল আমাদের মামা/বন্ধু/অভিভাবক সবকিছু। কিন্তু কিছু সময় দেখা যায় যে যখন আপনি কোন বিষয়ে ভাল কোন আর্টিকেল খুজছেন, তখন হয়তো গুগল প্রদত্ত সার্চ রেজাল্ট থেকে একটি একটি করে খোঁজা, আবার পিছনে গিয়ে নতুন আরেকটি লিঙ্ক দেখাটা অনেক বেশি বিরক্তিকর। তাছারা এতে অনেক মেগাবাইট ও নষ্ট হয়। তাই এক্ষেত্রে Cool Preview আপনাকে সাহাজ্জ করবে কোন লিঙ্ক এ ঢুকার আগেই তার একটা প্রিভিউ দেখার সুযোগ দিয়ে। যখন আপনি গুগল এ কিছু সার্চ করবেন, তখন প্রতিটা সার্চ ফলাফলের লিঙ্ক এর উপর মাউস রাখলেই একটি ছোট আইকন দেখতে পাবেন। ওইখানে ক্লিক করলেই আপনি আপনার কাঙ্খিত লিঙ্ক এর প্রিভিউ দেখতে পাবেন যার সাহায্যে আপনি বুঝতে পারবেন যে ওই লিঙ্ক এ আপনার কাঙ্খিত জিনিসটি আছে কিনা।
আপনি ইচ্ছা করলে একে স্টিকি ও করে রাখতে পারবেন। আসুন ধারাবাহিক কিছু ছবির মাধ্যমে আমরা এর ব্যাবহার জেনে নেই।
Cool Previews
:: Show IP ::
আমরা যারা গ্রামীণ, বাংলালিংক, বাংলালায়ন এর নেট ব্যাবহার করি, তাদের কোন নির্দিষ্ট IP দেয়া হয় না। তাই আপনার বর্তমান IP Address সম্পর্কে জানতে এই ছোট অ্যাড-অনটি খুব কাজের।
Download Show IP
:: Facebook Toolbar ::
আজকের দিনে আপনি যদি বলেন যে আপনার কোন মোবাইল নাই, তাহলে মানুষ ততটা অবাক হবেনা যতটা হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নাই বললে। তাই আপনাদের জন্য ছোট একটা টুলবার। জানেন তো, ছোট মরিচে ঝাল বেশি !!!!
FaceBoook Toolbar
:: WEB 2 PDF ::
HTML ফাইল কে PDF করার জন্য অনেক কিছুই পাওয়া যায়। কিন্তু সবচেয়ে সহজতম উপায়ে হলে সেটা একবার চেষ্টা করতে দোষ কি??? ছোট এই অ্যাড-অন এর ক্ষমতা না হয় নিজের চোখেই দেখেন।
Download WEB 2 Pdf
আর কিছু বোনাস দেই, কি বলেন ?????? দেখেন তো নিচের থিম গুলা কেমন লাগে,
কি, লাগবে নাকি, তাইলে এইখানে গুতা দেন একটা।
ভাল থাকুন, প্রযুক্তির বিশ্বে টিউনারপেজ হোক আপনার নিত্যদিনের সঙ্গী।
ASHADARON TUNE
দারুন চাদাবাজি শুরু ঃদ
চমৎকার + দারুন +অসাধারন লিখেছেন
জিও বস
দারুন
ভাই চাঁদাবাজিটা অসাধারন হইছে । প্রিয়তে রাখলাম
:D :D :P :P :D :D
জটিল টিউন ধন্যবাদ
আপনার মন্তব্যটাও জটিল ভাই। :P
A++++++++
জিপিএ ৫
:D
আপনাকেও এ+
ভাই সবই তো বুঝলাম কিন্তু আপনার মজিলা এত ফাটাফাটি কেন দেখতে??
সবে আপনার দোয়া।
কিছু বলবনা ++ দিয়ে দিলাম ।
ধন্যবাদ ভাই।
পুরাই ফাটাফাটি বাজে পোষ্ট। চালিয়ে যান। অনেক দিন পরে এসেই মারাত্মক ফালতু পোষ্ট করলেন :P :P :P :P :P
ভাই, আপনার পোস্ট এর কাছে তো এটা কিছুই না, অনেক দিন পর আপনাকে মন্তব্য করতে দেখে ভাল লাগলো।
পুরা অজ্ঞান পোস্ট……………………..
অজ্ঞান হলে কিন্তু চলবে না বস, :P
দারুন, অনেক অনেক সুন্দর টিউন, অনেক ধন্যবাদ আপনাকে.
ধন্যবাদ আদি ভাই।
চমৎকার ফাটাফাটি জটিল পোস্ট :) আপনাকে অনেক ধন্যবাদ :)
:D :D :D
এক কথায় চরম ।।। :) :)
হম, আপনার খবর নাই কেন ভাই??? পোস্ট কি লিখবেন না নাকি??? আমরা তো আপনার থেকে শিখার জন্য বসে আছি।
জটিল টিউন , ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ আল-আমিন ভাই।
একদম ঝাকানাকা পোষ্ট।
:P
serokom
:D