Latest posts by কাজী আল-ইমরান (see all)
- হ্যাকিং থেকে রক্ষা পেতে আসিতেছে সিকিউর ডোমেইন - 15/05/2012
- ধন্যবাদ টিউনার পেজ…।। - 14/05/2012
- মনিটরেই পুরো কম্পিউটার - 07/05/2012
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
আমার পোস্ট এ সবাইকে স্বাগতম।আসা করি সবাই ভাল আছেন।
আমরা অনেকেই জানিনা যে, আসলে অ্যানিমেশন কি ! আসলে কি এই ‘অ্যানিমেশন’? অনেকের কাছেই অ্যানিমেশনের আক্ষরিক অর্থটি কিন্তু অজানা। এখনো তাই অনেকেই ভাবে অ্যানিমেশন মানে শুধুই কার্টুন। আবার কেউ কেউ ভাবে অ্যানিমেশন মানে বুঝি কিছু ‘স্পেশাল ইফেক্টস’। সহজ কথায় বলতে গেলে কল্পনার আশ্রয়ে যে কোন বিষয়কে চিত্রের মাধ্যমে গতিশীল, জীবন্ত করে তোলাকেই বলে অ্যানিমেশন। কম্পিউটার অ্যানিমেশন জিনিসটি অনেক বেশি প্রযুক্তিনির্ভর। এক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে অ্যানিমেশন তৈরি করা হয়। আপনারা অনেকেই অ্যানিমেশন তৈরি করেন। আপনারা টুডি অ্যানিমেশন ডিজাইনের জন্য ফ্ল্যাশের পরিবর্তে ব্যবহার করতে পারেন পেনসিল সফটওয়্যার। উইন্ডোজ এঙ্পি ও লিনাক্স ব্যবহারকারীদের জন্য তৈরি সফটওয়্যারটিতে ভেক্টর ও বিটম্যাপ উভয় ধরনের গ্রাফিক্সের কাজ করা সম্ভব। http://sourceforge.net/projects/pencil-planner/files/ ঠিকানা থেকে সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।
valo laglo
ধন্যবাদ সেয়ার করার জন্য। দেখই কেমন বানাতে পারি
try mari
ok
কাজের একটা সফটওয়্যার ধন্যবাদ
welcome
হুম , আগের মতই সুন্দর। ধন্যবাদ।
ওয়লকাম……।। bro