আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের দেখাব কিভাবে টিউনার পেজের টিউনের সাথে ইমেজ আপলোড করতে হয়।
তাহলে চলুন কাজে নামা যাক :
আপনার টিউন লেখা শেষ করেও ইমেজ যোগ করতে পারেন বা ইচ্ছামত জায়গায় জায়গায়ও ছবি যোগ করতে পারেন। যাই হোক প্রথমে add an image বাটনে ক্লিক করুন। যা upload/insert অপশনের পাশেই রয়েছে। অথবা নিচের ছবিটি লক্ষ্য করুন।
এবার নতুন উইন্ডোতে select files….. ক্লিক করে আপনার সব ইমেজ ধীরে ধীরে আপলোড করে নিন। (নিচের স্ক্রিনশট)
সব গুলো ইমেজ আপলোড করার পর একত্রে লিষ্ট আকারে দেখাবে। (নিচের স্ক্রিনশট)
প্রথমে আপনি যে ইমেজ/ছবিটি টিউনে প্রকাশ করতে চান সেটিতে show বাটনে ক্লিক করলে নিচের পেজটি open হবে। (নিচের স্ক্রিনশট) এবং আপনি এখানে আপনার কাঙ্খিত ছবির লিঙ্কটি পেয়ে যাবেন।
লিঙ্কটি কপি করুন। এবং আপনার সম্পাদনকৃত টিউনে আসুন। এবং html ট্যাগে ক্লিক করুন। (নিচের স্ক্রিনশট)
আপনি যেখানে ছবিটি দিতে চান সেখানে লিঙ্কটি পেষ্ট করুন। অবশ্যই লিঙ্কের আগে <img src=” পরে “/a> বসিয়ে দিন কোন space ছাড়া। (নিচের স্ক্রিনশট)
পেষ্ট সম্পন্ন হওয়ার পর এবার ‘দৃশ্যমান’ ট্যাগে ক্লিক করুন। কি দেখছেন? পেয়েছেন আপনার ছবি? (নিচের স্ক্রিনশট)
এভাবে আপনার টিউনে ছবি আপলোড করতে পারবেন। যতগুলো ছবি ইচ্ছা। টিউন দেখে টিউনের লেখা এবং স্ক্রিনশট দেখে ভয় পেয়ে গেলেন ? আসলে একবার করতে পারলে পানির মত সোজা মনে হবে। বিশ্বাস না হয় করে দেখতে পারেন। আশা করি সবার ভাল লাগবে। পরবর্তীতে ভিডিও কিভাবে আপলোড করতে হয় দেখাব (ইনশা আল্লাহ)। আর সমস্যা হলে জানাবেন।
ভাল থাকুন। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
আমার মত নতুনদের জন্য অনেক কাজের একটা পোস্ট
অনেক অনেক ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য.
Josh hoise…thnx… :-D
এইচটিএমএল ট্যাগ শো করছে না কিভাবে তা করব ?সেটিন্সে কোন সম্যসা আছে আমার হয়ত ?
ছবি সংযুক্ত করতে পারছিলাম না !!! ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ। প্রিয়তে নিলাম
ধন্যবাদ আপনাকে।
আশা করি সবার ভাল লাগবে।
পুরা পানির মত সোজা! একবার পড়েই যে কেউ শিখে নিতে পারবে ছবি দেয়ার নিয়ম !
ধন্যবাদ। তবে আমি একটু অন্যভবে খুব সহজেই পোষ্ট করতে পারি।।।। ।
আশা করি আপনার পদ্ধতিটা আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।
গতকাল এটা নিয়ে বিপদে পড়েছিলাম… ধন্যবাদ।
আপনার সাহায্যের কথা শুনে খুবই ভাল লাগল।
শুকরিয়া।