সবাইকে সালাম দিয়ে আমার প্রথম পোস্ট শুরু করছি। আমি টিউনারপেজের সাথে প্রায় ৮ মাস যাবত আছি কিন্তু এখানে পোস্ট করার সাহস এই প্রথম করলাম।যাই হোক কথা না বাড়িয়ে কাজ শুরু করি।
আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ৮-এর পরীক্ষামূলক সংস্করণ বা বেটা সংস্করণটি উন্মুক্ত করল মাইক্রোসফট।ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ ও ট্যাবলেট প্ল্যাটফর্মের জন্য তৈরি এ অপারেটিং সিস্টেমটি স্বল্প ক্ষমতার বা কম শক্তিতে চলে এমন মাইক্রোপ্রসেসর উপযোগী। স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ২৯ ফেব্রুয়ারি বুধবার উইন্ডোজ ৮ বাজারে আনার ঘোষণা দিয়েছেন উইন্ডোজ নির্বাহী কর্মকর্তা স্টিভেন সিনোফস্কি।
এআরএম প্রসেসর উপযোগী উইন্ডোজ ৮-এ যুক্ত হয়েছে নতুন ইউজার ইন্টারফেস, টাচ বা স্পর্শ প্রযুক্তি, স্কাইড্রাইভ, অ্যাপস্টোরসহ বেশকিছু নতুন ফিচার। অবশ্য এ সিস্টেমে মাইক্রোসফটের পুরোনো অ্যাপ্লিকেশনগুলোও চলবে। পাশাপাশি উইন্ডোজ ৮ অ্যান্ড্রয়েড ও অ্যাপলের জন্য তৈরি অ্যাপ্লিকেশনগুলোও সমর্থন করবে। এতে আরও থাকছে টাচ কিবোর্ড। দ্রুতগতিতে টাইপ করার সুবিধার্থে উইন্ডোজ ৮-এ যুক্ত হয়েছে একাধিক ফিচার। উইন্ডোজ ৮-এ যুক্ত হয়েছে ক্লাউড পদ্ধতিও। ক্লাউড পদ্ধতিটির নাম দেয়া হয়েছে স্কাইড্রাইভ।
মাইক্রোসফটের দীর্ঘদিনের ব্যবহূত উইন্ডোজের লোগোতে পরিবর্তন এসেছে উইন্ডোজ ৮-এর ডিসপ্লেতে। এ ছাড়া মেট্রো নামের নতুন একটি ইন্টারফেসও যুক্ত হয়েছে। মেট্রো হচ্ছে- উইন্ডোজ ৭-এ থাকা টাইলসভিত্তিক ইন্টারফেসের মত। এতে প্রথাগত অ্যাপ্লিকেশন মেন্যুর পরিবর্তে হোমস্ক্রিন থেকে অ্যাপ্লিকেশন চালানো যায়।
আপনার সিস্টেম উপযোগী উইন্ডোজ ৮ কনজ্যুমার প্রিভিউ-এর বেটা সংস্করণ নিচের লিংক গুলো থেকে ডাউনলোড করুনঃ
Windows 8 Consumer Preview English, 32-bit (x86)
Product KEY: DNJXJ-7XBW8-2378T-X22TX-BKG7J
Size: 2.5 GB
Windows 8 Consumer Preview English, 64-bit (x64)
Product Key: DNJXJ-7XBW8-2378T-X22TX-BKG7J
Size: 3.3 GB
ধন্যবাদ
পোস্টটি পূর্বে প্রকাশিত হয়েছিল এখানে।
এই পোস্টের তথ্য সূত্র
ভুল হলে নিজ গুনে মাফ করবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমিও Windows 7 ব্যবহারকারী। windows 8 রিলিজ হওয়ার পর তা ইন্সটল করি। খারাপ না। বেশ কিছু নতুনত্ব আছে। তবে যারা একটু কাচা তাদের জন্য প্রথমে কিছু সমস্যা হবে বলে আমার মনে হয়। কিন্তু তাই বলে windows 8 না দেখে নেয়া বোকামি। windows vista ও কিন্তু XP থেকে আলাদা ধাছের ছিল।
আমি বর্তমানে উইন্ডোজ ৭ চালাচ্ছি । উইন্ডোজ ৭ এর চাইতে উইন্ডোজ ৮ বেটা কনজ্যুমার প্রিভিউ তে বেশী সুবিধা পাওয়া যাবে কি? যদি পাওয়া যায় তাহলে নিব । ধন্যবাদ আপনাকে ।
ধন্যবাদ আপনাকে :P
ধন্যবাদ আপনাকে.
কম্প্রেস হলে ভাল হত
ধন্নবাদ……যদি কেও এইটাকে হাইলি কম্প্রেস করে দিত , তাহলে আমিও দব্ন্লাদ করতে পারতাম …..কি করবো , লিমিটেড নেট চালাই…….
আমার পোস্টটি তুনের্পাগে -এর হোম এ শো হচ্ছে না কেন? সাহায্য করুন।