সালাম সবাইকে আসা করি সবাই ভাল আছেন। পরিক্ষা চলছে তবুও লিখতে হচ্ছে পুরষ্কার না নিয়ে ছারছি না আমি হেহেহে। আপনার কি একটি সিম্বিয়ান অথবা এন্ড্যেড মোবাইল সেট আছে? তাহলে ভার আর চিন্তা নাই আপনার মোবাইল এর সেই ক্যামেরা দিয়ে আপনি দিব্বি একটি তারবিহীন ওয়েবক্যাম তৈরি করতে পারেন। এ বিষয়ে অনেক পোস্ট আছে আমি জানি তবুও কাজে আসবে নতুনদের জন্য এই ভেবেই করেছি আবারো।অ আরেকটা কথা হচ্ছে মোবাইল এর মাঝে ব্লুটুথ থাকতে হবে।
প্রথমে একটি সফটওয়্যার আপনার পিসিতে ডাউনলোড করুন এখন থেকে।
তারপরে ইন্সটল করে ফেলুন ঝটপট করে।
এবার আপনি এখান থেকে আপনার মোবাইল এর উপযুক্ত মোবাইল সফটওয়্যার টি ডাউনলোড করে মোবাইল ইন্সটল করুন।
এবার আপনি সফটওয়্যার টি ওপেন করে ফাইল থেকে সেটিং এ গিয়ে ব্লুতুথ সিলেক্ট করে দিন।
তারপরে আপনি ব্লুতুথ দিয়ে পিসি থেকে মোবাইল এ কানেক্ট করুন।
এবার আপনি ইয়াহু ওপেন করুন ওয়েবক্যাম চালানোর জন্য আপনি প্রস্তুত এখন।
অসাধারন :)
অস্থির করা টিউন ধন্যবাদ
kosto palam. amr জাভা ফন জাভা ফন এর জ অন্য নাই?
সামনে নিয়ে আসব।
দারুন টিউন কিন্তু আরেকটু বিস্তারিত লেখলে আরো দারুন হত …………………… :P
আরো বিস্তারিত? আপনি লিখুন আমরা পড়ি। এর থেকে আরো ছোট পোস্ট ব্লগে আছে। না জেনে কথা বলবেন না। ধন্যবাদ
খুব ভালো ………………………………………..নেট লাগবে কি?