এশিয়া কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশের পরাজয় মেনে নিতে পারেননি পঞ্চগড়ের ক্রিকেটপ্রেমী আজিজুল ইসলাম। আজিজুলের বাড়ি পঞ্চগড় শহরের জালাসীপাড়া গ্রামে। গতকাল নিজের দোকানে বসেই বাংলাদেশ-পাকিস্তান দলের ফাইনাল খেলা দেখছিলেন আজিজুল। প্রিয় দলের পরাজয়ের দৃশ্য দেখার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
বাংলাদেশ কাপ পায় নি। কিন্তু যে স্থান দখল করে নিয়েছে আমাদের হৃদয়ে, তা এক কোটি কাপের চাইতেও বেশি । দেখিয়ে দিয়েছি আমরা হেরেও জয়ীর বেশে মাঠ ছাড়া যায় ।
ব্রায়ান লারা বলেছেন,” বাংলাদেশের মানুষ এবং খেলোয়াড়দের কান্না দেখে আমি ব্যথিত । বাংলাদেশ হেরেছে কিন্তু লক্ষ কোটি মানুষের হৃদয় জিতে নিয়েছে । সাবধান সবাই !! বাংলাদেশ এখন নতুন এক আতঙ্ক !! “
আমরা আজিজুল ইসলাম সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি!
ইন্নালিল্লা
ইন্নালিল্লা………………………………..রাজিউন
soooooo sad ..