ভালবাসা সে’তো রঙ্গিন খামে
মোড়ানো এক চিঠি,
ভালবাসা সে’তো-
রাস্তায় পরে থাকা মানুষের
আধখানা শুকনো রুটি।
ভালবাসা সে’তো মায়ের মুখে
ঘুমপাড়ানী গান শোনা,
ভালবাসা সে’তো হাজার স্বপ্ন
একই সুতোয় বুনা।
ভালবাসা সে’তো চরকিতে চড়ার
ছোট বোনের বায়না,
ভালবাসা সে’তো-সব হারালেও
তোমায় হারানো যায়না।
দারুণ লেগেছে কবিতাটি ।
ধন্যবাদ ।
কবিতাটি চরম লেগেছে পড়ে । ধন্যবাদ
চরম একটা কবিতা । এমন কবিতা আরও চাই । পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম >>><<<
আসলেই কবিতাটি দারুণ হয়েছে……… ধন্যবাদ, আমাদের সাথে শেয়ার করার জন্য…………
গুলি করে আপনার খুলি উড়িয়ে দিমু।
কই ছিলেন এত দিন?? আপনার লেখা আমার কাছে চরম লাগে। ধূর! আপনারা যে কই যান?
পোষ্টটির কবিতাটি চরম লেগেছে
এভাবে বলিয়েন না, অনি আপু… ভয় লাগে………
চরম