আমরা স্বভাবত অজানাকে জানার ব্যপারে আগ্রহী ।তেমনিও আমরা কৌতুহলী হয়ে থাকি অচেনাকে চেনার জন্যেও ।আজকে আমি আপনাদের এমন একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনি পাবেন একটি সমৃদ্ধশালা ।সেখানে যেমন আপনি কম খরচে অনলাইনে বই পড়তে পারবেন তেমনি পারবেন তা PDF আকারে ডাউনলোড করতেও ।আর এটি থেকে যেমন কম্পিউটারে বই পড়া যায় তেমনি পারবেন মোবাইল থেকেও বই পড়তে ।তাই সবাই পড়তে পারবেন বই ।
সাইটটির সম্পর্কেঃ
প্রভাতী গ্রন্থাগার নামের এই ওয়েবসাইটটিতে এখন পর্যন্ত প্রায় ১০০এর উপরে উপন্যাস রয়েছে ।রয়েছে রবীন্দ্রনাথে বিখ্যাত উপন্যাসঃ “গোরা”কিংবা শরত্চন্দ্রের এক অনবদ্য সৃষ্টি শ্রীকান্তেরমত বই ।
এছাড়াও রয়েছে প্রচুর গল্প ,কিশোর উপন্যাস ।
তাছাড়াও প্রতিদিনই চলছে এর সমানতালে আপডেট ।
সুতরাং সবমিলিয়ে এটি একটি অসাধারন ওয়েবসাইট ।
এই সাইটে যেমন রয়েছে নতুন নতুন বই তেমনি রয়েছে ১০০ বছরেরও পুরোন বইগুলোও ।যে বইগুলো বাংলা সাহিত্যে অকাট্য দলিল সেই প্রায় বিলুপ্ত বইগুলোর এক সমৃদ্ধ ভান্ডারও রয়েছে এখানে ।
তাই আসুন সবাই একবারটি করে ঘুরে যান প্রভাতী গ্রন্থাগার ।নিংসন্দেহে এটি আপনার সাহিত্য পিপাসা মিটিয়ে দিবে বলে আশা রাখি ।অবশ্যই সাইটটি বুকমার্ক রাখতে ভুলবেন না ।কারন এই সাইট থেকে আপনি অনেক প্রয়োজনীয় অনেক কিছু পাবেন ।