আসসালামুআলাইকুম, আশা রাখি আপনারা ভাল আছেন। নেটওয়ার্কিং সংক্রান্ত সাহায্যের জন্য আমি এই টিউন করিতেছি। আমার অফিসে তিন টি ডেস্কটপ, একটি প্রিন্টার ও একটি স্কানার আছে। সমস্য হল প্রিন্টার ও স্কানার মাত্র একটি ডেস্কটপে ব্যবহার করা যায়। আমি যে কোন ডেস্কটপ থেকে প্রিন্টার ও স্কানার ব্যবহার করতে চায়। এই জন্য আমাকে কি কি করতে হবে এই সংক্রান্ত পরামর্শ চাই। ধন্যবাদ সবাইকে।