Latest posts by chamaravira (see all)
- Microworkers এ যারা কাজ করেন তাদের জন্য সুখবর - 10/04/2012
আমি বেশ কয়েক দিন ধরে Microworkers এ কাজ করে আসছি। মোটামুটি ভাল টাকা withdraw ও দিয়েছি। আমার মত যারা ইন্টানেটের বিল নিজের পটেকট থেকে দিতে নারাজ তারা অনেকেই Microworkers এ কাজ করেন। কিন্তু বর্তমানে একটি বিষয় লক্ষ করবেন যে Microworkers এ আগের মত কাজ থাকে না বা দুই একটি কাজ থাকলে ও আপনি কাজ করতে করতে কাজটি চলে যায়।( আগামীতে চেস্টা করব যাতে কাজটি চলে না যায় তার জন্য করনীয় বিষয় নিয়ে লিখতে)।
Microworkers এ আমার পেমেন্ট প্রুফ দেখুন
Microworkers এ কাজ করে যেহেতু আপনার নেট বিল তুলতে পারছেন না , তাই Microworkers এর বিকল্প Microlancer এসে গেল।
এর কাজের ধরন ও পেমেন্ট পদ্ধতি হুবহু Microworkers এর মত। তাই বিস্তারিত কিছু লিখলাম না, যেহেতু আপনারা Microworkers এ কাজ করেছেন।
JOIN করতে এখানে ক্লিক করুন। আর আজই কাজ শুরু করে দিন।
আপনি যদি Microworkers এথেকে প্রতি মাসে সর্বনিম্ন 30 ডলার আর Microlancer থেকে প্রতি মাসে সর্বনিম্ন 20 ডলার আয় করতে পারেন তাহলে আর নেট বিল নিয়ে চিন্তার কারন নেই। আমি কিন্তু দুই সাইট মিলিয়ে প্রায় প্রতি মাসে সর্বনিম্ন 100 ডলারএর মত আয় করছি।
তবে মেইল ভেরিফিকেশান করার সময় খেয়াল রাখবেন যে, ভেরিফিকেশান লিংকে ক্লিক করবেন না। ভেরিফিকেশান লিংকটি কপি করে নতুন টেবে পেস্ট করে enter button চাপুন। নতুবা ভেরিফিকেশান হবে না ।
valo post vai dhonnobad
আর অক্ত বিস্তারিত হলে ভালো hoto
সিমপ্লে ডাটা এন্ট্রি জব http://www.intelbd.com/?p=984
এই সাইট তেকে টাকা না পাইলে আমমিন কে বোলবেন আমার আকাউন জেনো বাদ দিয়ে দেই;;;;; আমি আর পোসট
কোরবো না।কোসটো না কোরলে টাকা পাওয়া জাই না।
SIMPLE DATA ENTRY JOB EARN OVER $200 A Month
http://www.intelbd.com/?p=984
ভালই নতুনদের জন্য উপকারি :D
ভাই যান আমি একটা আইডি খুলসি কিন্তু কাম টা কি আমার আর টাকা টা কি বাবে নেব একটু বুজাই বলেন
এখানে আপনাকে বিভিন্ন ধরনের কাজ দিবে যেমন ফেসবুক লাইক, গুগলে প্লাস, youtube like , signup ।
moneybookers , alterpay এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।
সত্যিই , না দেখলে হইত মিস করতাম । ধন্যবাদ।
ভাই আমি microworker থেকে টাকা নিতে পারছি না. আমার পিন আসেনি . কি করব ?
ঠিকানা ঠিক থাকলে চিঠি আসার কথা। ৩০-৪০ দিনের মধ্যে চিঠি না আসলে আরা পিন এর জন্য রিকোয়েস্ট পাঠান। আশা করি পাবেন। Withdraw তে রিকোয়েস্ট অপশন পাবেন।
ভাইয়া মাইক্রো ওয়ারকারস এরস মত আর কিছু সাইট এর লিঙ্ক দিলে খুব উপকার হবে
আমি উপরে যে সাইটটি নিয়ে লিখেছি তা হুবহু microworkers এর মত।
এছাড়াও এটাও এর মত http://www.minijobz.com/signup.php?REF=bWRhYnVzdWZpYW5AZ21haWwuY29t । তবে যে কোন সাইটে কাজ করার আগে গুগলে সাইটটি সার্চ দিয়ে এর সম্পর্কে খারাপ রিপোর্ট আছে কিনা দেখে নিবে। আপনি এত কস্ট করে কাজ করবেন পরে যদি টাকা না দেয়।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ লিঙ্কটি শেয়ার করার জন্য । আপনি খুবি ভাল কথা বলেছেন । কোন সাইট এ কাজ করার আগে আমাদের সকলের উচিত গুগল এ সার্চ দিয়ে রিপোর্ট দেখে নেওয়া
ভাই মাইক্রলেনসার আর পামেনট পরোফ কই।আমার তো মোনে হোয় আপনি টা দেখাত্ পারবেন না।পারলে দেখান!!!!!