বাংলাদেশী এডসেন্স পাবলিশাররা আর মাত্র দুই মাসের মধ্যে দারুন দুইটি সু্যোগ পেতে যাচ্ছেন। প্রথম টি হল এডসেন্স ফর মোবাইল। আমাদের দেশের এডসেন্স পাবলিশাররা তাদের ওয়াপ সাইটে এডস দিতে পারতেন না কিন্তু ১লা মে থেকে তারা এই সুযোগ পেতে যাচ্ছেন। আর ঐ দিনই বন্ধ হয়ে যাবে গুগলের জনপ্রিয় বিজ্ঞাপন প্রতিষ্ঠান এডমোব। এডমোব পাবলিশাররা তাদের এডসেন্স একাউন্টে রি-ডাইরেক্ট হয়ে যাবেন আর যেসব এডমোব পাবলিশারদের এডসেন্স একাউন্ট নাই তারা তাদের ওয়াপ সাইটে আর বিজ্ঞাপন দিতে পারবেন না। বর্তমানে এডমোব দু রকম ভাবে পেমেন্ট করে থাকে। পেপাল এবং ব্যাংকের মাধ্যমে তারা পেমেন্ট করে । আর যেহেতু এডমোব থাকছেনা তাই গুগল পেপাল বাদ দিয়ে দিবে। আরেক কারন হল পেপাল গুগলের এক নাম্বার অপছন্দের তালিকায় আছে। তাই যারা এডমোব থেকে এডসেন্সে লিংকেড হয়ে যাবেন তাদের পেমেন্ট এর কথা বিবেচনা করে গুগল এডসেন্স তাদের পেমেন্ট সিস্টেমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আর সুযোগে আমরা পেয়ে যাব ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে অর্থ উত্তোলনের সুবিধা। আপাতত যারা এডমোব থেকে এডসেন্সে লিংকেড হবেন তারা এ সুবিধা পাবেন।এবং পরবর্তিতে সকল বাংলাদেশী পাবলিশাররা এই সুবিধা গ্রহন করতে পারবেন। আমদের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বছরের পর বছর এডসেন্সের কাছে দাবি জানিয়ে আসতেছিলাম আমরা। আর আজ আমরা ওয়েস্টার্ন ইউনিয়ন পেমেন্টস থেকে মাত্র দুই মাসের ব্যবধানে আছি। ব্যাংকের মাধ্যমে এডসেন্সের অর্থ উত্তোলন করা যে কি কষ্টের, সেটা এডসেন্স পাবলিশাররা ছাড়া মনে হয় কেউ অনুভব করতে পারবেনা। তাই গুগল এডসেন্স টীমকে জানাই আমাদের পক্ষ থেকে প্রান ঢালা অভিনন্দন এবং ভালবাসা। আমি যেদিন এডসেন্স একাউন্ট পেয়েছিলাম সেদিন মনে হয়েছিল ,আমি ডিভি লটারি পেয়ে গেছি। এডসেন্স একাউন্ট না পেলে হয়ত আজকের এই পর্যায়ে থাকতে পারতাম না। অনেক আগেই পিটিসি বা ডুল্যান্সারের খপ্পরে পড়ে ঝরে যেতাম অনলাইন জগৎ থেকে…
আপনি এই নিউজ এর অফিসিয়াল লিঙ্ক টা দিতে পারবেন?
অ্যাডসেন্স বাংলা সাপোর্ট করে না।
ধন্যবাদ।
জি ঠিক বলেছেন, তবে বাংলিশ সাপোর্ট করে !!!
আমি আমার http://pchelpcenterbd.wordpress.com এই সাইটে কি এ্যাড পাওয়া যাবে?? একটু বিস্তারীত বলবেন?
আপনার সাইট টা দেখলাম। এডসেন্স বাংলা সাপোর্ট করেনা। আর কোন দিন করবে কিনা ওরাই জানে। আপনি ব্লগারে ব্লগ তৈরি করতে পারেন। ইংরেজি ভাষায় এবং https://www.google.com/support/webmasters/?hl=en এই নিয়ম অনুসারে।
wordpress.com এ যদি সাইটি তৈরি করেন তাহলে ব্যবহার করতে পারবেন না……….
আমি ঘরে বৈসা website banaitachi ওরা আসতে আসতে কাজ কমপ্লিট kormu :D
খুব ভাল। তবে https://www.google.com/support/webmasters/?hl=en এখানে আগে কিছু দিন লেখা পড়া করে তারপর করলে গুগল ফ্রেন্ডলি সাইট বানাতে পারবেন।
free website এ এড পাওয়া যাই ।
আমার ওয়েবসাইট এ অ্যাডসেন্স এড আসে । এখানে দেখেন।
http://www.tunerway.blogspot.com
http://www.tunerway.com
ব্লগ অথবা ফ্রী website এ Google adsense থেকে ADD পওয়া যায় ?
জী পাওয়া যায়, তবে কোন এডাল্ট কন্টেন্ট থাকলে চলবে না !!
এখানে বিস্তারিত পাবেন… https://www.google.com/adsense/localized-terms
অবশ্যই পাবেন। ব্লগার হল এডসেন্সের আপন ভূমি.।
দারুন খবর .thanks share korar jonno.
নিয়মিত চোখ রাখুন http://adsense.blogspot.com
ডুল্যান্সারের খপ্পরে পড়ে ঝরে যেতাম অনলাইন জগৎ থেকে…
but oneke bolche dollencer khub valo i takadicche .
ভাই কষ্ট করে গুগলে একটু সার্চ করেন সব তথ্য পেয়ে যাবেন
কিছু কিছু বিজনেস প্ল্যান সুনলেই বোঝা যায় তাদের উদ্দেশ্য কি ? গুগুল এর প্রয়জন নেই নিজের মনের গুগল েদের এরিয়ে চলতে বলে । আমি শুধু আমার অনুরাগ ব্যক্ত করেছি ।
ভাই এত খুশীর খবর টা বিশ্বাস করতে পারতেসি না…
চোখ রাখুন http://adsense.blogspot.com
ভাই ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়া টাকা পাতানোর সিস্টেম চালু করতে আর কত দিন লাগবে।
ধন্যবাদ।এত সুন্দর জিনিস শেয়ার করার জন্য।
আশা করা যায় দুই মাসের ভিতর…