টিপি’স ক্যুইজ – ২৮ এর উত্তর |
টিপি’স ক্যুইজ – ২৭ এর বিজয়ী |
প্রশ্নঃ ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কত তারিখে ঘোষণা করে ( দিন/মাস/বছর)সঠিক উত্তরঃ ১৯৯৯ সালে ইউনেস্কোর ৩০ তম সাধারন সম্মেলনে ১৭ই নভেম্বর, ২১ ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে ঘোষণা করে। |
নাম : টিজে arifull মুঠোফোন নং : ০১৫৫৩ ৪০৩ ০৬১
|
অভিনন্দন টিজে arifull , ক্যুইজ ২৮- এর বিজয়ী হয়ে আপনি পেয়েছেন ৫০ টাকার মোবাইল টক টাইম। অতি শীঘ্রই আপনার মোবাইল আপনার প্রাপ্ত উপহার পৌঁছে যাবে। সাপ্তাহিক এই আয়োজনে যে কেউ হয়ে যেতে পারেন বিজয়ী।
এছাড়াও গত পর্বের ক্যুইজের যারা সঠিক উত্তর দিয়েছেন তাঁরা হলেন-
- টিজে টিউন রিডার টুটুল
- টিজে saifyea
- টিজে shozib
- টিজে এসডি স্টার
- টিজে স্বদেশ
- টিজে Abudarda007
- টিজে danozafar
- টিজে raju
- টিজে sbasujon
- টিজে জি এম পারভেজ@liTu
- টিজে boba dakait
- টিজে nazmul4all
- টিজে foyzuzshakil
- টিজে Vhorer shishir
- টিজে অচিন পথিক
- টিজে tajulit
- টিজে taposh
- টিজে hasanbappy
- টিজে megher_chador
- টিজে Jabedbd
- টিজে soulshacker
- টিজে imdipta
- টিজে এস.এম. তারেক
- টিজে রহস্যময়ী পথিক
- টিজে অবুঝ বালক
- টিজে দীপ্ত দাস
- টিজে oyon33
এ সপ্তাহের টিউনারপেজ’স ক্যুইজ – ২৮
প্রশ্নঃ পাঁচটা পিঁপড়া এক লাইনে হাঁটছে। হটাৎ মাঝখানের পিঁপড়াটি বলল, “আমার সামনে তিনটি ও পিছনে তিনটি পিঁপড়া আছে”। কীভাবে এটা সম্ভব?
উত্তর কেউ দেখলে সমস্যা নেই, কারণ লটারির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।
উত্তরঃ ?
( বি.দ্র. এ কুইজের উত্তর অবশ্যই এ কুইজের পোষ্টে মন্তব্য করে দিতে হবে। উত্তর দেওয়ার শেষ সময় আগামী ২৪/০২/২০১২ইং তারিখ শুক্রবার রাত ১২:০০টা পর্যন্ত।)
অংশগ্রহণের নিয়মাবলী :
১. টিউনারপেজের সদস্য ছাড়া অন্য কেউ এ ক্যুইজে অংশগ্রহণ করতে পারবেন না। টিউনারপেজের সদস্যপদ লাভ করতে টিউনারপেজে নিবন্ধন করাতে হবে।
২. ক্যুইজের উত্তর দেওয়ার জন্য লগইন করুন। তারপর নিচে এ ক্যুইজের মন্তব্যের ঘরে শুধু উত্তর এবং আপনার মোবাইল নং উল্ল্যেখ করে দিতে হবে। আপনার মোবাইল নং দিতে কোন প্রকার সমস্যা হলে আপনার পূর্ণ নাম এবং মোবাইল নং আমাদের মেইল করে দিন এই ঠিকানায় : tunerpage@tunerpage.com
৩. সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে একজন বিজয়ীকে নির্ধারণ করা হবে।
৪. একজন যদি অনেকগুলো Fake ID খুলেন সেই ক্ষেত্রে আমরা Trace করতে পারলে আপনাকে ক্যুইজ থেকে সেই সপ্তাহের জন্য বাতিল করতে বাধ্য হব উত্তর সঠিক থাকলেও। কিন্তু পরের সপ্তাহে আবার অংশগ্রহণ করতে পারবেন।
৫.একটি আইডি একাধিক উত্তর করলে সেক্ষেত্রে প্রথমে দেওয়া উত্তরটি গ্রহন করা হবে ।
[এটি টিউনারপেজের নিয়মিত একটি সাপ্তাহিক ক্যুইজ আয়োজন, প্রতি সপ্তাহে একজন বিজয়ী হতে পারেন ক্যুইজের সঠিক উত্তর দিয়ে]
পুরস্কার :
১. পুরস্কার হিসেবে বিজয়ীর জন্য রয়েছে ৫০ টাকার ফ্লেক্সিলোড।
২. ফ্লেক্সিলোড দেওয়ার আগে আপনাকে ফোন করে সঠিক নং টি যাচাই করে নেয়া হবে। আপনার মোবাইল বন্ধ থাকলে টাকা পাঠিয়ে দেওয়া হবে। সেই ক্ষেত্রে টাকা না পেয়ে থাকলে ক্যুইজে মন্তব্যের মাধ্যমে দু’দিনের মধ্যে আমাদের জানাতে হবে। অন্যথায়, এর দায়ভার কতৃপক্ষ বহন করবে না।
ফলাফল :
প্রতি পরবর্তী ক্যুইজে আগের ক্যুইজের সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে এবং ফ্লেক্সিলোড পাঠানো হবে। চোখ রাখুন টিউনারপেজে।
আমাদের এই আয়োজনে এখন পর্যন্ত যারা স্পন্সর হয়েছেন
আয়োজনের এখন পর্যন্ত অনেক প্রযুক্তি প্রেমি ব্যক্তিই আমাদের এই ক্যুইজ প্রতিযোগিতায় স্পন্সর হয়ে, আমাদের সহযোগিতা করেন ক্যুইজ পরিচালনা করতে। আপনিও আমাদের এই আয়োজনে স্পন্সর হতে পারেন। আপনি যদি এই আয়োজনের স্পন্সর হতে চান, তাহলে আমাদের মেইল করুন এই ঠিকানায় : tunerpage@tunerpage.com আমাদের এই আয়োজনে যারা প্রথম থেকে স্পন্সর হয়েছে, তারা হলেনঃ-
- এলিজা আকবর (১ম স্পন্সর)
- ইখতিয়ার হোসাইন
- জামিল হোসেন সিজান
- মহসিনা আরিফা এ্যানি
- ডিজিটাল টিউনার
- চিন্তিত পথিক
- শাওন রহমান
আপনাদের জন্য মাসিক টিউনারপেজ ম্যাগাজিনেও রয়েছে ক্যুইজে প্রতিযোগিতা। আপনিও অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আপনার পুরষ্কারটি।
আমি তো অনেক আগেই ইমেল করে উত্তর দিসি.
এখন দেখি বলা হইসে উত্তর নাকি এই পোস্টের কমেন্ট এ দিতে হবে !!
:(
কেমন লাগে ?
ধুর …………
যাই হোক , সঠিক উত্তর হলো –
হেঁটে যাওয়া ৫টি পিঁপড়া জ্যান্ত ,আর সামনের ও পিছনের পিঁপড়া দুটি একটি করে মৃত পিঁপড়া বহন করছিল ।
মোবাইল- 01840854024
পিপড়াগুলো গোল হয়ে ঘুরছিল
মোবাইল – ০১৬৭৬০৮৮৮৪৬
Piprati nijeke soho gunese…….01682967520
পিঁপড়া মিথ্যে কথা বলেছে ।
০১৮১৩১১১২৩০
এটা সম্ভব বটেই……….ঐ পিপিলিকা ছিল সামনের থেকে চার নম্বরে…… তাই ওর সামনে তিনটি পিপিলিকা থাকা অস্বাভাবিক কিছু না.. এটা তো গাণিতিক নিয়ম………. ধন্নবাদ…+918945898605
তাহলে পেছন থেকে বাকি ৩ তা পিপড়া কি গেল…
পিপড়া টা নিজেকে নিয়ে গুনছিল –01923450541
ওরা গোল হয়ে ঘুরছিল ।
মোবাইল 01825385628
উত্তর : পিপড়াটি নিজেকে সহ গনণা করেছিল
MOBILE: 01913080630
mittha bolce mitthuk pipda
পিপড়াটা নিজেকে সহ গুনেছিল……..তাই তাকে নিয়ে সামনেও ৩ জন এবং পিছনেও ৩ জন।
আমার মুঠোফোন – ০১৮৩১৯৬০৯৩২
আমার ওয়েবসাইট – http://www.digitaltune.tk, http://www.forexnewsbd24.tk
পিঁপড়া টি মিথ্যা বলছে(আমার **** বলেছে)…
মোবাইলঃ- ০১৮৩২৩৯৮৩৯৯