টিপি’স ক্যুইজ – ৩১ এর উত্তর |
টিপি’স ক্যুইজ – ৩০ এর বিজয়ী |
প্রশ্নঃ কয়েকদিন পূর্বে রিলিজ হলো Windows 8 এর নতুন বেটা ভার্সন। প্রশ্ন হলো এই ভার্সনটির নাম কি ও এটি কত তারিখে রিলিজ হয়েছে?উত্তরঃ নাম – Windows 8 Consumer Preview. রিলিজ তারিখ – February 29 , 2012 |
নাম : টিজে AK মুঠোফোন নং :01761813651
|
অভিনন্দন , টিজে ক্যুইজ ৩০- এর বিজয়ী হয়ে আপনি পেয়েছেন ৫০ টাকার মোবাইল টক টাইম। অতি শীঘ্রই আপনার মোবাইল আপনার প্রাপ্ত উপহার পৌঁছে যাবে। সাপ্তাহিক এই আয়োজনে যে কেউ হয়ে যেতে পারেন বিজয়ী।
এছাড়াও গত পর্বের ক্যুইজের যারা সঠিক উত্তর দিয়েছেন তাঁরা হলেন-
- টিজে Md. Masud Alam
- টিজে mhkanon
- টিজে mhkanon
- টিজে khokan31
- টিজে khokan31
- টিজে Jabedbd
- টিজে snsadat
- টিজে mahfuz08
- টিজে mumBd
- টিজে kanij
- টিজে এciড Azmol
- টিজে Vhorer shishir
- টিজে kedar2222
- টিজে Parvez
- টিজে ইমরান খান
- টিজে তাল পাতার সিপাহি
- টিজে আকিব
- টিজে Rajibbillah
- টিজে টিউন রিডার টুটুল
- টিজে Megh
- টিজে abdul.rabby
- টিজে boba dakait
- টিজে শামুক
- টিজে mim21
- টিজে Asif Monowar
এ সপ্তাহের টিউনারপেজ’স ক্যুইজ – ৩০
প্রশ্নঃ একদিন একটা লোক বাজারে এসে বললো যে, আমি পৃথিবীর যে কোন মানুষের নাম দিয়ে গান তৈরি করে গাইতে পারি। তখন কয়েকজন লোক বলল, একটু গেয়ে দেখান। লোকটি সাথে সাথে গেয়ে দেখালো। কি সেই গান?? এটা কীভাবে সম্ভব????
উত্তর কেউ দেখলে সমস্যা নেই, কারণ লটারির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।
উত্তরঃ ?
( বি.দ্র. এ কুইজের উত্তর অবশ্যই এ কুইজের পোষ্টে মন্তব্য করে দিতে হবে। উত্তর দেওয়ার শেষ সময় আগামী ০৯/০৩/২০১২ইং তারিখ শুক্রবার রাত ১২:০০টা পর্যন্ত।)
অংশগ্রহণের নিয়মাবলী :
১. টিউনারপেজের সদস্য ছাড়া অন্য কেউ এ ক্যুইজে অংশগ্রহণ করতে পারবেন না। টিউনারপেজের সদস্যপদ লাভ করতে টিউনারপেজে নিবন্ধন করাতে হবে।
২. ক্যুইজের উত্তর দেওয়ার জন্য লগইন করুন। তারপর নিচে এ ক্যুইজের মন্তব্যের ঘরে শুধু উত্তর এবং আপনার মোবাইল নং উল্ল্যেখ করে দিতে হবে। আপনার মোবাইল নং দিতে কোন প্রকার সমস্যা হলে আপনার পূর্ণ নাম এবং মোবাইল নং আমাদের মেইল করে দিন এই ঠিকানায় : [email protected]
৩. সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে একজন বিজয়ীকে নির্ধারণ করা হবে।
৪. একজন যদি অনেকগুলো Fake ID খুলেন সেই ক্ষেত্রে আমরা Trace করতে পারলে আপনাকে ক্যুইজ থেকে সেই সপ্তাহের জন্য বাতিল করতে বাধ্য হব উত্তর সঠিক থাকলেও। কিন্তু পরের সপ্তাহে আবার অংশগ্রহণ করতে পারবেন।
৫.একটি আইডি একাধিক উত্তর করলে সেক্ষেত্রে প্রথমে দেওয়া উত্তরটি গ্রহন করা হবে ।
[এটি টিউনারপেজের নিয়মিত একটি সাপ্তাহিক ক্যুইজ আয়োজন, প্রতি সপ্তাহে একজন বিজয়ী হতে পারেন ক্যুইজের সঠিক উত্তর দিয়ে]
পুরস্কার :
১. পুরস্কার হিসেবে বিজয়ীর জন্য রয়েছে ৫০ টাকার ফ্লেক্সিলোড।
২. ফ্লেক্সিলোড দেওয়ার আগে আপনাকে ফোন করে সঠিক নং টি যাচাই করে নেয়া হবে। আপনার মোবাইল বন্ধ থাকলে টাকা পাঠিয়ে দেওয়া হবে। সেই ক্ষেত্রে টাকা না পেয়ে থাকলে ক্যুইজে মন্তব্যের মাধ্যমে দু’দিনের মধ্যে আমাদের জানাতে হবে। অন্যথায়, এর দায়ভার কতৃপক্ষ বহন করবে না।
ফলাফল :
প্রতি পরবর্তী ক্যুইজে আগের ক্যুইজের সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে এবং ফ্লেক্সিলোড পাঠানো হবে। চোখ রাখুন টিউনারপেজে।
আমাদের এই আয়োজনে এখন পর্যন্ত যারা স্পন্সর হয়েছেন
আয়োজনের এখন পর্যন্ত অনেক প্রযুক্তি প্রেমি ব্যক্তিই আমাদের এই ক্যুইজ প্রতিযোগিতায় স্পন্সর হয়ে, আমাদের সহযোগিতা করেন ক্যুইজ পরিচালনা করতে। আপনিও আমাদের এই আয়োজনে স্পন্সর হতে পারেন। আপনি যদি এই আয়োজনের স্পন্সর হতে চান, তাহলে আমাদের মেইল করুন এই ঠিকানায় : [email protected] আমাদের এই আয়োজনে যারা প্রথম থেকে স্পন্সর হয়েছে, তারা হলেনঃ-
- এলিজা আকবর (১ম স্পন্সর)
- ইখতিয়ার হোসাইন
- জামিল হোসেন সিজান
- মহসিনা আরিফা এ্যানি
- ডিজিটাল টিউনার
- চিন্তিত পথিক
- শাওন রহমান
- নাগিব মাহফুজ প্লাবন
আপনাদের জন্য মাসিক টিউনারপেজ ম্যাগাজিনেও রয়েছে ক্যুইজে প্রতিযোগিতা। আপনিও অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আপনার পুরষ্কারটি।
Happy Birth Day to you,
Happy Birth Day to you,
Happy Birth Day Dear _______? ,
Happy Birth Day to you.
01719086030
Birthday song..
Happy birth day to Shawn.
01723546463
মানুষকে নিয়ে গাওয়া যে কোন গানই মানুষের নামে গান, যেমনঃ- মানুষ মানুষের জন্য,
মানুষতো খেলনা নয়……… ইত্যাদি।
জদিও গান গেয়ে দেখানও যায় না শোনান যায় তায় মানুষ মানুষেড় জ়ন্য এটা গাইতে পারে…
খুব সহজেই যে কারো নাম দিয়ে গান করা যেতে পারে।
এটা যেহেতু প্লাবন ভাইয়ের টিউন তাই প্লাবন ভাইকে নিয়ে গানটা করে (Sorry লিখে দেখাই) দেখাই-
Happy Birth Day to you,
Happy Birth Day to you,
Happy Birth Day Dear প্লাবন ,
Happy Birth Day to you. :-D
এবার এ পর্বের ববিজয়ী আয়নাল ভাইকে নিয়ে গানটা করে/লিখে দেখাই
Happy Birth Day to you,
Happy Birth Day to you,
Happy Birth Day Dear আয়নাল,
Happy Birth Day to you. :-)
আর সুরটাতো সবারই জানা সুতরাং যাকে খুশি , যার নাম নিয়ে খুশি , গানটা গেয়ে সবাইকে অবাক করে দিন। :-D
অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন। :lol:
যে কোনো মানুসের নামে গান গাইলেই তো হয়ে গেল
আমি আর খেলবো না :প কারন আমি কখন পুরুস্কার পাইনা
গুরু ট্রাই করেন পাবেন ।যেমনটা আমি পেয়েছি ।
মানুষকে নিয়ে গাওয়া যে কোন গানই মানুষের নামে গান…
যেমনঃ-
১। মানুষ মানুষের জন্যে……
২। মানুষতো খেলনা নয়……
ইত্যাদি…
যোগাযোগঃ- ০১৮৩২৩৯৮৩৯৯
আমার অনেক দিনের ইচ্ছে ছিলো বিজয়ী হিসেবে নিজের নাম দেখমু ।আজ তা পূরণ হইলো ।অসংখ্য ধন্যবাদ টিউনারপেজ+এডমিন গুরুদের ।
অভিনন্দন………
ধন্যবাদ ভাই
অভিনন্দন আইনুল ভাই… :p
ধন্যবাদ ভাই ।আইনুল না আয়নাল