সৃষ্টকর্তার রহমতে আশা করি সবাই ভাল আছেন। প্রথমেই টিউনারপেজের সকল টিজে এবং অন্যান্য পরিদর্শনকারিদের অগণিত শুভেচ্ছা ।আপনাদের অফুরন্ত ভালবাসায় টিউনারপেজ আজ এ অবস্থানে পৌছাতে পেরেছে ।আশা করি এভাবেই ভালবেসে যাবেন । আমাদের যত পরিকল্পনা, আয়োজন সবই আপনাদের জন্যই, ভিউয়ারস। আমরা চাই আপনারা আমাদের সবসময় পাশে থাকুন। সাহায্য করুন তথ্যপ্রযুক্তি নিয়ে, যে যতটুকুই পারেন। আপনাদের প্রিয় সাইট ‘টিউনারপেজ’-র মোবাইল ভার্সন সম্পূর্ণ নতুন ভাবে সাজানো হয়েছে আপনাদের সকলের সুবিধার জন্য। মোবাইল ভার্সনের ফলে এখন থেকে খুব কম পরিমাণের ব্যান্ডউইথ এর মাধ্যমে ভিসিট করতে পারবেন টিউনারপেজ সাইটটি – m.tunerpage.com মোবাইল থেকে খুব সহজে সবাই যেন টিউনারপেজের মাধ্যমে প্রযুক্তির কাছে থাকতে পারে তাই আপনাদের জন্য এই ব্যবস্থা। এছাড়াও পিসি থেকেও ব্রাউজ করতে পারবেনসাশ্রয়ী ব্যান্ডউইথ খরচ করে। টিউনারপেজের নতুন মোবাইল ভার্শন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদের খুব প্রয়োজন। তাই আপনার মতামত দিন আমাদের মন্তব্য করে।
টিউনারপেজের নতুন মোবাইল ভার্শন এর হোম পেজে দেখতে পারবেন নতুন ৮টি পোস্ট, কে কোথায় মন্তব্য করেছেন এমন ৮টি মন্তব্য। তবে আমার মন্তব্য দেখার সিস্টেম যেহুতু এজাক্স বেসড তাই পরের পাতার মন্তব্য গুলো দেখাও খুব সহজ। এছারা নতুন মোবাইল ভার্শনের হোম পেজে আপনি পাবেন আমাদের শক্তিশালী সার্চ ইঞ্জিন। ভিতরের পাতার বিশেষ ব্যবস্থার মাঝে একটি হল বড় বড় পোস্ট গুলো পেজ বাই পেজ আকারে থাকবে। একটি পোস্ট যদি অনেক বড় হয়ে থাকে সেটিকে স্বয়ংক্রিয় ভাবে কয়েকটি পেজে সাজানো হয়ে যাবে যার ফলে মোবাইল থেকে বার বার নিচের দিকে স্ক্রল করতে হবে না। এছারাও নতুন মোবাইল ভার্শনে মটামোটি ফুল ভার্শনের সকল সুবিধা পাচ্ছেন।
m.tunerpage.com
সবাই ভাল থাকবেন। পাশে থাকুন টিউনারপেজের। আশ্রয় নিন তথ্যপ্রযুক্তির ছায়ায়। আল্লাহ হাফেজ।
টিউনারপেজ অফিসিয়াল ফেসবুক গ্রুপ
টিউনারপেজ কে ভালবাসলে এলেক্সাতে রিভিউ দিন দয়া করে।
দারুন
পিপি ভাই পোস্ট টি অত্যন্ত সুন্দর হয়েছে ………………… কিন্তু বর্তমানে যে সকল সমস্যা দেখা দিয়েছে আশা করি সেগুলোর সমাধান অত্যন্ত তারাতারি পাওয়া যাবে
অনেক অনেক ধন্যবাদ !
আমি নেট বুকে এ দেখি । তবে যে ভাইয়েরা মোবাইলে দেখে তাদের অনেক উপকার হল
ভালই লাগলো ………।।
ধন্যবাদ পিপি ভাই।
কিন্তু আপনি কোথায় ? আপনাকে পাওয়া যাচ্ছে না কেন ?
আর কেউ কি আমাকে ভালো এন্টিভাইরাস দিতে পারেন ? আমার ইসেট টা নষ্ট হয়ে গেছে। ফুল ভার্সন কোন এন্টিভার্সন দরকার।
ভাই AK আপনাকে অনেক ধন্যবাদ।
eto next. ami na !!!
ফরহাদ ভাই যে সমস্যা গুলো বললেন আমার ও একি সমস্যা ।একটা টিউনে ৩-৪বার ক্লিক করার পড়ে পেজ টা ওপেন হয় কিন্তু আগে তো এই সমস্যা ছিলো না ।তাহলে এখন বলতে হয় যে টিপিকে আগে থেকে উন্নত করা হয় নি ।আশা করি আপনি সমস্যা গুলো দেখবেন ।
আর ১ পেইজেই যাতে পোস্টটা পড়া যায় সেই ব্যাবস্তা করলে ভালো হয়।বারবার NEXT PAGE ক্লিক করতে অনেক পেইজ ডাউনলোড করতে হয়।
ভাই দয়া করে আমার মন্তব্যগুলো দেখে রাগ করবেন না আশা করি।আমি টিপি কে ভালোবাসি বলেই সামনে এইচ এস সি পরিক্ষা থাকা সত্যেও অনেক কস্ট করে মোবাইল দিয়ে ও সময় ব্যায় করে এই মন্তব্য ২ টি করলাম।
আপনার সাথে একমত ভাই আমি ।পিপি ভাই next করে পড়ার চেয়ে ১ পেজে পড়তে পারলে বেশী ভালো হয় ।আর ফরহাদ ভাই আপনার জন্য দোয়া করি ।
মামা তুমায় সালাম………….
এডমিন প্যানেলে জানিয়ে দিচ্ছি ব্যপারটা !
সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ !
ভাই বল্লেনতো মন্তব্য করার জন্য কিন্তু ‘মন্তব্য করুন’ অংশে ৫-৭ বার ক্লিক করার পরেও পারলাম না। পরে UC দিয়ে অনেক কষ্ট করে মন্তব্যটা করলাম।
এবার অসল কথায় আসা যাক
২011 yeare jevabe silo sheti valo silo .2012 year ashar por apnara ute pore legesen notun shaje shajanor jonno.but akono 2011 shaler tar moto ba tar teke valo hoyni.
Akon jevabe ase she vabe kub slow.r mobile ar search box ar kotha bollen ami boli plz akbar apni apnar mubile die visit kore dakun.ami ai comment ta onek moner dukke korlam tai onek shokto hoye gelo.ai jonno dukkito.r banglis lekar jonno o dukkito.
কথা সত্য ২০১১ সালে tunerpage use করে অনেক ভাল লাগত ।কিন্তু এখন অনেক slow থাকার কারনে তেমন মজা পাইনা। :( :(
ভাই বল্লেনতো মন্তব্য করার জন্য কিন্তু ‘মন্তব্য করুন’ অংশে ৫-৭ বার ক্লিক করার পরেও পারলাম না। পরে UC দিয়ে অনেক কষ্ট করে মন্তব্যটা করলাম।
এবার অসল কথায় আসা যাক
২011 yeare jevabe silo sheti valo silo .2012 year ashar por apnara ute pore legesen notun shaje shajanor jonno.but akono 2011 shaler tar moto ba tar teke valo hoyni.
Akon jevabe ase she vabe kub slow.r mobile ar search box ar kotha bollen ami boli plz akbar apni apnar mubile die visit kore dakun.ami ai comment ta onek moner dukke korlam tai onek shokto hoye gelo.ai jonno dukkito.r banglis lekar jonno o dukkito.
পরে দেইখা লমুনে জাভা ইমুলাতর দিয়ে :D
রাত্রে দেখব ! টিউনের জন্য আপনাকে ধন্যবাদ ।
তাইলে এখন থেকে মোবাইল দিয়াও ভিসিট করা যাবে ……
ধন্যবাদ ++++++ কাজের মত কাজ করছেন ……।