Latest posts by ThinkBreaker (see all)
- ডাউনলোড করে নিন অসাধারণ একটি ইবুক (HTML+JavaScript) - 30/11/2012
- এবার যে কোন ভিডিওকে বানান ডেস্কটপ ওয়ালপেপার - 12/04/2012
- বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) তৈরীর বিস্তারিত তথ্যাবলি - 11/04/2012
প্রিয়,পাঠক। আশা করি সবাই ভাল আছেন। টিউনারপেজে এটি আমার ২য় পোষ্ট। আমার ১ম পোষ্টটি এখান থেকে দেখতে পারেন।
আজ আমি দেখাব কিভাবে যে কোন ভিডিওকে আপনার ডেস্কটপ ওয়ালপেপার হিসেবে সেট করবেন। বিষয়টি অনেকে জানলে জানতেও পারেন আবার না জানলে নাও জানতে পারেন। তো, চলুন শুরু করি:
১. প্রথমত আপনার কম্পিউটারে VLC media player ইনস্টল করা থাকতে হবে। না থাকলে এখান থেকে download করে ইনস্টল করে নিন।
২. VLC media player ওপেন করুন। এবার উপরের মেনু বার থেকে Tools > Preferences এ যান।
৩. Preferences উইন্ডো থেকে বামদিকের video বাটনে ক্লিক করুন।
৪. এবার, Video Settings এর Output অংশে “DirectX video output” সিলেক্ট করুন এবং Enable wallpaper mode এর বামদিকের চেকবক্সটি সিলেক্ট করুন। Save করে বেরিয়ে আসুন।
৫. যে ভিডিওটি ওয়ালপেপার হিসেবে সেট করতে চান সেটিকে ভিএলসি প্লেয়ার দিয়ে ওপেন করুন। এরপর চলমান ভিডিওর উপর Right click করে Video > DirectX Wallpaper সিলেক্ট করুন।
৬. এখন VLC player মিনিমাইজ করে ডেস্কটপে দেখুন জাদু। ভিডিওটি চলছে ওয়ালপেপার হিসেবে।
বি:দ্র:
• ডেস্কটপে আগে থেকে কোন ওয়ালপেপার সেট করা থাকতে পারবে না। ওয়ালপেপার মুছে ফেলতে ডেস্কটপে Right click করে Properties > Desktop > None (Background) সিলেক্ট করে দিন।
• ডেস্কটপ Refresh করলে video wallpaper মুছে যাবে।
আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ্ আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত Sayonara .
বানাতে হবে তাহলে ,
জটিল তো বানাতে হবে ওয়ালপেপার
kmp প দিয়ে কিভাবে করা জাই কেও কি শিখাবেন?
ভাই আমি KM Player ইউজ করি না। তাই শেখাতে পারছি না, দুখিঃত।
ভাই আমি অনেক ট্রাই করলাম ভি এল সি ২.০১ ভার্সন দিয়ে বাট কাজ হলনা
ভাইয়া আপনি যদি প্লিজ একটু দেখতেন………………।।
nice
থ্যাঙ্কস.
a সব আমার জানা silo …..thanks
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাই, আপনার প্লেয়ার এর ভারসন কত ?
আমি ত পারলাম না । স্ক্রীন শট এর মত আমারটাতে হয়ই না ।
ভাই, আমারটা 1.0.5 Goldeneye ভারসন।
একটু খোঁজাখুজি করে দেখেন ইনশাল্লাহ্ হয়ে যাবে।
আপনারটা মনে হয় এর পরের ভারসন।
ভাই কে এম প্লেয়ার দিয়ে ওয়ালপেপার বানাতে পারতাম বাট আজকে নিউ কিছু শিখলাম
মন্তব্য করার জন্য ধন্যবাদ।