প্রত্যেকের পরিবারের সদস্য আছে, যারা কখন দূরে থাকে আবার কখন কাছে। কিন্তু তাদের স্মৃতি ঘেরা সময় থাকে ছবিতে বন্ধি করা। যাকে বলে ফ্যামিলি এ্যালবাম। সবগুলো ছবি আপনাকে দেখতে হলে একটির পর একটি ঘুরিয়ে দেখতে হয়। কিন্তু আপনি যদি চান এইগুলো দিয়ে ডিজিটাল এ্যালবাম তৈরী করবেন, তাহলে খুব সহজে এই কাজটি করতে পারবেন। এর জন্য আপনাকে কোন সদস্য এডিটিং ম্যান বা কোন ফার্মে যেতে হবে না।
আপনি নিজেই এই কাজটি করতে পারবেন। তাই আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে ছবি দিয়ে ডিজিটাল এ্যালবাম তৈরী করতে হয়। এই জন্য আপনাকে ছবির সাইজ নিতে হবে ৩৫২ পিক্সেল ও ২৮৮ পিক্সেল এর ছবি। আপাতত আপনার আমার দেয়া এ্যালবামের ছবি গুলো ডাউনলোড করে প্রাকটিস করতে পারেন। সর্ব প্রথম ইউলিড মিডিয়া স্টুডিও ৭.০ ওপেন করুন। তারপরে মেনুবার থেকে কমান্ড দিন-Insert>Image File.

এর ফলে ইন্সের্ট Image File নামে একটি বক্স ওপেন হবে।
এবার আমার ডাউনলোড করা ছবি গুলো সব সিলেক্ট করুন।
এবার আপনাকে মনে রাখতে হবে আপনি কতটুকু সময় ইফেক্ট ব্যবহার করবেন আর কতটুকু সময় আপনার ছবি প্রদর্শিত হবে। আমি আপাতত ৬ সেকেন্ড দিলাম। ২ সেকেন্ট ইফেক্ট, ২ সেকেন্ট প্রদর্শিত আবার ২ সেকেন্ট ইফেক্ট, আমার ছবিতে লক্ষ করুন ইনসার্ট ইমেজ ফাইল বক্সের নিচে প্রথম ঘর ঘন্টার পরের ঘর মিনিট পরের ঘর সেকেন্ট পরের ঘর হলো ফ্রেম কিন্তু আমি এখানে সেকেন্ট এর ঘরে ৬ দিলাম এবং সব গুলো ০০ দিলাম এবার ওপেনে ক্লিক করুন।
এর ফলে আপনার কার্সর একটি হাতে পরিণত হবে এবং সবগলো ছবি সেই হাতের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত থাকবে। কিন্তু আপনি কোন ক্লিক না করে টাইম লাইনের প্রথম নিয়ে ক্লিক করুন আমার ছবির মত।
আপনি যদি সঠিক ভাবে কাজটি করে থাকেন তাহলে আমার নিচের ছবির মত মিলে যাবে।
তারপরে প্রথম ছবিটি ঠিক রেখে পরের ছবিটি নিচে নাম আবার পরের ছবিটি উপরে রাখুন পরের ছবিটি নিচে নামান আমার পরের ছবিটি উপরে রাখেন আমার ছবির মত করেন।
আমার ছবির মত হয়ে গেলে ইফেক্ট বসাতে হবে। এই জন্য নিচের আমার দেয়া ছবিটি লক্ষ করুন।
এবার এইখান থেকে ইফেক্ট গুলো ধরে ইফেক্ট এর ঘরে বসান। ইফেক্ট বসানো সাথে সাথে একটি বক্স আসবে তাে ওকে ক্লিক করুন। যেই ইফেক্ট পছন্দ হয় তার উপরে ক্লিক করে ধরে ক্লিক না ছেড়ে এনে দুই ছবির মাঝখানে বসান। আমার ছবিতে লক্ষ করুন।
এবার নিচের আমার দেয়া ছবির মত আইকনে ক্লিক করে ইনস্টল প্লেতে ক্লিক করুন।
তারপরে মাউস পয়েন্ট সর্বপ্রথম করুন। মনে হলো ১ সেকেন্ড লিখার একটু উপরে অথবা ০০.০০.০০ লিখার গায়ে। ওই মুহুর্তে মাউস পয়েন্টার একটি ঝার বাতির মত মনে হবে। তারপরে কিবোর্ড থেকে স্পেস মেরে দেখুন কি সুন্দর একটি এ্যালবাম তৈরী হয়েছে।
আজ এই পর্যন্ত আমি আপনাদের আস্তে আস্তে অল্প অল্প করে শিখাব। কারণ অনেকেই মনে করেন যে ভিডিও এডিটিং অনেক কঠিন কাজ। তাই সব কিছু একদম সহজ করে দিচ্ছি। যদি ভাল লাগে তাহলে আপনাদের সকল বন্ধুদের শেয়ার করে দিবেন। ধন্যবাদ
পূর্বে আমার ব্লগে প্রকাশিত-www.total-sw.blogspot.com
অসাধারণ , প্রকাশ ভঙ্গী , আরও শিখতে চাই !
জসস টিউন
ভাল থাকবেন
সবাই কে অনেক ধন্যবাদ – admin এই পোস্ট যুক্ত করা হইনাই, যুক্ত করলে ভালো হয়
অনেক ভাল হইছে,ধন্যবাদ শেয়ার করার জন্য।
জটিল ………… ধন্যবাদ,
দারুন. অনেক অনেক সুন্দর টিউন. অনেক ধন্যবাদ আপনাকে.
চমৎকার ফাটাফাটি টিউন বস। চালিয়ে জান :)
সহমত
চমৎকার হইছে ধন্যবাদ আপনাকে।
অনেক জটিল কইরা লিখা :S