পিসি দিনদিন স্লো হয়ে যাচ্ছে? নতুন নতুন উইন্ডোজ লাগালে এত ফাস্ট চলে কিন্তু মাস যেতে না যেতেই এমন স্লো হয়ে যায় কেন?! – এই ‘কেন’ এর উত্তর অনেক। কঠিনভাবে বলতে গেলে উইন্ডোজ রেজিস্ট্রির মেদ-ভূঁড়ি বেড়ে যাওয়া, হার্ডডিস্ক ফ্র্যাগমেন্টেশন, ডিস্ক এরর, স্টার্টআপে আজাইরা প্রোগ্রাম লোড হয়ে র্যামে বসে থাকা ইত্যাদি ইত্যাদি। সহজভাবে বললে, এইসব সমস্যার কারন হল- “পিসির যত্ন না নেয়া” (পিসিও তো মানুষ!)
উইন্ডোজ পিসির এমন হাজারো সমস্যা সমাধানে খুবই কার্যকরী ও চমৎকার একটি সফটওয়্যার- Advanced SystemCare । এর প্রো ভার্সন একাধারে পারফর্মেন্স টিউন-আপ, anti-spyware, privacy protection এবং সিস্টেম ক্লিনিংয়ের কাজ করে দিতে পারে ।
সফটওয়্যারটার ফ্রি ভার্সনও আছে একটা কিন্তু ঐটায় বেশিরভাগ অপশনই ডিসেবেল করা। আমি চালাচ্ছি লেটেস্ট ভার্সন ৫.১ প্রো। পাইরেটেড ক্র্যাক/ প্যাচ না; এক্কেবারে অরিজিনাল লাইসেন্স কী দিয়ে
ডাউনলোড ও ইন্সটল
এই লিঙ্ক থেকে প্রোগ্রামটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর “Upgrade” বাটনে ক্লিক করে “Enter license”- এ নিচের কোডটি দিয়ে দিন –
9C98A-D3624-7CC7E-137D4
ফ্রি থেকে প্রোফেশনাল ভার্সনে আপগ্রেড হয়ে যাবেন।
ব্যাস, খেল খতম! $১৯’র ASC Pro ফ্রিতে হজম!
_______
পুনশ্চঃ লেখাটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত
_____________________
জোস
ভাই upgrade option-e code dile lekha ase this code no. is maximum used. please urgent give me new code.
ভাই এ্যাডভান্সড সিস্টেম কেয়ার প্রো ৫.১ ব্যবহার করতে গিয়ে রান মেনুর রিসেন্ট উইনডোটি ওপেন না হওয়ার সমস্যা পড়েছেন কি ? আমি অবশ্য এ্যাডভান্সড সিস্টেম কেয়ার প্রো ৫.০ ব্যবহার করে এই সমস্যায় পড়েছিলাম ।আমার সন্দেহ হয় আমি যখনই এ্যাডভান্সড সি. কে. ৫ এর রেজিস্টারি ক্লিনার/ রেজিস্টারি ডিফ্রাগ. করি তখন থেকেই এই সমস্যাটা দেখা দিয়েছিল । পরে উইনডোজ ৭ নতুন করে ইন্সটল দিয়ে এটি ঠিক করি । এরপর আমি ভয়ে আর রেজিস্টারি ক্লিনার/ রেজিস্টারি ডিফ্রাগ করি নাই । এখন আমার প্রশ্ন আপনি যদি কোন কারণে রান থেকে রিসেন্ট উইনডোটি খুলতে না পারার সমস্যায় পরেন, তখন আপনি উইনডোজ ইন্সটল ছাড়া কিভাবে সমধান করেন? ধন্যবাদ ।
Thanks……
জটিল হয়সে ভাই
অনেক দিন পরে এলেবেলে ভাইকে দেখলাম ।ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে ।
আপনাকে মেলা ধন্যবাদ !!!! সিরিয়াল কি টা দরকার ছিল! :D