সফটওয়্যারটির সবচেয়ে বড় সুবিধা হল এটি দিয়ে কোনো ফোল্ডার রং করলে সেটি ইউিনভার্সেল ভাবে রঙ্গিন হয়ে যায়। অর্থাৎ রং করা ফোল্ডারটি অন্য পিসিতেও রঙ্গিন দেখাবে, সেই পিসিতে FolderHighlight সফটওয়্যারটি না থাকলেও!!
আপনার পিসি XP বা Windows 7 এর x86 বিট হলে Patch ফোল্ডার থেকে FH24_CRK_x86.exe ফাইলটি চালু করুন। Patch এ ক্লিক করুন। C:\Program Files\FolderHighlight থেকে folderhighlight.dll ফাইলটি সিলেক্ট করে দিন, প্যাচ হয়ে যাবে। পাবেন ফুল ভার্সন সফটওয়্যারটি।
ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?5byxg66madr5gqp
দারুন জিনিস! :)
বাহ এটা সার্চ করে পাবো ভাবিনি, দারুন !
ধন্যবাদ দারুন
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Thnxz bhai…..daarun laaglo……many thnxz
দারুন লাগার জন্য ধন্যবাদ ।
bhai eta download korbo kothar theke?
পোস্ট এর শেষ লাইন এ ডাউনলোড লিঙ্ক আছে। ক্লিক করে ডাউনলোড করে নিন।
bhai eta use korbo kibhabe????????niomta boila den.
ব্যাবহার টি আমি স্নাপ শট এ দেখেয়িছি (২য় স্নাপ এ)
সফটওয়্যার টি ইন্সটল করার পর কোন ফোল্ডার এর উপরে রাইট বাটন ক্লিক করলে folder highlight অপশন পাবেন তার দান দিকে গেলে কালার এর মেনু পাবেন । সিলেক্ট করলেই ফোল্ডার টি সেই রঙের হয়ে যাবে। ধন্যবাদ ।
ধন্যবাদ । লিখেছিলাম কিভাবে ছবি যোগ করবো পোস্ট এ কিন্তু এডমিন ভাইয়ার পছন্দ হয় নি ।
হুমম…………দেখেছিলাম।
@ফাহাদ ভাই, আপনার যা লিখতে ভাল লাগবে অবলীলায় লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। ব্লগে কারও পছন্দ-অপছন্দকে খুব বেশী সিরিয়াসলি নেয়ার দরকার দেখিনা
ঠিক আছে লিখে যাব । ধন্যবাদ । ভাল থাকবেন।
ওরে বাবা ! এতো জটিল জিনিস।
ফাহাদ ভাই।
তা টিউনার পেজের জন্য টিউটোরিয়াল কিছু লিখছেন তো ?
সফটওয়্যারটা অনেকদিন ধরেই খুঁজছিলাম। কিন্তু ভাইয়া আমার OS হচ্ছে Windows 7- 64bit!! এর জন্য কোন কোন প্যাচ পাওয়া যাবে?
ধন্যবাদ……….
হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে । প্যাচ ফোল্ডার এর মদ্ধে ৩২ বিট এবং ৬৪ বিট ২ টারে প্যাচ দেয়া আছে । ডাউনলোড করে প্যাচ করে নিন। ধন্যবাদ ।