আজকে আমি শিখাবো কিভাবে আপনি আপনার Windows-7 OS এর বিভিন্ন ধ্বংসাত্মক কাজ করতে পারবেন।
একনজরে দেখে নিন আপনি কোন কাজগুলো আপনি আজকে শিখতে যাচ্ছেন।
১। How to format your Important Drive with Data on it.
২। How to uninstall important Software.
৩। How to set a password for your OS that you even won’t know.
৪। Destroy your OS in just 2 Minutes.
কিভাবে আপনার গুরুত্বপূর্ণ ডাটা ভরতি ড্রাইভ ফরম্যাট দিতে পারবেন?
আপনার গুরুত্বপূর্ণ যেকোনো একটি ডাটাভর্তি ড্রাইভ এর উপর মাইস এর পয়েন্ট রেখে রাইট ক্লিক করুন। অপশন থেকে ফরম্যাট অপশনটিতে ক্লিক করুন। তারাতারি করার জন্য Quick Format বক্সে চেক করে Start এ ক্লিক করুন। অপেক্ষা করুন ফরম্যাট হওয়া পর্যন্ত। শেষ হলে ক্লোজ করে বের হয়ে যান।
কিভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ সফটওয়্যার Uninstall করতে পারবেন?
স্টার্ট মেনু থেকে Control Panel > All Control Panel Items > Programs and Features অপশন এ যান। যে কোনো একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার যেমন আমি নিচ্ছি “Adobe Photoshop CS2” এর উপর মাউসের রাইট ক্লিক করে অথবা প্রোগ্রামটিতে লেফট ক্লিক করে উপরের মেনু-বার থেকে Un-Install অপশনটি সিলেক্ট করুন। এরপর যতই কনফার্মেশন টাইপ মেসেজ বক্স আসুক না কেন, যে আপনি আসলেই কাজটি হোক চাচ্ছেন কিনা, সবগুলোতে Ok/Yes ক্লিক করতে থাকুন। হয়ে গেলো গুরুত্বপূর্ণ সফটওয়্যার Uninstall করা।
কিভাবে আপনি আপনার OS এর জন্য এমন পাসওয়ার্ড সেট করবেন যেটা নিজেও জানবেন না?
স্টার্ট মেনু থেকে Control Panel > All Control Panel Items > User Accounts > Change Your Password অপশনে যান। আপনার বর্তমান পাসওয়ার্ড দিন। এরপরের কাজটি করতে একটু সাবধানতা অবলম্বন করুন। New Password বক্সে মাউসের কারসর রেখে বাম হাত দিয়ে কীবোর্ড এর Tab বোতামে একটি আঙ্গুল রাখুন। এবার অন্যদিকে তাকিয়ে ডান হাত রাখুন কিবোর্ড এর লেখার বোতাম গুলোর উপর। না তাকিয়ে সিরিয়ালি কয়েকটি বোতাম চাপুন যা আপনার New Password বক্সে নতুন পাসওয়ার্ড হিসাবে টাইপ হবে। এবার বাম হাতে Tab বোতামটি চাপুন, তারপর ডান হাতে পুনরাও কীবোর্ড এ আগের বোতামগুলো চাপুন। মনিটরের দিকে চেয়ে দেখুন, সুন্দর মতো আপনার পাসওয়ার্ড নতুন করার বক্স গুলো ফিল-আপ করা হয়ে গেছে। হিন্ট ইছা মতো দিন। এরপর Change Password বক্সে ক্লিক করুন। ব্যাস হয়ে গেছে কাজ।
P.S. যদি বলে পাসওয়ার্ড ম্যাচ করেনি, আবার চেস্টা করুন। চেস্টা করুন না দেখে ডান হাতে চাপা বোতামগুলোর ম্যাচ করতে। একটা সময় হবেই।
কিভাবে আপনার OS এর আম্মু-কি-আব্বু করবেন মাত্র ২ মিনিটে?
এটাই সবচেয়ে সহজ কাজ। কোনো বেপারই না, সোজা চলে যান আপনার OS যেই ড্রাইভে ইন্সটল করা হয়েছে সেখানে। সচরাচর ’C Drive’ এই করে সবাই। সেখানে যান, দেখবেন Windows নামের একটি ফোল্ডার আছে। ঢুকে যান ফোল্ডারে, এবং চোখের সামনে যেই ফোল্ডার বা ফাইল পাবেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে Shift+Delete বোতাম চেপে ডিলিট করে দিন। কোনো সিকিউরিটি/ওয়ার্নিং মেসেজ আসলেও ইগনোর করুন, আপনি আপনার কাজ চালিয়ে যান। একসময় দেখবেন দুনিয়া অন্ধকার। তারমানে আপনি সফলভাবে আপনার OS এর ১৩টা বাজিয়ে দিয়েছেন।
আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরো বিষদভাবে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। :)
ধন্যবাদ শেয়ার করার জন্য।
:)
মনে হয় আপনার ভিতর কিছু প্রতিভা আছে। ভালো প্রতিভাগুলু আমাদের সাথে শেয়ার করুন।ধন্নবাদ।
:'( এই পরথম কেউ বালা কিছু কইলো !
আর একটু হইলে নিজের তেরটা বাজেতাম
ভাই প্লিজ কইরা দেখেন :D
:) :)
:P
এটা কি হলো.
(Sense Of Humer+)
লুল রে লুল । ভাই আপনি কঠিন ধবংসাত্মক মানুষ :P
:( প্রশংসা করলেন না খুচাইলেন ভাই…?