শুভ সকাল সবাইকে :D কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন :D খারাপ তো থাকার কথা না :D ভোর থেকে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাতে সব গরম পালিয়েছে :D
যাইহোক সময় নষ্ট না করে আসুন আজকের আলোচনার বিষয়ে ফেরত আসি । আজকে আমরা আলচনা করবো কিভাবে বিভিন্ন উপায়ে টিউনার পেজের আর.এস.এস. ফিড নিব । আমরা সবাই টিউনার পেজকে ভালোবাসি কিন্তু আমার ক্ষেত্রে টিউনার পেজে কখন কি ঘটে গেল তার একটা ধারাবিবরণী না পেলে মন টা কেমন জানি খচখচ করে আমার । আমার মনে হয় আপনাদের ও একই অবস্থা । তাই এই খচখচানি থেকে রক্ষা পাওয়ার জন্য আজ আমি আপনাদের কে পরিচয় করিয়ে দিব বিভিন্ন উপায়ে টিউনার পেজের হালনাগাদ তথ্য সংগ্রহ করার কতগুল উপায় ।
Opera ব্রাউজার থেকে ফিড
প্রথমেই আমরা আলোচনা করবো কিভাবে আপনার ব্রাউজার নিয়ে । প্রসঙ্গত বলে আমি এখানে ব্রাউজার এর যে পদ্ধতি আলোচনা করবো টা শুধুমাত্র Opera তে কাজ করে ।
প্রথমেই আপনার টিজে প্যানেল থেকে এ পোস্ট RSS ও মন্তব্য RSS ক্লিক করুন ।এবং এর লিঙ্ক গুলো সেভ করে নিন কারন এগুলো পরে আমাদের কাজে আসবে । আপনাদের সুবিধার জন্য আমি লিঙ্ক দুটো নিচে দিয়ে দিচ্ছি
পোস্ট RSS- http://www.tunerpage.com/feed
মন্তব্য RSS – http://www.tunerpage.com/comments/feed
আপনার অপেরা ব্রাউজার থেকে উপরের লিঙ্ক গুলো তে গেলে দেখবেন লাল রঙের একটা বার আছে উপরে যেখানে Subscribe লেখা আছে । ওই Subscribe লেখাতে ক্লিক করুন ব্যাস কাজ শেষ :P
অথবা আপনি টিউনার পেজের হোমপেজ থেকেও এটা করতে পারেন নিচের ছবির দেখান জায়গা তে ক্লিক করে
যেভাবেই হোক :P ফিড সাবস্ক্রাইব করা হয়ে গেলে কিভাবে পাবেন আপনার ফিড গুলো ? নিচের ছবি গুলো লক্ষ্য করুন
এটা ছিল সবথেকে সহজ উপায়ে টিউনার পেজের আর.এস.এস. ফিড সাবস্ক্রাইব করা ।
Thunderbird ব্যবহার করে ফিড
এবার আমরা আলোচনা করবো কিভাবে আমরা Thunderbird এর মাধ্যমে টিউনার পেজের আর.এস.এস. সাবস্ক্রাইব করবো ।
তবে এর জন্য প্রথমেই আমাদের কেTunderbird ডাউনলোড করে নিতে হবে । এটা mozilla corporation এর একটা ইমেইল ম্যানেজমেন্ট সফটওয়্যার.ডাউনলোড করতে ক্লিক করুন এইখানে ।
ডাউনলোড শেষ হলে ইন্সটল করুন । এবার Thunderbird ওপেন করুন । ওপেন হলে tools ট্যাব থেকে accounts settings এ যান
account settings এর উইন্ডো ওপেন হলে বাম পাশে একদম নিচে Account Actions থেকে Add Another Account এ ক্লিক করুন
এবার Blog and News Feeds সিলেক্ট করে next এ ক্লিক করুন
Account Name দিয়ে Next এ ক্লিক করুন
এখানের অপশন গুলো আপনার ইচ্ছা ও সুবিধা মত সিলেক্ট করে Manage Subscription এ ক্লিক করুন
নতুন একটা উইন্ডো ওপেন হবে এখানে Add বাটন এ ক্লিক করুন
এবার যে বক্স আসবে ওখানে পোস্ট RSS এর জন্য Feed URL এর ঘরে লিখুন http://www.tunerpage.com/feed এবং ওকে করুন
এবার আবার Add বাটন এ ক্লিক করে মন্তব্য RSS এর জন্য Feed URL এর ঘরে লিখুন http://www.tunerpage.com/comments/feed এবং ওকে করুন
ব্যাস কাজ শেষ ;) নিচের ছবির মত করে আপনার Thunderbird এর পর থেকে নিয়মিত টিউনার পেজের ফিড নিয়ে হাজির হবে :D
FeedDemon 4 ব্যবহার করে ফিড
এবার আলচনা করবো FeedDemon 4 দিয়ে কিভাবে টিউনার পেজের আর.এস.এস ফিড করবেন। প্রথমেই FeedDemon 4 ডাউনলোড করে নিন । FeedDemon 4 ডাউনলোড করতে ক্লিক করুন এখানে । ডাউনলোড শেষ হলে FeedDemon 4 ইন্সটল করে নিন । ইন্সটল শেষে এটা ওপেন করুন। ওপেন হলে File ট্যাব থেকে New Subscriptions এ ক্লিক করুন অথবা Ctlr + N চাপুন
এবার New Subscriptions এর উইন্ডো ওপেন হলে বক্সে পোস্ট RSS এর জন্য http://www.tunerpage.com/feed লিখুন এবং নিচের বক্স্বে টিক দিয়ে Next ক্লিক করুন
এবার একটা Title দিয়ে Next ক্লিক করুন
এবার Finish এ ক্লিক করুন
একই উপায়ে মন্তব্য RSS এর জন্য New Subscriptions এর উইন্ডো ওপেন করে বক্সে http://www.tunerpage.com/comments/feed লিখে একই উপায়ে subscribe করুন । সব শেষে আপনার ফিড গুলো দেখতে হবে নিচের ছবির মত
Feedreader 3.14 ব্যবহার করে ফিড
এবার আলোচনা করবো Feedreader নিয়ে । এটা একটা RSS ম্যানেজমেন্ট সফটওয়্যার । এর সাহায্যে সহজেই আপনার ডেক্সটপ থেকে টিউনার পেজে সংঘটিত সবকিছু জেনে নিতে পারবেন নিমেষেই । প্রথমেই Feedreader ডাউনলোড করতে ক্লিক করুন এখানে । ডাউনলোড শেষ হলে এটা ইন্সটল করে ফেলুন । ইন্সটল শেষ হলে File ট্যাব থেকে New > Feed এ ক্লিক করুন অথবা কীবোর্ড এর শর্টকাট F3 চাপুন
এবার Add Feed নামে একটা উইন্ডো ওপেন হবে । এখানে শুরুর দিকেই ফাঁকা ঘরে পোস্ট RSS ফিড এর জন্য http://www.tunerpage.com/feed লিখুন এবং ওকে ক্লিক করুন
এবং মন্তব্য RSS ফিড এর জন্য http://www.tunerpage.com/comments/feed লিখুন এবং ওকে ক্লিক করুন
ব্যাস কাজ শেষ । এবার Feedreader ই বাকি সব কাজ করবে নিচের ছবির মত এবং নতুন কোন ফিড এলেই টা পপ আপ এর মত করে জানিয়ে দিবে
SharpReader ব্যবহার করে ফিড
SharpReader নিয়ে আমাদের পরের আলোচনা । এটাও একটা RSS ফিড ম্যানেজার । SharpReader ডাউনলোড করতে ক্লিক করুন এখানে । ডাউনলোড শেষ হলে SharpReader ওপেন করে File ট্যাব থেকে Open RSS Feed এ ক্লিক করুন থবা কীবোর্ড এর শর্টকাট Ctrl + O চাপুন
যে বক্স ওপেন হবে ওখানে পোস্ট RSS এর জন্য http://www.tunerpage.com/feed এবং মন্তব্য RSS এর জন্য http://www.tunerpage.com/comments/feed লিখুন । Subscribe to feed বক্সে টিক দিন এবং ok তে ক্লিক করুন ।
কাজ শেষ :) আপনার আপডেট ফিড গুলো দেখতে হবে নিচের ছবির মত
আজ এই পর্যন্তই । আশা করি আপনাদের টিউন টি ভাল লেগে থাকবে এবং কাজে আসবে। পরবর্তী টিউন এর জন্য সাথেই থাকুন । ধন্যবাদ :)
onek valo o boro post
এক কথায় অসাধারণ টিউন …….. :) :)
ভাই আমি এখনো tunerpage অ কোনো লেখা পোস্ট করি নাই ,কিভাভে করব একটু details বলেন,আমি কিসু সুন্দর ইদিয়া পোস্ট করব
http://www.tunerpage.com/new-user এটা দেখুন বস :)
সেলুট আপনার জন্য
:”>
আসাধারন !
ধন্যবাদ ইয়াসির ভাই :)
ভায়া…RSS Grafitti এর টা দেন প্লিজ। আমি তো লাল রঙ এর subscribe বাটোন পাচ্ছি না :(
ফেসবুকের জন্য ? লাল রঙের বাটন টা শুধু মাত্র অপেরা থেকে পাবেন আর ফেসবুকের টা অনির্বাচিত টিউনার একবার করেছেন দেখে আমি আর লিখি নাই
সব মিলিয়ে সুপার ডুপার টিউন
থ্যাঙ্ক ইউ :)
কিং তো সব সময় সুপার ডুপার
জটিল টিউন । ধন্যবাদ। :)
আপনাকেও অনেক ধন্যবাদ মতামত দিয়ে উতসাহ দেওয়ার জন্য :D
চমৎকার জটিল তো ! আপনাকে অনেক ধন্যবাদ :)
ওই মিয়া এভাবে ফাটাফাটি টিউন করতে থাকলে কি হবে………… এরূপ টিউন থামান না হলে কিন্তু আমি থেমে জাব
:( :( থাকেন তাইলে থেমে :( আমি টিউন করা থামাব না >_<
ধন্যবাদ আপনাকেও চিন্তিত পথিক ভাই :D
জটিল পোষ্ট। ছবি গুলা দেয়াতে আরো ভালো হয়েছে :)
ধন্যবাদ আপনাকে :D
ও ও, দারুনতো, অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউন জন্য.
সবসময় সাথে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আদি ভাই :D
ওয়াও!জটিল
থেঙ্কু মেঙ্কু :P
থেঙ্কু বুঝলাম But মেঙ্কু কি ?
ওইটা থেঙ্কুর ছোট ভাই মেঙ্কু >_< কিছুই জানেন না মিয়া আপনি ঃ@
তবে সর্বশেষটা আমার পিসিতে চালু আছে। অসাম লাগে এটা
আমি সবসময় Thunderbird ইউজ করি :D
মাশাআল্লাহ! লেখা + ছবি মিলিয়ে জটিল হয়েছে পোষ্টটি। :)
ধন্যবাদ :দ