মহান সৃষ্টিকর্তার মেহেরবানিতে আসা করি সবাই ভালো আছেন। নতুন প্রজন্মকে প্রযুক্তির পথে এক ধাপ এগিয়ে নেবার চেষ্টায় টিউনারপেজ ব্লগে আমরা শুরু করেছি “ব্লগিং কম্পিটিশন” । আগামী ১ এপ্রিল থেকে ৩১শে মে পর্যন্ত মোট ২ মাস এই ব্লগিং কন্টেস্ট চলবে। বাংলা ভাষায় আইটি বিষয়ক আরো লেখক তৈরী করার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। বিজ্ঞান ও প্রযুক্তি কে সকলের কাছে আরো উন্মুক্ত করে তুলতে আমাদের ছোট আরেকটি চেষ্টা মাত্র এটি। tunerpage.com এর বিভিন্ন বিভাগে লেখা জমা দিয়ে জিতে নিন ২০টি ধামাকা পুরষ্কার এবং যে কোন পোস্টে মন্তব্য করেও জিতে নিতে পারেন ফ্রী টকটাইমসহ আকর্ষণীয় উপহার।
লেখা জমা দিয়ে ১২ জন টিজে জিতে নিন আকর্ষণীয় পুরষ্কার
- ১ম পুরষ্কার – একটি ৪ গিগাবাইট পেন ড্রাইভ + ১ বছরের জন্য একটি ডোমেইন + একটি হোস্ট + ওয়েব সাইট সেটাপ + ২০০ টাকা ফ্লেক্সিলোড ।
- ২য় পুরষ্কার – একটি ২ গিগাবাইট পেন ড্রাইভ + ১ বছরের জন্য একটি ডোমেইন + একটি হোস্ট + ওয়েব সাইট সেটাপ + ১০০ টাকা ফ্লেক্সিলোড ।
- ৩য় পুরষ্কার – একটি মাল্টিমিডিয়া কি বোর্ড + ১ বছরের জন্য একটি হোস্ট ও ফ্রী ডোমেইনে সম্পূর্ণ তৈরি ব্লগ + ১০০ টাকা ফ্লেক্সিলোড ।
- ৪ নং পুরষ্কার – একটি গেমিং মাউস + ১ বছরের জন্য একটি হোস্ট + ৫০ টাকা ফ্লেক্সিলোড ।
- ৫ম পুরষ্কার – ১ বক্স (১০ টি) ব্ল্যাংক ডিভিডি + ১ বছরের জন্য একটি হোস্ট + ৫০ টাকা ফ্লেক্সিলোড ।
- ৬ নং পুরস্কার – একটি ডাইরি + ১ বছরের জন্য একটি হোস্ট + ৫০ টাকা ফ্লেক্সিলোড ।
- ৭নং পুরষ্কার – ১ বছরের জন্য একটি হোস্ট + বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি বই + ১০০ টাকা ফ্লেক্সিলোড ।
- ৮ নং থেকে ১২ নং প্রত্যেক বিজয়ী পাবেন –১টি করে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বই + ৫০ টাকা ফ্লেক্সিলোড ।
মন্তব্য করে ৮ জন টিজে-মেন্টর জিতে নিন আকর্ষণীয় পুরষ্কার
- ১ম পুরষ্কার – ১০০ টাকা ফ্লেক্সিলোড + বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি বই + একটি ফ্রী হোস্ট ও ফ্রী ডোমেইন দিয়ে সম্পূর্ণ তৈরি করা ওয়ার্ডপ্রেস ব্লগ ।
- ২য় পুরষ্কার – ৫০ টাকা ফ্লেক্সিলোড + বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি বই ।
- ৩য় পুরষ্কার – ১০০ টাকা ফ্লেক্সিলোড।
- ৪ নং পুরস্কার – ৫০ টাকা ফ্লেক্সিলোড।
(মন্তব্য ২ ভাগে ভাগ করা হয়েছে প্রতি মাসে ৪ জন বিজয়ি হবেন মোট ৮ জন ২ মাসে)
টিজেদের জন্য নিয়মাবলী:-
- কপি-পেস্ট পোস্টিং সম্পূর্ন নিষেধ। এই ক্ষেত্রে কপি-পেস্টকারী টিজে কে সাময়িক বা স্থায়ী ভাবে ব্লগ থেকে ব্যান করে দেয়া হবে।
- কন্টেস্ট চলাকালীন সময় টিউনারপেজে প্রকাশিত পোস্টগুলো অন্য কোন ব্লগে প্রকাশ হলে ঐ পোস্ট পুরষ্কারের জন্য মনোনীত হবে না।
- একদিনে সর্বোচ্চ ৩টির বেশি পোষ্ট করা যাবে না। যদি ৩টির বেশি করা হয়, তবে ৩টিই গণনা করা হবে।
- লেখকের নিজের সাইট ছাড়া অন্য কোন ব্লগে প্রকাশ হয়েছে এমন কোন পোস্ট পুরষ্কারের জন্য মনোনীত হবে না। সম্পূর্ণ ইউনিক লিখা হতে হবে। পূর্বে কোন ব্লগে অপ্রকাশিত সম্পূর্ণ নতুন লেখা পোস্টগুলো সর্বাধিক অগ্রাধিকার পাবে।
- পোস্ট করার সময় সঠিক বিভাগ, ট্যাগ, ফিচার ইমেজ ঠিক ভাবে সেট করতে হবে। এবং অবশ্যই কমপক্ষে ২০ লাইনের পোস্ট হতে হবে।
- বিজ্ঞাপন, সাহায্য চাই, অন্যন্য ও ফান জোন, ব্লাড ব্যংক, সাহিত্য, English, ডাউনলোড, এন্টি ভাইরাস, রিভিউ বিভাগে প্রকাশিত কোন লেখা পুরষ্কারের জন্য মনোনীত হবে না।
- আপনার করা পোস্টের মাঝে কোন ব্যক্তি মন্তব্য করলে অবশ্যই উত্তর দিতে হবে যদি মন্তব্যকারি পোস্ট সংক্রান্ত কিছু জানার জন্য মন্তব্য করে থাকেন।
- উপরোক্ত সকল নিয়ম মেনে ২ মাসে সর্বাধিক পোস্ট করতে হবে তবে মান সম্মত এবং ইউনিক পোস্ট হলে সর্বাধিক পোস্ট না করলেও বিবেচনা করা হবে।
টিজে-মেন্টরদের জন্য নিয়মাবলী:-
(টিজেদের আরো উৎসাহিত করতে এই আয়োজন)
- একটি মন্তব্য অনেক গুলো পোস্টে দেয়া যাবে না এবং একটি মন্তব্য একাধিকবার দিলে, সেটা ১টি মন্তব্য হিসাবে ধরে নেয়া হবে।
- যেই পোস্টে মন্তব্য করবেন সেই মন্তব্য অবশ্যই পোষ্টের বিষয়ে হতে হবে।
- আমাদের হেল্প লাইনে, মতামত বিভাগে করা মন্তব্য এবং সাপ্তাহিক কুইজে করা মন্তব্য গুলো মনোনীত হবে না।
বিচারক মণ্ডলী
ভিসিটরদেরকে মুলত: এই ব্লগিং কন্টেস্টের বিচারক বানানো হয়েছে। যে সকল পোস্ট বেশী পঠিত হবে। এবং যে সকল পোস্ট এর মাঝে ফেসবুক লাইক থাকবে। এবং যে সকল পোস্ট এর মাঝে মন্তব্য বেশী থাকবে সেই সকল পোস্ট পুরস্কারের জন্য বিবেচনা করা হবে।তবে অবশ্যই আমাদের নিয়মগুলো সঠিক ভাবে নির্ভুলভাবে মেনে চলে যে সকল টিজে পোস্ট করবে তাদের পোস্টগুলো নিয়ে অ্যাডমিন প্যানেল মিটিং করে বিজয়ী ঘোষণা করবে। আপনার পোস্ট মান সম্মত হয়েছে কিনা সেটি প্রাথমিকভাবে ধারনা নিতে পারেন আমাদের এক্সক্লুসিভ বিভাগের পোস্টসমূহ এবং আমাদের ম্যাগাজিন মাসিক টিউনারপেজ থেকে।
বিশেষ নোট
আগামী পহেলা এপ্রিল থেকে টিউনারপেজ ব্লগে পোস্ট করা সকল পোস্ট এই আয়োজনের আওতাভুক্ত যা আগামী ৩১শে মে পর্যন্ত কার্যকর থাকবে।
পুরষ্কার ২০১২ এর জুন মাসের ১৫ (১৫-০৬-২০১২) তারিখে ঘোষনা করা হবে। টিউনারপেজ অ্যাডমিন প্যানেলের সদস্যরা এই প্রতিযোগিতার আওতায় আসবে না। কন্টেস্ট সম্পর্কে আপনার কোন প্রশ্ন অথবা কোন কিছু জানতে চাইলে ফোন করুন ০১৭১৭৪৮০৬৫২ (অফলাইন অ্যাডমিন মহা প্লাবন) । টিউনারপেজ পূর্ণ অধিকার রাখে যে কোন মুহূর্তে এই আয়োজন বন্ধ করে দেয়ার কোন প্রকার কারণ দর্শানো ছাড়াই এবং নিয়মাবলী সাইট এডমিন প্রয়োজনে পরিবর্তন করতে পারবেন যে কোন মুহূর্তে। এবং সর্ব ক্ষেত্রে সাইট এডমিনের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
আমাদের ব্লগিং কন্টেস্টের স্পন্সর হয়েছেন যারা
৫টি হোস্ট দিচ্ছেন Tasfiq Hossain Khan (http://amaderhosting.com/)
৪ গিগাবাইট পেন ড্রাইভ, একটি মাল্টিমিডিয়া কি বোর্ড, একটি মাউস দিচ্ছেন Zamil Hossain Sezan (http://www.wpbangla.com/)
২টি হোস্ট দিচ্ছেন আদি ইসলাম (http://www.aptctg.com/)
কম্পিউটার বিষয়ক বই গুলো দিচ্ছেন মোহাম্মদ ইখতিয়ার হোসেন (www.e-tech-world.com)
আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা আমাদের সবার পক্ষ থেকে। টিউনারপেজ আপনাদের কাছে কৃতজ্ঞ।
=======================================================================
আপনারা যদি এই আয়োজনের স্পন্সর হয়ে আমাদের সাহায্য করতে চান তাহলে খুব খুশি হবো। স্পন্সর হতে চাইলে এই ঠিকানায় মেইল করুণ tunerpage@hotmail.com দয়া করে মেইলের সাবজেক্ট অবশ্যই “স্পন্সর হেল্প” দিবেন।
সুতরাং উপভোগ করতে থাকুন ব্লগিং কন্টেস্ট – ২০১২ । সেই পর্যন্ত ভাল থাকুন এবং ভাল রাখুন পাশের মানুষটিকে।
১) অনির্বাচিত টিউনার™
২) পুদিনা পাতা
৩) চিন্তিত পথিক™
৪) তাল পাতার সিপাহি
৫) সাইভার ওয়ার্ল্ড
৬) Tj মীর
৭) বান্দা_ ইখতিয়!র
৮) ইয়াসির আরাফাত
৯) তামিম (বাংলার মানুষ)
১০) মুক্ত বিহঙ্গ (রিজভী)
১১) সার্ভার কুইন
১২) ডাইস
অনির্বাচিত টিউনার™ , চিন্তিত পথিক™ এই দুই নামে কোন প্যাটেন্ট তো দেখলাম না ! :P
ভাল করে দেখেন।
কে হলো বিজয়ী ??
bro onk valo laglo . … ami chassi amdr blog a ad dite eai subject ta k .. http://www.nofayed.com
r amdr page r writer der k ektu parle utsaho dite parben pls . janan . amk …
ভালো উদ্দক
আমি ও আছি… কিন্তু নাম এ মাত্র :D
অস্থির !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
দেখি পুরস্কার নিতে পারি কিনা ধন্যবাদ আয়োজন করার জন্য ।
Vi sob Tunarpage a join koira e dakhi kotri pokkho amar jonno prize ghosona krse :p
Dakhen to amar post gula km0n hoise???
প্রিয় এডমিন,
দূঃখের সাথে জানাতে হচ্ছে যে, ইচ্ছে থাকা সত্ত্বেও এই প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারছি না।কারন, এর আগের প্রতিযোগীতায় অংশগ্রহন করেছিলাম এবং অনেক পোষ্ট করেছিলাম,অনেক উপকারী প্রোগ্রামিং ও দিয়েছিলাম। কিন্তু সেভাবে পোষ্টগুলো কে আপনারা মুল্যায়ন না করে কোন লিষ্ট এই রাখেন নি। অথচ, যারা মাত্র ৪/৫ টি পোষ্ট করেছিল এবং শুধুমাত্র কমেন্ট করেছিল তাদের কে আপনারা পুরস্কার এ ভুষিত করেছিলেন। এমনকি একজন কে ২ ক্যাটাগরী তে পুরস্কার দিয়েছিলেন।
পুরস্কার তো ভাই বড় কিছু না সব থেকে অবাক করার বিষয় হল কৃতজ্ঞতা স্বীকার এও এই অধমের নাম ছিল না।
কিন্তু আমার পোষ্ট গুলো পড়ে দেখবেন – কোন আকামের পোষ্ট আছে কি না ! প্রায় সবগুলোই প্রোগ্রামিং নিয়ে লিখা।
অনেক কথা বললাম ।কষ্ট পেলে ক্ষমা করবেন। তবে আপনাদের এই সাইট এ যদি অনলাইন প্রোগ্রামিং সমস্যা ও সমাধান চালু করতে চান তবে যোগাযোগ করবেন।
সীমান্ত রোমেল
ওয়েব & সফটওয়্যার ডেভেলপার
শুভ সকাল রো মেল ভাই ,
সম্ভবত আমি , দুই ক্যাটাগরি তে পেয়েছিলাম । এড মিন সঠিক বিচার করেছে কি না যারা টিউনার পেজে নিয়মিত তারা জানে ।
সেই সময়ে আপনার প্রথম পোস্ট টি ছিল একটি সফটওয়ার ডাউন লোড লিংক ।
তবে একটা দুঃখ পেলাম – যে খেলায় আমি স্বেচ্ছায় হারমানি , সকলে মিলে আনন্দ ভাগ করে নেবার আশায় ! সেখানে ………………………… খুব ভালো লাগল ।
আমি আবার ও আপনার কাছে হার মেনে নিলাম , আশা করি দুঃখ ভুলে আবার পোস্ট করবেন । আমাদের শেখানোর জন্য করবেন । ভালো থাকবেন ।
Porikhata Jak Tar por Cinta Kormu ne…………….
onek valo uddog……………………….
Mobile die post korte onek jhamela. Na hole niyomito post ditam . Contest e ongsho grohon buji hobena !
Apnader Shuvo kamona korci .
কোপাইয়া কমেন্ট তো করতে পারবেন ? :P তাতেও গিফট ;)
আপনার আইডিয়া বাস্তবায়ন করতে চলেছি, দুয়া করবেন :P
খুব ভাল অফার , এইটা কি ছারা যাই !
তারপ ও অনেক দামি দামি গিফট।
আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব তবে জয় হবার জন্য নয়, নতুন কিছু শিখানোর জন্য। আপনাদের যদি আমার ফটোসপ পিএস৩ ও ভিডিও এডিটিং এর পোষ্ট ভালো লাগে তখনই আপনারাই চাইবেন আমাকে প্রতিযোগিতায় জয়ী করার জন্য। কারণ বিশ্বাস করি বেশি করে কাজ করলে সে তার লক্ষ্যে পৌছাবেই। তাই আজ থেকে শুরু ফটোসফ পিএস৩
শুরু করেন বস.
কত আশা ছিল নেক্সট কোন ব্লগিং কম্পিটিশন হলে ফার্স্ট প্রাইজ পাব কিন্তু আপনাদের মত বড় বড় লেখক রা জেভাবে ঝাপিয়ে পড়েছেন :( মন টাই ভেঙ্গে গেল :'(
*** তুমি যে ক্ষতি করলাই আমার তুমি যে ক্ষতি করলাই , আল্লায় করবে তোমার বিচার***
আমি ভাই এত ঝামেলার মধ্যে নাই । চেষ্টা করতেছি শর্ট-কাট কোন পথে (হ্যাকিং-টেকিং করে) টিউনারপেজের প্রথম পুরুস্কারটা বাগে আনা যায় কিনা!! তাই বলি, পুরুস্কারের আশায় টিউন করতে করতে কিবোর্ড ভেঙ্গে ফেলেও যদি কেউ প্রথম পুরুস্কার না পান তবে কান্নাকাটি করবেন না প্লিজ!!!!
হেহেহে…..লোল.
prize এর আশা করা লাগবে না…লাকে তেল দিয়ে ঘুমান.
আমার ঘুম এমনিতেই অনেক ভালো হয়(নারী ঘটিত কোন সমস্যা নেই তো তাই!)। তবে Contemporary মন্তব্যের জন্য ধন্যবাদ ।
এতো পুরকস্কারের মাঝে কোনটা ছাইড়া কোনটা নিই??? :)
ভাল লাগল …..
যান ঘোষণা দিয়া দিলাম । আমি ই বিজয়ী :)
হাহাহহা……আপনার মাথা ঠিক ache bro!!!
first prize to amar kache already chole asche..
sorry bro. dont mind
লুলু ………….prz to kintu ami ….amar basa theke bahir korum na :D
হাহাহহা…আপনি দেখি না ঘুমিয়ে সপ্ন দেখেন..
দেখেন ….ভালো করে দেখেন…
সজাগ থেকে সপ্ন দেখলে কখনো বাস্তব হয় na…
ভালো উদ্যেগ… আশা করি, এবার অনেক নতুন টিজে এবং ভালো টিউন পাব…………
ধন্যবাদ টিউনারপেজ কে, এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য………