অনিকেত প্রান্তর
► ফলে পরিচয়!:)
Latest posts by অনিকেত প্রান্তর (see all)
- গ্রাফিক্স ডিসাইনের দারুণ একটি সফটওয়্যার - 18/05/2012
- W3Schools এর অফলাইন ভার্সন ২০১২ [Highly Compressed] - 16/05/2012
- হার্ডড্রাইভ এনালাইজ করার কয়েকটা ফ্রি টুলস - 06/05/2012
আজকে ছোট একটা টিউটোরিয়াল দেখবো যে কিভাবে আপনার ডেক্সটপ বা ল্যাপটপ এ Android ইন্সটল করবেন। Android কি সেটা আশা করি বলে দিতে হবে না।। :P
যদি তাও কেউ না জেনে থাকেন এখানে যান।
আসলে মাংশ না পেলে ঝোল দিয়ে ভাত খেতে হয়। :D Android কিনার টাকা নেই? তাহলে ওদের অপারেটিং সিস্টেমটা পিসিতে ইন্সটল করুন।
এবার তাহলে প্রসেস এ যাওয়া যাক>>
► আপনার পিসির হার্ডওয়্যার এর কনফিগ অনুযায়ী এখান থেকে latest ভার্সনটা ডাউনলোড করুন।
► এবার iso ফাইলটা ব্ল্যাঙ্ক সিডি ওর ডিভিডি তে burn করুন অথবা এটা ইউস করে bootable flashdrive বানান। তবে প্রথম স্টেপটা করাই ভালো।
► এবার বুট করেন ও নিচের ছবির মত একটা ছবি পাবেন।
প্রথম অপশন সিলেক্ট করে শুধু ট্রাই করে দেখতে পারেন, আর শেষেরটা দিয়ে ফ্রেশ ইন্সটল করবেন।
আমার আর কিছু লিখা লাগবে না, এখানে ফুল টিউটোরিয়াল চিত্রসহ পাবেন।।
এরকম চোরামি টিউন কয়জন করতে পারে?? :D
এই ফালতু টিউন এর জন্য দুঃখিত, এটা একজনকে কিভাবে পোস্ট করে তা শিখানর জন্য লিখলাম।। ;-) Hope you don’t mind!
সম্মানিত ভাইয়া, আসসালামু আলাইকুম। অনেক আনন্দিত হলাম।কিন্ত কোনটি ডাউনলোড করব আমিও ঠিক বুঝতে পারছিনা। আমার ল্যাপটপ দেল VOSTRO আ৮৬০. দয়া করে যদি সরাসরি ডাউনলোড লিংকটা পাঠাতেন, অউপকৃত হতাম।আল্লাহ আপনার সহায় হউন।
অফফফফফফফফফফফ…………… ঝাকানাকা…………
আমার ল্যাপটপ এর জন্য কোনটি ডাউনলোড করব বুঝতেসি নাহ। দয়া করে সাহায্য করুন। (দেল N5110, core i3, 2gb ram)
ঢুকে প্রথমটাই নেন।।
সেটা নিলাম, কিন্তু ইন্সটল দিলে কি উইন্ডোজ থাকবে?
উইন্ডোজ রাখতে চাইলে আলাদা ড্রাইভ সিলেক্ট করেন, তাতেই হবে।। :D
হাহাহা জটিল
জটিল
jotillllllllllllll
দারুন, সর্বনাশ, আপনাকা অনেক অনেক ধন্যবাদ.
সর্বনাশ!!! শিখাইতে গিয়া এই টিউন।।
arokom akta post ami bohu agai dici. . . Apnar tao valo.
জানতাম নাহ।। জানলে দিতাম না।।
কাঁপায়া দিলা তো মিয়া।
;-)