আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভাল আছেন । আমি ও ভাল আছি । আবার আপনাদের কাছে হাজির হলাম অনেক মজার একটা সফটওয়্যার নিয়ে।
এই সফটওয়্যার টি আপনার মনের কথা বলে দিবে , কি আমার কথা বিশ্বাস হচ্ছে না ?
তাহলে নিজেই দেখুন।
প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন , তারপর সফটওয়্যার টি ওপেন করুন।
নিচের ছবির মত একটি Window আসবে।
সফটওয়্যারটির ডান পাশে দেখুন ‘0’ থেকে ‘99’ পযন্ত সংখ্যা আছে, এবং প্রতিটা সংখ্যার পাশে symbole দেয়া আছে ।
এখন আপনি মনে মনে যেকোন একটি সংখ্যা ধরুন।
মনে করুন আপনি ধরলেন ‘35’ সংখ্যাটি
এখন সংখ্যাটি যোগ করুন মানে সংখ্যাটি ধরসেন ‘35’ তাহলে ‘3+5=8’
এখন ‘35’ সংখ্যাটি বাদ দিয়ে নিচের ‘8’ তি সংখ্যা হিশাব করুন
যেমন ‘35’ ধরলে ‘8’ বাদ দিয়ে আসল সংখ্যাটি হবে ‘27’
এইবার ‘27’ সংখ্যাটির পাশের Symbole টি দেখুন কি আছে এবং সেটা মনে রাখুন
এইবার সফটওয়্যারটির উপরে বাম পাশে নিছের মত একটা ছবি আছে ছবি টা তে
মাউচ নিয়ে Click করুন সফটওয়্যার টি আপনাকে আপনার মনে মনে ধরা Symbole টা দেখিয়ে দিবে।
সফটওয়্যারটি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন
প্রথম প্রকাশ>> www.dreamworldbd.com
সফটওয়্যারটি কেমন লাগলো তা অবশ্যেই জানাবেন।
দারুন মজা পেলাম । ধন্যবাদ ।
সুন্দর পোস্ট , ধন্যবাদ আপনাকে .
টেকনিকটা সহজ!! যেভাবেই যোগ টা করা হোক না কেন যোগফল সবসময় ৯ (নয়) এর গুণিতকই হচ্ছে-। যেমন ৯, ১৮, ২৭, ৩৬, ৪৫…………। ঠিক না?? আর এগুলোর চিহ্ণ সবসময় একই থাকছে। ধারণাটা সুন্দর।।।
বিশাল বেপার …… ধন্যবাদ,
grate
অসংখ্য ধব্যবাদ
ওরে বাপরে বহুত হিসাব !!! আবার মনেও রাখতে হবে !!! আমার মনের কথা জানার দরকার নাই । ছাইরা দে বাপ কাইন্দা বাঁচি । হা হা হা …………………। ভাইয়া মজা করলাম আপনার সাথে । অনেক সুন্দর পোস্ট । অসংখ্য ধব্যবাদ আপনাকে