আপনারা চাইলে এখন থেকে অনলাইনে পড়াশোনা করতে পারেন । অন্যান্য দেশের মতো আমাদের দেশেও এখন অনলাইনে নোট খোজা, নোট নামানো, নোট শেয়ারিং করা সম্ভব । এছারাও , অনলাইনে এমসিকিউ পরীক্ষা দেয়া সম্ভব । আমাদের পক্ষ থেকে এই পোস্ট টি হয়ত টিউনার পেজ এ শেষ পোস্ট । অনেক দিন হয়ত জ্বালালাম আপনাদের সবাইকে । আমরা বেশি কিছু চাই নি । শুধু চেয়েছি যে আমাদের দেশের ছাত্র-ছাত্রী রা লেখাপড়া যেন অনলাইনে বশেই করতে পারে । কারন, বাংলাদেশের জন্য অনলাইনে ফেসবুক চালান ছাড়া আর কোন কাজ নেই । এখন, টিউনার পেজ ও এ ধরনের কিছু সাইট এর জন্য হয় তো ছাত্র ছাত্রীরা একটু জ্ঞান লাভ করছে । আমাদের উদ্দেশ্য টাকা কামাই করা না । আমরা শুধু চেয়েছি অনলাইনে ফেসবুকের পাশাপাশি যেন ছাত্র ছাত্রীরা একটু স্কুল কলেজ ও ভার্সিটির লেখা পড়ার সুযোগ পায় ।
আমরা এখন পর্যন্ত এসএসসি, এইচএসসি ও বিসিএস পর্যন্ত এগতে পেরেছি । যদিও টাকার অভাবে বিজ্ঞাপন না দেয়ার কারনে ভিসিটর নাই । তাই এই ভাবে টিউনার পেজ এ পোস্ট করে গেছি । এর জন্য এক জন অ্যাডমিন রাগ ও করেছেন । আমি হলেও তাই করতাম । কারন, আমি অন্য কোন পোস্ট কখনও করি নাই । সাইট টির কাজ নিয়ে এতো বেশি ব্যাস্ত যে অন্য কোন কাজের কথা ভাবতেই পারি নাই ।
তবে, এই জালাতন আর নয় । আমাদের কাজ আমরা করে জাব । আমাদের সাইট এর সকল দায়িত্ব আপনাদের কাছে । আপনারা চাইলেই এই সাইট চলবে । আপনারা যদি নিজেরা নিজেদের ভেতর, স্কুল,কলেজ ,ভার্সিটি ও বন্ধু মহলে আমাদের সাইট টির কথা বলেন তাহলে হয়ত আমাদের সাইট এ ভিসিটর বারবে । আর ভিসিটর বারলেই আমরা কাজ করে শান্তি পাব, মাত্র ২০০-৩০০ ভিসিটর টার্গেট করে এই সাইট বানাই নাই আমরা ।
আবার বলছি, সাইটটি আপনাদের জন্য বানানো এবং আপনারাই এর আসল মালিক । আপনারা যদি নিজেদের মধ্যে শেয়ার না করেন, তাহলে ভিসিটর ও বারবে না, আর, ভিসিটর না বারলে আমরা কত টুকু কাজ করতে পারব, এই টা বলতে পারব না ।
যাই হোক, এতো দিন ধরে টিউনার পেজ কে ডিস্টার্ব করার জন্য ক্ষমা চাচ্ছি । এখন থেকে অন্য পোস্ট করব :)
আমাদের সাইট টির লিংকঃ www.education-bd.org
একটি দারুন পোস্ট …………… :)
ভাই আরও পোস্ট দিয়েন :(
goooooooooood tune.
thanks
site টার হোম page টা হ.য.ব.র.ল অবস্থা
সেটা জানাতে হবে যে কোনটা আপনাদের ভালো লাগছে আর না লাগছে, যদি কষ্ট করে সাইট এ বলতে আসতেন খুশি হতাম
ঠিক করসি