আমার একটি ব্লগস্পট সাইট রয়েছে। যার ঠিকানা হচ্ছে Tech-infobd.blogspot.com। ব্লগটির মোটামুটি ভাল ভিজিটর রয়েছে এই মুহুর্তে। আমি এখন ব্লগস্পট ডোমেইন থেকে ডট কম ডোমেইনে যেতে চাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি যদি এখন ডটকম ডোমেইনে শিফট করি তাহলে আমার অনলাইন SEO র্যাংক জিরো হয়ে যাবে না? আমার আলেক্সা র্যাংক কি শুন্য হয়ে যাবে না? এখন আমার কি করা উচিত, একটু পরামর্শ দিবেন। ধন্যবাদ।