আজ মূলত ২টা বিষয় নিয়ে কথা বলবো, এক – কিভাবে আপনার ওয়েব কনটেন্ট গুগুল থেকে দ্রুততার সাথে খুজে বের করবেন, দুই, এই সাইটে আমার প্রথম ব্লগে স্লো স্পীডের স্ট্রিমিংয়ে খেলা দেখা নিয়ে কিছু কথা বলেছিলাম তার বিস্তারিত ।
প্রথম টপিকস –
আপনার যদি কোন প্রকারের ওয়েবসাইট থাকে তবে আমি ধরে নিচ্ছি আপনার SERP সম্পর্কে বেশ ভাল একটা ধারণা আছে । যদি না থাকে তবে জেনে নিন, SERP = Search Engine Result Page. সোজা বাংলায় বলা যায়, নির্দিষ্ট একটা কীওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে আপনার সাইটের অবস্থান কোথায় তা খুজে বের করা । ধরুন আপনি গুগুলে সার্চ দিলেন |bijoy bayanno| এই কীওয়ার্ড ব্যবহার করে সার্চ দিলে গুগুলে ১ম সাইট যেটা আসে তা allursolve.com, আপনার সাইট হয়তো ১ম পেজে নাই, এখন কোন পেজে আছে সেটা আপনি কি পেজ বাই পেজ খুজে বের করবেন? খুব কষ্টকর এবং সময়সাধ্য ব্যাপার । ইন্টারনেটে বেশ কিছু টুলস আছে যেখানে আপনি কীওয়ার্ড এবং ওয়েব এ্যাডড্রেস দিয়ে সার্চ দিলে নির্দিষ্ট কীওয়ার্ডের ক্ষেত্রে আপনার ওয়েবের অবস্থান কি তা দেখায় । তবে ৮০% টুলস ভুল রেজাল্ট দেখায় । আমি নিজে একটা টুলস ব্যবহার করি, ৯৫% এর বেশী রেজাল্ট এটাতে সঠিক আসে (প্রমাণিত), আপনি নিজেও পরীক্ষা করতে পারেন, গুগুলে নির্দিষ্ট কীওয়ার্ড দিয়ে সার্চ দেন, এবার ওই কীওয়ার্ড এবং ১ম আসা লিংক দিয়ে টুলসে সার্চ দেন, দেখুন কী রেজাল্ট দেখায় । যাইহোন, যারা SERP টুলসের ব্যাপারে আগ্রহী এই ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ।
২য় টপিকস –
প্রথমে ব্লগে এটা নিয়ে ২/৪টা কথা বলেছিলাম, তবে আজ একটু বিস্তারিত বলতে চাচ্ছি । আমাদের দেশে প্রচুর লোক নেটে এখন খেলা দেখে, তবে খুব কম মানুষই আছে যারা আরাম করে খেলা দেখতে পারেন । কারণ কয়েক হাজার বার খেলার মাঝখানে stream pause হয়ে যায় । খুবই বিরক্তিকর কিন্তু করিবার কিছু নাই এমন টাইপের সমস্যা । কারণ আমরা তো আর ইন্টারনেটের গতি নিয়ন্ত্রন করতে পারিনা । আমি গ্যারান্টি দিয়েছিলাম Star cricket এর super slow speed streaming সম্পর্কে, আজ আপনাদের বলব নিজেরা এটা প্রমাণ করে দেখুন যে আসলেই আপনি টিভির মতো না আটকিয়ে নেটে খেলা দেখতে পারবেন স্লো স্পীডে । কাল ৯.৩০ এ অন্ট্রোলিয়া বনাম শ্রীলঙ্কার ম্যাচ স্লো স্পীডের channel এ সরাসরি সম্প্রচার করা হবে । দেখে এসে এখানে কমেন্ট করেন । আমি আশা করছি অনেকের জন্য এটা ভাল একটা ফলাফল দিবে, বিশেষ করে যারা ক্রিকেট পাগল ।
দারুন টিউন ভাই ;)
ধন্যবাদ.
টিউনটি শেয়ার করার জন্য ধন্যবাদ :)
vlc dea streaming korla khubi kom atke
u r right
১ম টা অনেক কাজে আসবে আবার।
thats good