সবাইকে আজকে স্বাগতম জানাচ্ছি, কারণ প্রতিদিন শুভেচ্ছা জানালে কেমন জানি একঘেয়ে লাগে। :)
আজ আমরা Mig33 Credits এবং Chat Commands নিয়ে আলোচনা করব।
যারা আগের দুটো পোষ্ট মিস করেছেন তাদের জন্য আগের দুটি পোষ্টের লিঙ্ক দিয়ে দিলামঃ-
(পর্ব-১)-[http://www.tunerpage.com/archives/67958]
(পর্ব-২)-[http://www.tunerpage.com/archives/68390]
চলুন শুরু করা যাক!
Mig33 Credits:
আজকে আমরা প্রথমে জানবো Mig33 Credits সম্পর্কে। এটি হল এক ধরণের একাউন্ট ব্যালেন্স যা আপনার Mig অ্যাকাউন্টে থাকে। এই ব্যালেন্স দিয়ে আপনি Mig33 Store থেকে বিভিন্ন ভার্চুয়াল জিনিস কিনতে পারবেন। যেমন নতুন ইমোআইকন, গিফট ইত্যাদি। এমনকি এই ক্রেডিট ব্যবহার করে বিভিন্ন মিগ গেমস খেলতে পারেন। আপনি সাইনআপ করার পর আপনার Mig অ্যাকাউন্টে বোনাস হিসেবে 13.36BDT দেয়া হবে, পরবর্তীতে এই বোনাস ক্রেডিট দিয়ে বিভিন্ন জিনিস কিনতে পারবেন।
আজকে আমরা দেখব কিভাবে ব্যালেন্স চেক করা যায় এবং ভার্চুয়াল জিনিস কেনা যায়ঃ-
1.প্রথমে লগইন করুন। উপরের মত ওপেনিং পেজ আসবে।
2.তারপর Menu তে গিয়ে My mig>credits>Check Account Balance ধাপ অনুসরণ করুন। দেখবেন চিত্রের মত আপনার অ্যাকাউন্টে বোনাস 13.36BDT দেখাবে।
3.এবার আমরা ইমোআইকন কেনার জন্য পূনরায় প্রথমে মেনুতে যাব, তারপর Menu>mig world>Store ধাপ অনুসরণ করব, এতে উপরের মত পেজ আসবে।
4.উপরের পেজের নিচের অংশে দেখুন Emoticons নামের একটি অপশন আছে, সেটা সিলেক্ট করুন।
5.এখানে অনেকগুলো ইমোপ্যাক এর নাম আসবে। একেকটার দাম একেক রকম। আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা Extras Pack টি সিলেক্ট করলাম যার মূল্য 9.2BDT। তারপর এই প্যাকের উপর ক্লিক করুন।
6.ক্লিক করার পর ক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য Buy Emoticon Pack অপশনটি তে ক্লিক করুন।
7.আপনার ইমোআইকন প্যাকটি আপনি কিনে ফেলেছেন!!!! এখন চ্যাট করার সময় Insert Emoticon এ গেলে আপনার নতুন ইমোআইকনগুলো আপনি দেখতে পাবেন! :)
Chat Commands:
Mig33 তে চ্যাট কমান্ড একটি মজার জিনিস। এই কমান্ডগুলোর মাধ্যমে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। আর এই কমান্ডের টেক্সট গুলো সবসময় লাল রঙের হয়। ধরুন, আপনি আপনার কোন বন্ধুকে দেখে অনেক খুশি হলেন। তখন চ্যাট কমান্ড ব্যবহার করলে আপনার মনের ভাব প্রকাশ হবে এভাবেঃ
“(Your username) is very happy to see (friend’s username) again!!!”
আবার ধরুন কারো উপর মেজাজ প্রচন্ড খারাপ হল। কষে একটা থাপ্পড় দিতে পারলে আপনি শান্তি হন। তখন ভাবটা প্রকাশ হবে এভাবেঃ
“(Your username) slap (other’s username) across the face! Ouch!!”
জিনিসটা অনেক মজার, কি বলেন??? :D
চলুন, শিখে ফেলা যাক।
1.প্রথমে কোন একটি চ্যাটরুমে জয়েন করুন। তারপর আপনার লেখার উইন্ডোটা ওপেন করুন।
2.তারপর সেখানে কমান্ড লিখুন এভাবে “/(Command) (other’s username) “, তারপর Send করুন। আমি এখানে উদাহরণস্বরুপ একটা কমান্ড ও একটি ইউজারনেম ব্যবহার করেছি।
3.চিত্রে দেখুন চ্যাটরুমের ওয়ালে আপনার টেক্সটটি শো করছে।
তবে বলে নিই, কিছু কমান্ড আবার other’s username ছাড়াই কাজ করে। অর্থাৎ আপনি “/(Command)” দিলেই কমান্ডটি কাজ করবে।
এবার আসুন জেনে নিই Mig33 তে চ্যাট করার জন্য সেই মজার চ্যাট কমান্ডগুলো। আমি ইচ্ছা করেই কোন কমান্ডের কাজ কি তা দিলাম না, আপনারা ব্যবহার করে জেনে নেবেন। কারণ বলে দিলে আর মজা থাকল কই?? :D
Chat Commands:
A :
/agree
/apologizes
/argh
B :
/beer
/bearhug
/bark
/beg
/blink
/blowk
/bush
/bored
/bow
/boo
/brb
/burp
C :
/chicken
/caff
/chuckle
/cmon
/cheer
/comfort
/confuse
/congrat
/cringe
/cry
D :
/drunk
/duck
/doh
/drool
E :
/eek
/eh
/embrace
F :
/faint
/flirt
/fart
/firebreath
/french
/frown
G :
/glare
/gasp
/gee
/giggle
/gn
/greet
/grin
/groan
H :
/hfive
/happy
/hiccup
/hmm
/hold
/honor
/howl
/hug
/hum
J :
/joy
K :
/kiss
L :
/love
/lag
/laugh
/listen
/loser
M :
/martian
/miss
/moo
/mumble
/mmm
/mxit
N :
/nod
P :
/phew
/pinch
/poke
/ponder
/power
/purr
R :
/relax
/rose
/ruffle
S :
/seduce
/shiver
/shmoo
/shrug
/shy
/sick
/sigh
/slap
/smile
/smirk
/sneeze
/snore
/snuggle
/spit
/sorry
/spork
/stare
/spock
/strut
T :
/tpyo
/tag
/tantrum
/thank
W :
/warcry
/wave
/whistle
/whop
/wink
/wohoo
/worship
/worthy
Y :
/yawn
/yeah
NEW COMMAND MIG33 :
/me
/8ball
/fortune
তাহলে আজকে এই পর্যন্তই থাক! কি বলেন???
আগামী পর্বে আমরা চ্যাটরুমের ধরণ, চ্যাটরুমে Kik,Bann, Private Chat এই সব সম্পর্কে জানব।
সবাই ভাল থাকুন আর অবশ্যই ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।
ধন্যবাদ সবাইকে। :)
Mig33, বিশ্বের অন্যতম সোশাল নেটওয়ার্কিং সাইট… প্রয়োজনীয় তথ্য জানানোর জন্য ধন্যবাদ (তৃতীয় পর্ব)
অনেক ভালো পোস্ট।
জটিল ধামাকা পোষ্ট
আপনে অনেক সুন্দর ভাবে লিখছেন ।টিউনটি বাচ্চা দের অনেক কাজে দিবে ।। আশা করি আনেক সুন্দর সুন্দর টিউন পাব …!
ইয়াসির আরাফাত এবং অচিন পথিক ভাই আপনাদের দুজনকেই ধন্যবাদ। :)
darun likhechen ami migg33 theke free sms pathatam 2 bochor agei
farhad.rakib ভাই আপনার উপস্থাপনা অনেক সুন্দর হইছে । ২০০৫ সালের দিকে দেখতাম বন্ধুরা মিন৩৩ ব্যবহার করত । কিন্তু আমার যাত্রা আরো পরে কলেজে পড়ার সময় । সেও আজ অনেক দিন হয়ে গেল । খুব মাজা করতাম তখন রুমে । আমি ছিলাম ashik_৬৫ আর আমার এক কলেজ বন্ধু আশিস ছিল এক্ষ্দেফ । আমারা যখন আমাদের ময়মনসিংহের রুমে ডুক তখন রুম গরম করে ফেলাই তাম । আজ অনেক দিন মিগ এ ডুকি না । মিস করি …………রাকিব ভাই আপনার এই পোস্ট পরে স্মৃতি জেগে উঠল । ধন্যবাদ আপনাকে । নতুনদের কাজে আসবে ।আশা করি পোস্তটি চালিয়ে যাবেন……………………………………