আসসালামু আলাইকুম ।
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফরেক্সে ট্রেড করেন অথবা ট্রেড করবেন বলে ভাবছেন ।
তাদের জন্য আমি একটি দুঃসংবাদ নিয়ে এসেছি ।
ট্রেড শুরু করার আগে সাবধানে ভেবেচিন্তে ও জেনেশুনে ব্রোকার বাছাই করবেন তাহলে আর আমার মতো কাঁদতে হবে না । :(
www.Roboforex.com অনেকদিন হলো ডিপোজিটের ৫০% বোনাস অফার দিয়ে আসছে । অনেকেই এই ব্রোকারে ট্রেড করেন ।
এই বোনাস পাওয়ার লোভই বিপদ হয়ে দাড়িয়েছে আমার জন্য । আমার এক বন্ধু বেশ কিছুদিন হলো ফরেক্সে ট্রেড করছে । তার মাধ্যমেই আমি ফরেক্স সম্পর্কে প্রথম ধারনা লাভ করি । প্রায় ৩ মাস আমি ডেমো ট্রেড প্রাকটিস করার পরে আমি সিদ্ধান্ত নেই এবার আমি রিয়েল ট্রেড শুরু করবো ।
গত ১২/০৩/২০১২ তারিখে আমি রোবোফরেক্সে একটি আইডি খুলি । এবং ওদের নিওম অনুযায়ী ন্যাশনাল আইডি কার্ড হাতে নিয়ে ছবি তুলি এবং তা দিয়ে আ্যাকাউন্ট ভ্যারিফাই করি ।
এরপর বাসা থেকে অনেক কষ্ট করে ৩০০ ডলার কেনার টাকা ম্যানেজ করি ।
১৪/০৩/২০১২ তারিখে ডিপোজিট করি । প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পরেও দেখি আমার আকাউন্টে ব্যালেন্স যোগ হচ্ছে না ।
তখন আমি সাপোর্টে যোগাযোগ করি । Helena k নামের একজন এক্সিকিউটিভ আমার কাছে আ্যাকাউন্ট নাম্বার ও মানিবুকার্সের ট্রানজেকশন আইডি চায় । আমি আ্যাকাউন্ট নাম্বার ও মানিবুকার্সের ট্রানজেকশন আইডি দিয়ে প্রায় ১৫ মিনিট অপেক্ষা করার পরে আমাকে জানায় ট্রানজেকশন আইডি মিলেছে এবং ওরা ডলার পেয়েছে, ২৪ ঘন্টার মধ্যে আমার ব্যালেন্স আপডেট হয়ে যাবে । ওদের সার্ভারে সমস্যা হয়েছিল এজন্য অন্তরিকভাবে দুঃখিত !
২৪ ঘন্টা পরে আমি আবার ওদের সাথে যোগাযোগ করি । ভাগ্য ভালো ছিলো (!) আবারও Helena k ই আমাকে রিপ্লাই দেয় ।
আমি আবারও তাকে আমার সমস্যার কথা বলি এবং সে আমার কাছে আ্যাকাউন্ট নাম্বার ও মানিবুকার্সের ট্রানজেকশন আইডি চায় ।আমি আ্যাকাউন্ট নাম্বার ও মানিবুকার্সের ট্রানজেকশন আইডি দিয়ে প্রায় ১৫ মিনিট অপেক্ষা করার পরে আমাকে জানায় ট্রানজেকশন আইডি মিলছে না !!!
সর্বশেষ সংবাদ: আমি এখন আমার এক বন্ধুর বাসায় আছি ।
বাবা সামান্য সরকারী চাকুরিজীবি । সামান্য বেতন পান । এ আমি কি করলাম :( লজ্জায় এবং কষ্টে বাসায় যেতে মন চাচ্ছে না ।
এখানে অনেকে আছেন যারা মাসে হাজার ডলারের বেশী আয় করেন তাদের জন্য ৩০০ ডলার কিছুই না । কিন্তু আমি যে ৩০০ ডলার খুইয়েছি তা একজন বাবার ৩ মাসের হাড়ভাঙ্গা পরিশ্রমের ফল । :(
দয়া করে এই পোষ্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে নতুন করে আবারও কেউ বিপদে না পড়ে ।
বিঃদ্রঃ এটা আমার আইডি না । আমি যে বন্ধুর কাছে ফরেক্স শিখেছি এটা তার আইডি ।আমার বন্ধু আমাকে ৩০০ ডলার ধার দিয়েছে । আমার জন্য দোয়া করবেন । আমি থেমে থাকবো না ।।
মুখে বলার কিছু নাই ইমট এ দিলাম :(
আমি অ ফরেক্স এ নতুন । শুনে কষ্ট পেলাম । তবে এ থেকে শিক্ষাও নিলাম ……………………………
পড়ে কষ্ট পাইলাম না
আপনি যদি আসলেই ইনভেস্ট করতে চান তাহলে এই পোষ্টটা ( http://bit.ly/yzAiHV ) দেখতে পারেন । যেকোনো দরকারে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন
http://www.facebook.com/crystal.heartt
ডিপোজিটের স্ক্রিনশট এবং অ্যাকাউন্ট নাম্বার দিলে বিডিপিপসের পক্ষ থেকে আমরা রোবোফরেক্সের সাথে যোগাযোগ করে দেখতে পারি।
http://bdpips.com/topic/4002-roboforex
মানিবুকার্সে কমপ্লেইন দেওয়া হইছে ভাইয়া ।
মানিবুকারসের মনে হয় Refund নামে কোন অপশন রয়েছে। সেটা ট্রাই করে দেখুন। আর আপনার অ্যাকাউন্ট থেকে রোবোফরেক্সের মানিবুকারস অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার হয়েছ্বে। তাই ডলার মিস যাওয়ার কোন কারণ নেই। তাদের লাইভ সাপোর্টে যোগাযোগ করুন এবং বারবার মেইল পাঠান। সমস্যার সমাধান অবশ্যই হবে।
এবং ফরেক্স ট্রেড করার জন্য রেগুলেটেড ব্রোকারে ট্রেড করা উচিত। এবং এমন ব্রোকারে ট্রেড করবেন যাদের ডিপোজিট সিস্টেম সিকিউরড এবং ইনস্ট্যান্ট।
ও, খুব খারাপ লাগছে, আল্লাহ ভরসা.
খুবই দুঃখের সংবাদ, সুনে খুবই মর্মাহত হইলাম :( :( :(