দ্যা নেক্সট টিজে
Latest posts by দ্যা নেক্সট টিজে (see all)
আমার 6th Post এ আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা নিজেস্ব Business Card তৈরী করবেন খুব সহজে।
Softwareটির পরিচিতি?
Softwareটির নাম হল Business Card Maker. নাম শুনেই বুঝতে পারছেন Softwareটির কাজ কি ধরনের। এই Softwareটি দিয়ে আপনি আপনার পচ্ছন্দমত Business Card তৈরী করতে পারবেন খুব সহজে। কারন এতে অনেকগুলো Card তৈরী করাই আছে শুধু আপনার পচ্ছন্দেরটি বেছে নিয়ে নাম, ঠিকান ইত্যাদি Edit করে নিতে হবে।
কিভাবে ব্যবহার করব?
Download শেষে Softwareটি করে Setup দিয়ে নিন।
1.এরপর Softwareটি Open করুন Desktop এর Shortcutটিতে Click করে।
2.Softwareটি Open হলে Cancel Button এ Click করুন।
3.এরপর Registration Button এ Click করুন এবং License Key এর ঘরে 528B366668C389B4687588DAB2F22AF0 Paste করে Registe Button এ Click করে Registation করে নিন।
4.এখন File Button এ Click করে New তে Click করুন।
5.এখন আপনাকে Business Card এর পচ্ছন্দ করতে হবে Select Category থেকে। Category তে আপনি Nature, Blue Classic, Arts ইত্যাদি পাবেন। । যেটা ভাল লাগবে তার উপর Click করে Ok Button এ Click করুন। তবে আপনি ইচ্ছে করলে Custom Size থেকে প্রয়োজন মত Card এর Size ঠিক করে দিন। আমি Standard Size রেখেই Ok দিলাম।
6.আপনি Card-টিতে Clipart Add করতে পারবেন। এখানে বেশ কিছু Clipart আছে। যেটা পচ্ছন্দ তার উপর Click করলেই তা Card এ Add হয়ে যাবে।
7. আপনি Card-টিতে Background দিতে পারবেন। যেটা পচ্ছন্দ তার উপর Click করলেই তা Card এ Add হয়ে যাবে। এছাড়াও আপনি আপনার তৈরী করা বা পচ্ছন্দের Picture Background হিসাবে দিতে পারবেন এজন্য সেটা Browse Image এ Click করে দেখিয়ে দিতে হবে। এখানে Sheet1 এবং Sheet2 তে আনেক Background দেয়াই আছে।
8.এখন আপনি Card-টির যেখানে Edit করতে চান সেখানে Click করুন। তার জন্য নিচের দিকে তার Properties আসবে সেখান থেকে ঠিক করে নিন।
9.আপনি আপনার কাজটি Save করে রাখতে পারবেন। যা পরে Edit করা যাবে। আপনার কাজ Save করার জন্য File এ Click করুন এবং Save As Button এ Click করুন।
10.এরপর আপনি কাজটি কোথায় এবং কি নামে Save করে চান তা ঠিক করে দিয়ে Save Button এ Click করুন।
11.আপনার সব কাজ হয়ে গেলে File এ Click করে Save As Image এ Click করুন।
12.এখন এখান থেকে Browse Button এ Click করুন।
13.আপনার তৈরী করা Card-টি কোথায় কি নামে Save হবে তা ঠিক করে দিয়ে Save Button এ Click করুন। আপনি Card-তি .png, .jpg, .bmp, .gif, .tiff, .tga এবং .pcx Formate এ Save করতে পারবেন।
14. এরপর এখান থেকে Print Quality, কতগুলো Cards Image হিসেবে Export হবে ইত্যাদি Change Button এ Click করে ঠিক করে দিন। এরপর Ok Button এ Click করে কিছুক্ষন অপেক্ষা করুন।
15.তরপর আপনি একটি Massage পাবেন। তখন Ok Button এ Click করুন। এখন আপনি যেখানে Save করার জন্য দেখিয়ে দিয়ে ছিলেন সেখানে গেলেই আপনার তৈরী করা Card পেয়ে যাবেন। এরপর Print করে Card-টি ব্যবহার করুন।
Softwareটি Download করব কোথায় থেকে?
http://www.torrentcrazy.com/torrent/2185907/business-card-maker-2.30-incl.-serial এই Link থেকে Softwareটি Serial সহ Download করে নিন। এর জন্য আপনার একটি Torrent Download Manager লাগবে। আপনি Google এ Business Card Maker v2.30 লিখে Search দিয়েও Download করে নিতে পারেন এবং 528B366668C389B4687588DAB2F22AF0 এই Serial key দিয়ে Registation করে নিন। Softwareটির Memory হল 10MB । আমি Softwareটি ব্যবহার করেছি এটা বেশ কাজের।
কিছু কথা…………
বিস্তারিত লেখার চেষ্টা করেছি তবুও Postটিতে কোন ভুল থাকলে নিজ গুনে ক্ষমা করবেন। আপনার মুল্যবান মন্তব্য দিয়ে সকল TJ দের উৎসাহিত করুন যেন তারা আরও সুন্দর সুন্দর Post করতে পারে। Postটি পরার জন্য আপনাদের ধন্যবাদ।
na dekle mis kortam
কাজের জিনিস ট্রাই করে দেখতে হবে কি রকম….
রাব্বি ভাই আপনার ব্যবহার করা Version টি যদি 2.30 হয় তবে “528B366668C389B4687588DAB2F22AF0” এই সিরিয়াল দিয়ে রেগিস্তাতীয়ন করুন তাহলেই হবে। কমার মধ্যের টুকু কপি করে চেষ্টা করে দেখুন।
কাজের জিনিস
উপকারি পোস্ট , কিন্তু রেজিস্ট্রেশন ইনভেলিড সিরিয়াল কি দেখাচ্চে কি করব …………।।
আমার কাচে আচে:০
দাদা দারুন একটা জিনিস দিলেন.আমি কদিন ধরেই এমনি একটা software খুজছিলাম. আপনাকে অনেক অনেক ধন্যবাদ . আপনার কাছে letter pad বানাবার কিছু আছে? মানে doctor দের যে সব prescription লিখতে লাগে.
IDM ওপেন করুন. Add URL:
http://r7.btgate.info/core/outzip.php?did=765a8998f4d054d4671d46f1a79130ba