সবাইকে টিউনারপেজ এ স্বাগতম। আশা করি সবাই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। টিউনারপেজ এর আমি একজন নতুন টিজে। তাই ভুল হলে ক্ষমা করে দিবেন সবাই আমাকে। আমি আসলে টিউনারপেজের প্রথম থেকেই আছি। কিন্তু কেন জানি পোষ্ট বা মন্তব্য করতে সাহস পাই নি। আজ পোষ্ট দিয়েই শুরু করলাম।
FarStone’s TotalRecovery™ 7 Express হল “Green Application” যা আপনার পুরো পিসি রিকভারি সফটওয়্যার। এটির একটা সুবিধা হল কোন ইন্সটলেশান প্রক্রিয়া নেই।
- প্রথমে সফটওয়্যারটি চালু করুন।
- এবার নিচের স্ক্রীণশর্টগুলো দেখুন।


আপনি যদি এদের সাইট থেকে এটি ডাউনলোড করতে চান, তাহলে এটি আপনি ট্রায়াল ভার্সন হিসেবে ডাউনলোড হবে। তাই এটি ব্যবহার করতে সমস্যা সৃষ্টি হয়।
FarStone’s TotalRecovery™ 7 Express System Requirements :
- Operating Systems: Windows XP, Vista, Windows 2000, and Windows 7 (Both 32-64 Bit Supported), Windows 2000 Server, Windows 2003 Server, and Windows 2008 Server(Both 32-64 Bit Supported, Windows Small Business Server (Both 32-64 Bit Supported), Linux & Unix
- Backup Destination Storage Supported: Internal. Hard Drive, External USB Hard Drive, USB Flash, SSD (Solid State Drive), 1394 FireWire Hard Drive, Network Shared Folder, Network Drive, NAS , iSCSI, and iPSAN Storage, CD/DVD, RAID 0/1/5/10/JBOD Disk Array
- Supported File Systems: FAT16/32, NTFS, Linux Ext2/Ext3, ReiserFS, Linux Swap and other unknown partitions.
এবার নিন ফ্রি-তে আনলিমিটেড সিরিয়াল কী সফটওয়্যারটির জন্য
____________________________________________________________
- প্রথমে এখানে যান।

- এবার ফিলগুলো পূরণ করুন।

- এবার Submit বাটনে ক্লিক করুন।

- তাহলে আপনার ইমেইল একটা ইমেইল যাবে।

- এবার ট্রায়াল সফটওয়্যারটি ডাউনলোড করুন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
- এবার আপনার ইমেইলটি চেক করুন।

- ব্যস কাজ শেষ। এবার ব্যবহার করুন আজীবন মেয়াদে।
ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। অবশ্যই মন্তব্য করে যাবেন।
darun ………khubb valoooooooooooooooo monta jurai geloooooooooo
ধন্যবাদ হিমেল ভাই। আশা করি সাথেই থাকবেন
আপনে কি আগে কোথায় পোস্ট করতেন ? আপনার পোস্টটি অনেক বেশি ভালো হয়েছে ……………… আশা করি ভবিস্তেও আমরা এই জাতীয় পোস্ট উপহার পাবো
আমি আগে কখন কোথাও পোষ্ট করি নাই। এটাই আমার প্রথম পোষ্ট। আশা করি সাথেই থাকবেন ও সহযোগিতা করবেন।
আপনাকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ শেয়ার করার জন্য
আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য :)
বাহ, চমৎকার। আশা করি আমাদের সাথেই থাকবেন।
আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি সাথেই থাকবেন :)
এই software দিয়ে কি মোবইলের মেমরি কার্ড রিকবার করা যাবে .
আমি চেষ্টা করি নাই। তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ মন্তব্য করার জন্য