কি অবস্থা সবার? আসা করি সবাই ভালো আছেন……… ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে আরো বাড়বে সেই আসাই করি। ওয়ার্ডপ্রেস একটি চমৎকার প্লাটফর্ম কোন প্রকার প্রোগ্রামিং না জেনেই ওয়েব সাইট তৈরি করতে ওয়ার্ডপ্রেস এর তুলনা নেই আসলেই। হয়ত অনেকেই জানেন যে নতুন ওয়ার্ডপ্রেস মানে ৩.২ এর পরের ভার্শনের ওয়ার্ডপ্রেস এর একটি বিশেষ সুবিধা যোগ হয়েছে। এখন আপনি একটি হোস্ট এর মাঝে মাত্র একবার ওয়ার্ডপ্রেস ইন্সটল করে সেই ওয়ার্ডপ্রেস দিয়েই কয়েকটি ওয়ার্ডপ্রেস ব্লগ / সাইট তৈরি করে নিতে পারবেন। যাকে বলে “WordPress multisite” একবার একটি ওয়ার্ডপ্রেস ইন্সটল করলে আরেকটি সাইটে আপনি একি প্লাগইন্স ও থিম ব্যবহার করতে পারবেন।
Multisite তৈরি করতে যা লাগবে।
প্রথমে নরমালি আপনি একবার ওয়ার্ডপ্রেস ইন্সটল করে নিবেন তখন ওয়ার্ডপ্রেস এর তৈরি করতে কিছু ফাইল লাগবে।
- wp-config.php file
- .htaccess file
Multisite শুরু করার আগে
- অবশ্যই আপনি আপনার এফটিপি এবং ডাটাব্যাস ব্যাকআপ করুন।
- আপনার ইন্সটল করা ওয়ার্ডপ্রেস এর সমস্ত প্লাগইন্স গুলো ডিসাবল করে দিন।
- সিউর হয়ে নিন যে আপনার Apache Rewrite module হোস্ট এর মাঝে ইন্সটল করা আছে আপনার হোস্ট মালিক কে জিজ্ঞাস করে নিন।।
- আপনার ওয়েব হোস্ট মালিক কে জিজ্ঞাস করে জেনেন নিন মাল্টি সাইট তারা তৈরি করতে দিবে নাকি।
Multisite তৈরি করুন
আপনার network তৈরি করতে সবার প্রথমে আমাদেরকে wp-config.php নামের ফাইল টি এডিট করে নিতে হবে। তারপরে আপনি অ্যাডমিন পানেলে গিয়ে চেক করে দেখুন Tools মেনু এর নিচে Network Setup নামের মেনুটি যোগ হয়েছে কিনা। না হলে রিফ্রেশ দিন অথবা আবার ট্রাই করুন অথবা আমাকে জানান।
এবার আপনি FTP দিয়ে সাইটে ঢুকে পড়ুন এবং wp-config.php নামের ফাইল টি ডাউনলোড করে ওপেন করুন। সেখানে ৮৩ নাম্বার লাইনে এই লাইন টি দেখা যাবে: ”/* That’s all, stop editing! Happy blogging. */”
এবার ঠিক এই লাইনের নিচে /* That’s all, stop editing! Happy blogging. */ নিচের কোড টি এড করে দিন।
define(‘WP_ALLOW_MULTISITE’, true);
Network সেটআপ
এবার Tools মেনুর নিচে দেখুন Network Setup নামের একটি মেনু আছে সেখানে ক্লিক করুন নিচের ছবির মত দেখতে হবে।
সাব ডোমেইন নাকি সাব ডিরেক্টরিস?
এবার আপনি ঠিক করুন যে এই ওয়ার্ডপ্রেস টি আপনি কার সাথে শেয়ার করবেন সাব ডোমেইন নাকি সাব ডিরেক্টরিস এর মাঝে শেয়ার করবেন?
যদি সাব ডোমেইন নেন তাহলে সেই ডোমেইন এর জন্য একটি ডিএনএস তৈরি করুন।
আপনি যেই অপশন টি চুস করেছেন, এখন ইন্সটল এ ক্লিক করুন।
Network এনাবল করুন
এবার হোস্ট এর মাঝে ঢুকে নতুন একটি ফোল্ডার তৈরি করুন blogs.dir নাম দিয়ে আপনার মাল্টি সাইট এর wp-content এর ভিতরে। এই ফোল্ডার মাঝে ইমেজ এবং ভিডিও গুলো জমা হবে আপনার নতুন সাইটের।
ছবি দেখে নিন
কোডিং এডিট wp-config.php ফাইলের
এবার আবারো wp-config.php টি ওপেন করুন notepad বা notepad++ অথবা এই জাতিয় টুলস দিয়ে।
এবার নিচের লাইন গুলো হুবুহু বসিয়ে দিন ঠিক /* That’s all, stop editing! Happy blogging. */ লিখাটির নিচে।
এরকম দেখা যাবে বসানোর পরে।
কোডিং এডিট .htaccess ফাইলের
এডিট করার আগে অবশ্যই ফাইলটি ব্যাকআপ রাখুন। পরে কাজে আসবে যদি সমস্যা হয় কনো।
এবার .htaccess ফাইল টি cPanel থেকে ফাইল ম্যানেজার দিয়ে খুলে নিচের কোড গুলো হুবুহু বসিয়ে দিন।
এবার আপনি অ্যাডমিন প্যানেল এ গিয়ে দেখুন আপনার সাইটে নোটিশ চলে এসেছে যে আপনার মাল্টি সাইট একটিভ হয়েছে।
Network Settings করে নিন
আমরা একদম শেষ সীমানায় চলে এসেছি। এবার সেটিংস্ ঠিক করে নিন।
- Operational Settings – নাম, ই মেইল দিন।
- Registration Settings – নতুন ইউজার মোডারেট করার অপশন।
- New Site Settings – নতুন সাইটের অ্যাডমিন ই মেইল দিয়ে নিন।
- Upload Settings – ইমেজ এর সাইজ ঠিক করে নিন।
- Menu Settings মেনু জানিয় জিনিস গুল ঠিক করে নিন।
জটিল পোস্ট!!!
আসলেই জটিল পোস্ট। এই প্রথম শুনলাম এই কথাটা এবং জানলামও। ধন্যবাদ পিপি ভাই, শেয়ার করবার জন্য।
ও ও ও, দারুন. অনেক ধন্যবাদ আপনাকে.
পুদিনা পাতা বেস্ট ………………… আসাধারন
এক কথায় অসাধারন পোস্ট ……. :) :) :)
আমি লিখবো করে একটি অসাধারন পোস্ট ……………… কিন্তু পড়তে পড়তে নিচে নেমে দেখি এ কার নাম …………………… এখন আর প্রশংসা করবো না ,লুল , :( :) :P :-D ;)