সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
আমার টিউনের শুরুতেই আমি আমাদের সদ্য প্রয়াত টিউনার টিজে রিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ প্রকাশ করছি। :(
আজ আমি যে জিনিসটি সবার জন্য নিয়ে এসেছি, সেটা হল একটি গিটার টিউন করার জন্য সাহায্যকারী সফটওয়্যার। অনেক সময় দেখা যায় গিটারের টিউন নষ্ট হয়ে গেছে অথচ টিউন করতে পারছেন না, আশে পাশে কোন পরিচিত অভিজ্ঞ গিটারিস্ট ও নেই যে আপনাকে সাহায্য করতে পারে……তখন আমার এই ছোট্ট সফটওয়্যার টা আপনাদের অনেক কাজে লাগবে বলে আমার বিশ্বাস।
যাই হোক,চলুন শুরু করা যাকঃ-
১- প্রথমে এই লিঙ্কে যান-http://download.cnet.com/Guitar-Tuner/3000-2133_4-10391414.html। তখন নিচের মত একটা পেজ ওপেন হবেঃ
এখানে “Download now” অপশনে ক্লিক করুন, একটা ৪২২কেবির ডাউনলোডার ডাউনলোড হবে। একটা কথা বলে রাখি, অ্যান্টিভাইরাস কিন্তু আপনাকে এর ব্যাপারে সতর্ক করতে পারে এবং ডিলিট করার অনুমতি চাইতে পারে, সেটা Ignore করুন।
২- ডাউনলোডে গিয়ে আপনার ডাউনলোডকৃত “Guitar Tunar Downloader” টি ওপেন করুক, উপরের মত ওপেন হবে।
৩- আপনি যদি বেবিলন টুলবার আপনার ব্রাউজারে ইন্সটল করতে চান তাহলে “I accept” এ ক্লিক করুন আর না চাইলে “I Don’t accept” ক্লিক করুন। তারপর “Next step” এ ক্লিক করুন।
৪- দেখবেন আপনার সফটওয়্যার টি ডাউনলোড হচ্ছে।
সফটওয়্যার টি ডাউনলোড হওয়ার পর সেটাকে জিপ ফাইল থেকে আনজিপড করে নিন। তারপর ইন্সটল দিন…… দেখবেন সেখানে গিটারের কর্ড গুলোর নাম দেয়া আছে, সেখানে ক্লিক করলে আপনি সঠিকভাবে টিউনকৃত স্ট্রিং এর আওয়াজ শুনতে পাবেন, এখন সেই অনুযায়ী আপনার গিটারটিকে টিউন করে নিন।
আশা করি এই ৩ মেগাবাইটের ছোট্ট সফটওয়্যারটি আপনাদের অনেকেরই ভাল লাগবে।
ভাল থাকুন সবাই আর ভালো রাখুন আপনার পাশের মানুষটিকে।
সবাইকে ধন্যবাদ! :)
দারুন l ধন্যবাদ++++++++
আমিও তাইলে গিটার বাজামু
ভাই হিন্দি ছিবি দেখা হএনা
তবে শেয়ার করার জন্য থাঙ্কস
আপনার পোস্ট টি অনেক সুন্দর হয়েছে ………………… ধন্যবাদ শেয়ার করার জন্য :)
ধন্যবাদ ++++++++++শেয়ার করার জন্য
খুব সুন্দর হইছে +++++ Thanksss