“O+” রক্তের প্রয়োজন হলে জানাবেন
আসালামু আলাইকুম । কেমন আছেন সবাই ? সব সময় তো আর ভাল থাকা প্রত্যাশা করা যায় না । আপন জনের পীড়া মনে বয়ে নিয়ে আসে কখনো বিষাদের ছায়া । তাই চাইলেও ভাল থাকা হয় না অনেক সময় ।
আজ সকাল ১১টা । ফরেক্স এ ট্রেড করছি – ১২ ডলার লসে আছি । ঠিক তখনই এক বন্ধুর ফোন – ওর বড় বোন অসুস্থ । রক্ত প্রয়োজন । এক জনের দেওয়ার কথা ছিল –কিন্তু সে আর এখন ফোন ধরছে না । জীবনে কোন দিন রক্ত দেইনি । হৃদয়ের গভীর থেকে শুনতে পেলাম –আমি তো সুস্থ মানুষ –আমি তো পারি কোন এক মা , কোন এক ভাইয়ের বোনের এই সাহায্য টুকু করতে । জীবনের প্রথম আজ রক্ত দিলাম । আমি রক্ত দিয়ে মহৎ কাজ করেছি – এটা জানানো আমার এই পোস্টের উদ্দেশ্য নয় ।
এখন থেকে ৪ মাস পর পর রক্ত দিতে চাই । আমি ময়মনসিংহে থাকি ( ১ বছর পর ঢাকায় চলে আসবো ) । কারো “O+ রক্তের প্রয়োজন হলে জানাবেন” পাশে থাকার চেষ্টা করবো ।
অচিন পথিক –
Mobile – 01671-0499898
Skype – ashik.ashiqurrahman65
E-Mail ashik.ashiqurrahman65@gmail.com
সকলের মজ্ঞল কামানা করে বিদায় নিচ্ছি
খুব ভালো একটা পোস্ট ভাই
মানুষ তো মানুষের জন্যই । ধন্যবাদ আপনাকে ভাই ।
দারুন। খোদা আপনার মঙ্গল করুন।
ধন্যবাদ সাইভার ওয়ার্ল্ড
ধন্যবাদ আপনাকে ইনফো দেওয়ার জন্য । । । :)