‘ইশারা ভাষা’কে বার্তায় রূপান্তরের জন্য বহনযোগ্য সাইন ল্যাংগুয়েজ ট্রান্সলেটর (পিএসএলটি) আবিষ্কার করেছেন যুক্তরাজ্যের অ্যাবারডেন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। নতুন এ প্রযুক্তির সহায়তায় বধিরদের ‘ইশারা ভাষা’ শনাক্ত করার মাধ্যমে তা বার্তা আকারে প্রকাশ করা হবে। এ জন্য পিএসএলটিতে ব্যবহার করা হয়েছে ক্যামেরা। আর ক্যামেরায় ধারণ করা এসব ভাষাকে ল্যাপটপ ও মোবাইল ফোনে বার্তায় প্রকাশের জন্য ব্যবহার করা হবে বিশেষায়িত সফটওয়্যার।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক ড. ইরনেস্টো কম্পাটেনজিলো জানান, নতুন এ প্রযুক্তির অন্যতম উদ্দেশ্য হচ্ছে, ইশারা ভাষা ব্যবহারকারীদের যোগাযোগের প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে তরুণ বধিরদের চাকরির সুযোগ তৈরি করা।
নতুন এই প্রযুক্তির সাহায্যে ইশারা ভাষাকে সঙ্গে সঙ্গেই বার্তায় প্রকাশ করার মাধ্যমে যেকোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ রক্ষা করা সম্ভব।
সূত্র : বিবিসি
বিস্তারিত বলুন
ভাই ঠিক বুঝলাম না কি বললেন ?
ভাই আর সুন্দর এবং সাজানো টিউন চাই কিন্তু