গত বেশ কয়েকদিন থেকে আপনার মোবাইলের ব্যালেন্স অটোমেটিক কমে যাচ্ছে? আজিব ব্যাপার তাইনা? প্রতিদিন ২.৩০ পয়সা ইদানিং যাচ্ছেটা কোথায়?
বেশ কয়েকদিন থেকে যদি এরকম প্রশ্নের সম্মুক্ষিণ হন তাহলে এই টিউন আপনার জন্যই। সম্প্রতি কিছু অসাধু বাঙ্গালী গুগল এ্যাডস এর সাহায্যে লোভনীয় কিছু বিজ্ঞাপন পুরো ইন্টারনেট জুড়ে ছড়িয়ে দিচ্ছে। আপনাদের যাদের ইতিমধ্যেই কিছু টাকা কেটেছে তারা নিশ্চই নিচের এ্যাডগুলির সাথে পরিচিত-
এই এ্যাডগুলিতে ক্লিক করলেই Enterfactory.com নামক একটি সাইটের Promo এ লিংককে নিয়ে যাওয়া হয় যেখানে আপনাকে আপনার মোবাইল নম্বরটি দিয়ে রেজিষ্ট্রেশন করতে বলা হয়।
আপনার মোবাইল নম্বরঃ এখানে আপনার মোবাইল নম্বরটি দিতে হয়
আপনার পেশাঃ আর এখানে পেশা হিসেবে দিতে হয় Grameenphone কিংবা Airtel
নম্বর দিয়ে “এগিয়ে চল” তে ক্লিক করলে আপনার ফোনে একটি কনফারমেশন ম্যাসেজ আসে যেটাতে একটি কোড থাকে এবং এই কোডটি সাইটটিতে দিতে হয়। তাহলেই আপনার রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়ে গেল। অর্থাৎ প্রতিদিন আপনার ব্যালেন্স থেকে ২ টাকা ৩০ পয়সা কাটা শুরু। কিন্তু লাউ কিংবা কদু কিছুই জানা হল না। আমরা আমাদের নামের অর্থ জানার জন্য কিংবা এক্সরে কিংবা ভুত বের করার জন্য এ্যাডে ক্লিক করলাম কিন্তু কি হল নিজেও বুঝতে পারা গেল না। তাই হয়ত আমার মত অনেকেই সাইটটা ক্লোজ করে দিলেন। কিন্তু টাকা যে কাটতেছে এটা আর জানা হল না।
তবে একটা ভাল কথা লেখা আছে সেটা হল এই টাকা কাটা বন্ধ করতে হলে আপনাকে BIN OFF লিখে 16261 এ একটা ম্যাসেজ দিতে হবে।
তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি SMS করে টাকা কাটা বন্ধ করুন।
কতো বড় হেল্প যে করলেন আপনি বলে বুঝানো যাবে নাহ…থাঙ্কস এ লট :) :) :)
darun bolechen vaiya . ami jantam na
ফোন করলে অটোমেটিক কমে যায়|সমাধান চাই|
আমি আমার এক বন্ধুর মোবাইল দিয়ে ভেরিফিকেশন করেছিলাম। তার অনেক লস হয়েছে। এখন ঠিক করতে হবে।
না ভাই আমার টাকা কমছে না..তবে আপনাকে ধন্যবাদ.
এটা তো আপনার টিউন না । এটা টেকটিউনসের মডারেটর সাইফুল ইসলামের লেখা । অন্যের লেখা প্রকাশ করতে গেলে তার নাম সুত্রাকারে দিয়ে দেয়া উচিত ছিল !
অনেক কিছু জানতে পারলুম ……ঃ)
GP হতে সাবধান
ধন্যবাদ ভাই সতর্ক করার জন্য ।
কাজের জিনিস । শেয়ার করা উচিত ।
এই Tune তা পরার পর আমি আমার Balance Check করে দেখি ৫ টাকা নেই ….
তাই সাথে সাথে Deactive করে দিসি …
Thank U Boss …
আমি ও বাশ খাইসিলাম তাই আর যাতে কেউ বাশ না খায় তাই জানায়ে দিলাম……..
তাইত বলি আমার টাকা কই গেল ?????????????
not bad , দরকার
ধন্যবাদ.
নতুন কিচু জানলাম :) এভাবেই আমাদের সাথে থাকুন :)
ধন্যবাদ বসাক ভাই………জানতাম না এত যে কাহিনী আসে, তবে আমি চালক মানুষ..click করি নাই….:D