বিপিএল আমার ধারণার থেকে অনেক ভাল চলছে, প্রচুর লোকজন খেলা দেখছে তা স্টেডিয়ামে,টিভির সামনে বা আমার মতো সারাদিন যারা ইন্টারনেট নিয়ে পড়ে থাকেন তারা ইন্টারনেটে । ইন্টারনেটে খেলা নিয়ে বিস্তারিত অন্য দিন বলা যাবে, তবে আজকে বিপিএল নিয়েই থাকতে চাই । একটা বিষয় বলে রাখি আজকাল অনলাইনে খেলা দেখা বেশ জনপ্রীয়, এমনকী আমাদের দেশেও প্রচুর লোক ইন্টারনেটে খেলা দেখে । এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইন্টারনেটের গতি । তবে এর সমাধানও ধীরে ধীরে হচ্ছে । যেমন আমি জনপ্রীয় একটা ওয়েবসাইটে ক্রিকেট খেলা দেখি, এদের maximum চ্যানেলই আমার বাংলালায়ন ইন্টারনেটে তেমন একটা আটকায় না । তবে এক্ষেত্রে স্টার ক্রিকেটের সম্প্রচারের কথা আলাদা করে বলবো, কারণ ওয়েবসাইটটিতে স্টার ক্রিকেটের চ্যানেল আমার ধারণা ১২৮kbps এর ইন্টারনেটেও কোনভাবে না আটকে খেলা দেখা যাবে ।(নিজে এখন ৫১২ ব্যবহার করি, তাই কনফার্ম করে বলতে পারছি না, কেউ নিশ্চিৎ হয়ে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন) নিঃসন্দেহে এটা স্লো স্পীড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অনেক ভাল একটা সংবাদ । আসলে দিনে দিনে প্রচুর লোক এখন আমাদের দেশে ইন্টারনেটের সাথে জড়িয়ে পড়ছে । কিছু পিটিসি সাইটের কল্যানে এই সংখ্যাটা জ্যামিতিক হাড়ে বাড়ছে । আমি ব্যক্তিগতভাবে পিটিসির একেবারে বিপক্ষে, নিজে ফ্রীল্যান্সিং করি, কষ্ট করে মাস শেষে কিছু টাকা আসে, আর এতেই আমি খুশি । এক ক্লিকে এতো টাকা পেলে খরচ করবো কোথায়? সেদিন একটা পিটিসি সাইট নিয়ে গবেষণা করলাম যেটার শুরু on আর শেষ click.net দিয়ে, এরা দাবি করে australian site বলে, whois এ ঠিকানাটাও অন্ট্রলিয়ার, reg এর মেইলে এদের সার্ভার দেখলাম ইকরা, আবার alexa বলছে এই সাইটটা ইন্ডিয়ান আর ইন্ডিয়াতে এদের র্যাংক ২লাখের কাছাকাছি অথচো বাংলাদেশে এর র্যাংক অস্বাভাবিকভাবে কম; মাত্র ৬৫ ?? আমার আশেপাশে অনেক লোক এটাতে কাজ করে, টাকার গন্ধ সবকিছুকে হার মানায় ।তবে আমার ধারণা কিছুদিন পর এই সাইটটা vanish হয়ে যাবে । ৭০০০টাকা দিয়ে এ্যাকাউন্ট খুলে হাজার হাজা টাকা মাসে ইনকামের লোভ অনেকেই হয়তো সামলাতে পারেন না, আর তাই পিটিসির কল্যাণে দেশে জ্যামিতিক হারে নেট ব্যবহারকারী বাড়ছে, একহিসেবে ভালো, ইন্টারনেট নিয়ে জানতে পাড়বে ।তবে হতাশও হতে পারে । যাইহোক খেলা নিয়ে শুরু করেছিলাম, আর পিটিসিতে জমে গেলাম । যাইহোক, এটা হয়তো কারও জন্য ভাল হতে পারে, আপনি লো স্পীডে খেলা দেখতে পারবেন এই ওয়েব সাইটএ । মোটামুটি সব খেলাই এরা দেখায় । আর ভাল ইনকামের জন্য কোন পিটিসি সাইটে কাজ করা যায়? দুঃখিত ভাইজান, এ বিষয়ে আমার কাছে কোন সমাধান নাই । তবে যদি creative কিছু করতে চান ফ্রীল্যান্সার, ওডেস্কে এ্যাকাউন্ট খুলে লেগে থাকেন । ইনশাআল্লাহ একদিন সাফল্য আসবেই । সবাই ভালো থাকবেন ।
আপনার টিউনের শিরোনাম দেখে তো ডরাইছিলাম ……………
কেন ভাই? পিটিসি খুব খারাপ, ডুল্যান্সার নিয়ে এই লেখাটা পড়তে পারেন । সময় পেলে পিটিসির অপকারিতা নিয়ে একটা পোস্ট দিব ।
http://199.91.152.57/hzwyzhiafvgg/t3347kkgrgz61od/CJ+-+Dolancer.pdf
হম এক মত
টাইটেলে পিটিসি দেইখা ভাবছিলাম, ওই এ আবার বুঝি আরেকজন । কিন্তু পড়ে ভালো লাগল যে আপনি সবাইকে এর থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ।
ধন্যবাদ ।
অলস বাংলীরা জাগো, জ়াগো । কষ্ট করে টাকা রোজগার করতে শিখ।
আমি তাল পাতার সিপাহী” এর কমেন্টের উত্তরে পিটিসি নিয়ে প্রকাশিত একটা লেখার লিংক দিয়েছি, আপনি পড়তে পারেন ।