“এটা একটা উদাহরন স্বরুপ টিউন, ধারাবাহিক ভাবে সঠিক ব্লগ বানানো,ইউনিক কন্টেন্ট, কী ওয়ার্ড, সিও এবং এডসেন্স নিয়ে লিখব। পিটিসি থেকে দূরে থাকুন এবং কাজ শিখুন, যদি ইন্টারনেটে সফল হতে চান।”এখন অনলাইনে টাকা আয় করার জন্যে সবাই পাগল হয়ে যাচ্ছে। ভাল কথা, সেটা দেশের অর্থনীতির জন্য খুবই উপকারি। কিন্তু তাদের ৯৯% ভাগই ব্যর্থ হয়ে ফিরে আসে। কারন একটাই, বাঙ্গালী হুজুগে পাগল। তাই তারা সুযোগ কাজে লাগাতে পারেনি। পিটিসি বা এমএলএম এর মত স্কাম সাইট গুলোতে অযথা সময় নষ্ট না করে এখনি কাজে লেগে পড়ুন। সাফল্য আসবেই। অটুট লক্ষ্যএবং কাজ এই দুটোই পাড়ে সাফেল্যর মুখ দেখাতে। আপনি জানেন কি পিটিসি আপনার কতো ক্ষতি করছে ? না জনলে গুগলে সার্চ করে দেখুন… উত্তর পেয়ে যাবেন। আমার মতে নতুন দের জন্যে সবচেয়ে ভাল মাধ্যম হল গুগল এডসেন্স। যদিও একাউন্টস পাওয়া সোনার হরিণের মতো কিন্তু অসাধ্য না। কোন রূপ ভ্রান্ত ধারনা বা কোন প্রকার লোভে পা দিবেন না। যারা প্রোগ্রামিং জানেন না বা শিখতে আছেন তাদের জন্যে শুধুমাত্র ব্লগে লিখে এবং এডসেন্সের এডস থেকে আয় হতে পারে একমাত্র নির্ভরযোগ্য ও নিরাপদ উপায়। পাশাপাশি শিখতে থাকুন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট বা সিএমএস, ফটোশপ। আপনি সফল হবেনই । আর এজন্যে w3schools.org বেস্ট। আপনার যা লাগবে ? একটা ব্লগ লাগবে। ব্লগস্পট হল এডসেন্সের জন্যে সবচেয়ে উপযোগী প্লাটফর্ম। অবশ্য ইংরেজি ভাষায় ব্লগ তৈরি করবেন । টেমপ্লেট নিয়ে বেশি ঘাটা ঘাটি না করে ডিফাউল্ট টা ব্যাবহার করুন। শুধু মেটা ট্যাগ এবং কোড গুলো এতে বসাবেন। এডসেন্স বা গুগলের নিয়ম বহির্ভূত ভাবে না বানিয়ে সঠিক নিয়মে তৈরি করুন। প্রতিদিন একটু একটু করে কাজ করতে থাকুন। সিইও এর কাজও করুন। দেখবেন এক সময় শত শত ভিজিটর আসবে আপনার ব্লগে শুধুমাত্র গুগল সার্চ রেজাল্টস থেকে। তখন এডসেন্স থেকে পর্যাপ্ত পরিমাণে আয় করা কোন ব্যাপার না। এর সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে থাকুন যদি ওয়েব ডেভলোপার বা ওয়েব ডিজাইনার হতে চান। ডুল্যান্সার বা পিটিসি জাতীয় ভূয়া সাইট গুলোর দিকে যদি মনোনিবেশ করে থাকেন তবে তাদের কে বলবো আমার এই লেখা আপনার জন্যে নয়। আপনি আপনার পিটিসি নিয়ে থাকুন। আপনার জন্যে এই পোস্ট টি পারফেক্ট। বর্তমানে বাংলাদেশে অনেকেই আছেন, যারা প্রতি মাসে এডসেন্স থেকে শত শত ডলার আয় করতেছেন। আর সারা পৃথিবীতে গুগল এডসেন্স হল সবচেয়ে নির্ভর এবং নিরাপদ পেমেন্ট কারী সংস্থা। তাই এখানে প্রতারিত হবার কোন আশংকা নাই। প্রমান হিসেবে আমার নিজের একটি চেকে স্ক্রিন শট দিলাম দেখে নিন। যারা আমার গুগল গ্রুপে যোগ দিতে চান তারা এখানে ক্লিক করতে পারেন। সেখানে আপনি এডসেন্স, ব্লগ, ইউনিক কন্টেন্ট এবং সিইও এর ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। আপনার প্রশ্ন করার সুযোগ রয়েছে। পোস্ট টি কেমন লাগলো জানাবেন। যাতে আগামীতে এরকম পোস্ট আরও করতে পারি। ধন্যবাদ সবাইকে…
ভাই আপনি এমন কিছু করেন বা কোন ধারাবাহিক পোস্ট এর বাবস্থা করেন জাতে করে আমাদের মত নতুনেরা আপনার মত হতে পারি !
আমরা খুব উপকৃত হতাম।
অবাধ্য মানুষ: ভাই পারলে আরো এই বিসয়ে আরো কিচু টিউন করেন ……
ধন্যবাদ ……
খুব ভালো টিউন
ধন্যবাদ ভাই ………………………………..
আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্যে।
thanks ato sondor tune korar jonno. amar onek valo akta blog ache. akhon porjonto visitor songha 58000+
ami akhon kivabe khub sohoje adsense acc pete pari????
R blogger blog er sob design somporke janar jonno and shikhar jonno http://www.tunerpage.com/blogger-customization/
ধন্যবাদ কমেন্টের জন্যে। ব্লগের সিও সঠিক ভাবে করলে এবং উইনিক কন্টেন্টস থাকলে একাউন্ট পাওয়া কোন ব্যাপার না। প্রথম আবেদনই গ্রহণ হবে। এডসেন্স বিষয়ে জানতে এই গ্রুপটি তে জয়েন করতে পারেন। http://groups.google.com/group/blog_adsense
ইন্টারনেট থেকে আমিও রোজগার করতে চাই…….. কিন্তু হয় না………..দেখি আপনার দেওয়া লিঙ্ক থেকে কোন কিছু পাওয়া যায় কিনা……. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ..
আমি এখানে বুঝাতে চেয়েছি পিটিসি না করে সম্মানিত কোন পেশায় আসুন । পথের ভিক্ষুক আর পিটিসি বা দালান ছাড় জাতীয় স্কাম সাইটে যারা সামান্য কয়েকটা পয়সার জন্যে ঘুম হারাম করে হাত পেতে থাকে এদের মধ্যে কোন পার্থক্য আছে কি ?
google addsense থেকে কিভাবে টাকা উপার্জন করা যাবে এ subject টা আর একটু বিস্তারিত আলোচনা করলে উপকৃত হব.
একটু ধৈর্য ধরুন। আর ধৈর্য ধরতে না চাইলে সরাসরি আমাদের গ্রুপে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। http://groups.google.com/group/blog_adsense
তর্থ্য বহুল টিউন ।কিন্তু সুন্দর করে সাজিয়ে স্কীনশর্ট এড করে করলে আরো ভালো লাগতো ।
সময়ের অভাবে করতে পারিনি। তবে সিইও এবং এডসেন্স এর মধ্যে সম্পর্ক নিয়ে পূর্নাংগ পোস্ট করবো।