সবাইকে স্বাগতম,
এটি আমার টিউনার পেজে প্রখম লেখা। জানি প্রথমেই এ ধরনের লেখা দিয়ে শুরু করা উচিত নয় তবুও মন চাইল। জানিনা আপনারা কিভাবে নিবেন।
আমরা সবাই বিভিন্ন্ ভাবে ইন্টারনেট থেকে টাকা আয় করার চেষ্টা করি বা আয় করি। এতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে টাকা তুলতে হয়। সবচেয়ে বেশী সমস্যা হয় ছোট এমাউন্টের ক্ষেত্রে কারণ বিভিন্ন চার্জ দিতে গিয়েই টাকা প্রায় শেষ হয়ে যাই। সেই চিন্তা মাথায় রেখেই সাইটটি তৈরী করা। আর সবচেয়ে বড় সুবিধা হল আপনি 01$-07$ পর্যন্ত রিচার্জ করতে পারবেন। এই সাইট ব্যবহার করে আপনি সহজেই আপনার অনলাইন একাউন্ট থেকে মোবাইলে রিচার্জ করতে পারবেন।এই রকম আর একটি সাইট remit2cell আপনারা অনেকেই হয়তো ব্যবহার করেছেন। যারা remit2cell ব্যবহার করেছেন তারা একবাই এই সাইট ট্রাই করে দেখতে পারেন। রেমিটটুসেল সাইটের সাথে এর পার্থক্য গুলো রিচার্জ এমাউন্টের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন।
সাইটটি বাংলাদেশের যে যে মোবাইল কোম্পানী সাপোর্ট করেঃ
1. Grameenphone
2. Banglalink
3. Airtel
4. teletalk
5. Citycell
6. Robi
রিচার্জ রেট সমূহঃ
1$ = 70 BDT
1.5$ = 105 BDT
2$ = 140 BDT
3$ = 210 BDT
etc……….
রিচার্জের জন্য আপনাকে যা করতে হবে তা হল http://exchangebd.tk/recharge/ লিঙ্কে প্রবেশ করে নীচের ফরমটি পূরণ করতে হবে।
টিউন করার আগে পুদিনা পাতা ভাইয়ের সাথে ফেসবুকে যোগাযোগ করেছিলাম। তাই তাকে একটি ধন্যবাদ না দিলেই নয়। তিনি অনুমোতি না দিলে হয়তো টিউনটি করাই হতো না। তাই লেখাটি তাকেই উৎসর্গ করছি।
টিউনার পেজে আমার প্রথম লেখা এখানেই শেষ করছি।কষ্ট করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভাল খারাপ যাই হোক না কেন মন্তব্য করলে অনুপ্রাণিত হব। সবশেষে বলতে চাই আমি ২০১২ তে এইচ এস সি পরীক্ষা দেব। সবাই দোয়া করবেন। ভালভাবে যেন পরীক্ষা দিয়ে ভাল একটি রেজাল্ট করতে পারি।
আমার এলোমেলো একটি ব্লগ আছে। সময় থাকলে একবার ঘুরে আসতে পারেন।
অনেক কিছু জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধইন্যা।
good information so helpful thanks for sharing.
link building service
আপনার এই টিউন থেকে অনেক কিছু জানতে পারলাম…
উপকৃত হয়েছেন আশা করি। মন্তব্যের জন্য ধন্যবাদ।
এই সাইটে আমি ৩০ ডলার ধরা খাইছি। ওদের অনেক মেইল করছি কিন্তু কোন উত্তর পাইনি।
তাই সাবধান।
Faltu kotha bolar jaiga pan na. Service ta open kora 1 month hoilo r apni aga e 30$ dhora khicen?? :P jera recharge korca tadr satha contact kora amadr service somporka jena nin.
ভাই এই সাইট টা অনেক আগের
@ধোঁয়াটে বরফ।
সাইট টা অনেক আগের একথা ঠিক আছে। কারণ আমি অনেকদিন আগে এই সাইটটা তৈরী করেছি। কিন্তু তাই বলে কেউ অবশ্যই বলতে পারে না যে সাইট টা ভুয়া।
@banglamovie
এই ধরনের ভুয়া মন্তব্য থেকে আপনি বিরত থাকলে খুশী হব। না জেনে বুঝে যা তা বলে দিলেই হল???? আপনি কি কোন ভাবে প্রমাণ করতে পারবেন যে এই সাইটের সাথে আপনি লেনদেন করেছেন। জানি পারবেন না কারণ এর আগে কোন লেনদেন ই করা হত না টেকনিক্যাল কিছু সমস্যার কারণে। আপনার মতো কিছু বুদ্ধিমান লোকের জন্যই আমাদের আজ এই অবস্থা। মাইন্ড কইরেন না।
ভাই বেশ তো রেগে গেলেন। আর আমার টাকাটা যখন মেরে দিলেন তখন তো মজাই পেলেন।
আমি নিজেও এ ধরনের একটি সাইট বানানোর চিন্তা করেছিলাম । যা আপনাকে পেয়ে তাহলে ভালই হল
ধন্যবাদ। আশাকরি আপনাদের আশা পূরন করতে পারব। আপনারা পাশে থাকবেন।
ভাই alert পায় তে কিভাবে টাকা ইনকাম করে বললে উপকার হত
১ম ধন্যবাদ হিরক ভাই কে. এমন site এর সাতে পরিচিতো করে দিয়ার জন্য…. ভাই এই সিতে তা আসলে টাকা পাঠায়? নাকি মাইরা দেই?
2nd keafayet ভাই ….
Alertpay তে টাকা ইন্কমে করা jaina . এর মাধ্যমে online এ আপনার income করা টাকা আপনার কাছে নিয়া আসতে পারবেন.এখন আমাদের দেশে Alertpay আনুষ্ঠানিক ভাবে যাত্রা সুরু করছে. ekhane free account korte parben http://www.alertpay.com/signup/signup.aspx
ভাই এ পর্যন্ত কত জনকে load দিলেন তার তো কিছু দেখলামনা.
আপনি নিজেই এর addmin .তাই কিছু profe দেখান. তাইলে try করে দেখতাম একবার.
দামী কোনো domain এ site বানালে বিশ্বাস করা যেত.
@saifurctg12
domain এ সাইটটি কিছুদিন পর নেওয়া হবে। এখন ফিডব্যাক কেমন আসে তাই দেখি । আর পেমেন্ট পাঠানোর পর নিউজ রুমে নিশ্চিত করা হয় এডমিনের পক্ষ থেকে। আপনি নিউজ রুম দেখলেই বুঝতে পারবেন।
Apnr kono confusion thakla jera recharge korca tader satha contact korun. R apnr taka forfit howar possiblity ny.
ব্যবসা কতদিনের ………………..
চালিয়ে যান …….
ধন্যবাদ.
আপনাকেও ধন্যবাদ
জটিল হইসে। চালিয়ে জান ভাই।
ধন্যবাদ
ভাই আমার কি মাথা খারাপ না আমার চোখ নষ্ট হোয়ে গেসে
ডলারের দাম কত জানেন ভাই। ১ ডলার= ৮১ টাকা
0.5$ = 30 BDT
1$ = 65 BDT
1.5$ = 100 বদত
মানুষের কস্টার্জিত টাকা এভাবে নষ্ট করা কি ঠিক?
Apni ki 1$ cash out koracen? Korla janten jhemela ta ki and kothai.
R web site a j kono amount er satha 5-10taka bonus dawa hossa
so how rate 65???
আমি কিন্তু মানিবুকারস থেকে ৮২ টাকা করে বিক্রি করি।
আপনাকে ধন্যবাদ। পোসট নিয়মত করবেন আশা করি ।
আনলাকি 13 ……………………….. আপনার সাইট এর পোসট গুলো ভালো লাগলো ।
thanks
আপনাকে ও ধন্যবাদ
Many many thanks হীরক ভাইয়া। আমি এই মাত্র আমার মোবাইলে টাকা পাইলাম। আশা করি সবসময় সততার সাথে কাজ চালিয়ে যাবেন। তাহলে আপনার পাশে থাকব সবসময়।
আমি এই মাত্র ডলার ১=৬৫ টাকা এর জন্য Submit করলাম।
৭০ টাকা পাইসেন ???
হা পাইছি।
থাঙ্কস ভাই …..
থাঙ্কস আপনাকেও