আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ২০১২ এর অন্যতম বহুল প্রতীক্ষীত জান্নাত ২ মুভি এর অডিও এলবাম। আজকেই এটি নেটে প্রথম রিলিজ পেয়েছে। তাই দেরী না করে আপনাদের কাছে এটি পৌছে দেয়ার লক্ষ্যেই এই পোস্ট।
মুভিটি রিলিজ পাবে ৪ই মে। এর অডিও এলবাম রিলিজ পেল আজ ৩০শে মার্চ। মুখেশ ভাট প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন কুনাল দেশমুখ। আর অভিনয় করেছেন ইমরান হাশমি , এশা গুপ্তা। সঙ্গীত আয়োজনে ছিলেন কলকাতার বিখ্যাত প্রীতম। গানগুলো লিখেছেন সাঈদ কাদরী। গানগুলো গেয়েছেন শাফাকাত আমানত আলী, রাহাত ফতেহ আলী খান, কে.কে , মোহিত চৌহান , নিখিল সুজা , জাভেদ আলী প্রমুখ।
এলবামটিতে মোট গান আছে ৯টি।
গান গুলো হলো :
১. তুহি মেরে – শাফাকাত আমানত আলী
২. তেরে দিদার হুয়া – রাহাত ফতেহ আলী খান
৩. তুঝে সোচতা হু – কে.কে
৪. রাব কা শুকরানা – মোহিত চৌহান
৫. জান্নাত কাহা – কে.কে
৬. সাং হু তেরা – নিখিল সুজা
৭. জান্নাত কাহা (Power Ballad) – নিখিল সুজা
৮. তেরে দিদার হুয়া (From The Heart) – জাভেদ আলী
৯. রাব কা শুকরানা (Reprise) – অনুপম আমদ
ডাউনলোড করুন পুরো এলবাম অথবা যেকোন গান এখান থেকে:
(সব ফাইল মিদিয়া ফায়ার এ আপলোড করা আছে তাই কোন ঝামেলা নাই)
ডাউনলোড লিঙ্ক
আজ এই পর্যন্তই।
আল্লাহ হাফিজ।
darun movie dekhechi
Good Collection
ধন্যবাদ ভাই গত কাল্কেই নামাইছি :)
আপনাকেও ধন্যবাদ। :D
:)
ভাই Password কাজ করছে না
দুঃখিত ভাই। আমি খেয়াল করিনি।
এখন পাসওয়ার্ড কাজ করছে।
পাসওয়ার্ড টি হলো ::: downloading4fun.com