আসসালামু আলাইকুম, সবাইকে টিউনারপেজে আবারও স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে চলছে সাইবার যুদ্ধ। সবাই অবশ্যই সর্তক থাকবেন সব দিক থেকে। আপনার একাউন্টটিও হাতিয়ে নিতে পারে ভারতে হ্যাকাররা। এগুলো নিয়ে আগেই টিউনারপেজে পোষ্ট হয়েছে। তাই আমি আর বললাম না। কালকে রাত পর্যন্ত ভারতীয় সাইট হ্যাকিং হওয়ার সংখ্যা হল ৩১, ৬০০টি। K9 Network Cyber Army হ্যাক করা ইন্ডিয়ান সাইট গুলো এখন ও recover বা restore করতে পারেনি । ।। তারা গতকাল প্রায় ২৮ টা মত সাইট খাইছে এর মধ্য কয়েকটা ঠিক করছে , বাকী সাইট গুলো এখনো ঘুমে ( Dead ) আছে। কেউ অপরিচিত লিংকে ক্লিক করবেন না। আপনার ফেইসবুকের ওয়ালে, স্ট্যাটেসে কমেন্ট করে লিংক দিতে পারে, এগুলো থেকে দূরে থাকবেন।
বাংলাদেশীদের ফেইসবুক আইডি হ্যাক করার নতুন পদ্ধতি আবিষ্কার করছে ইন্ডিয়ান হ্যাকাররা। তারা বিভিন্ন status-এ
“হিপ হিপ হুররে !!!!! সবার। জন্য সুখবর… আমি এই সাইটে মাত্র কয়েক মিনিট সময় দিয়ে ফ্রী ৫০০ টাকার মোবাইল ব্যালেন্স পেয়েছি, চাইলে আপনিও পেতে পারেন http://www.theforexbd.com/”
অথবা এই ধরণের নানা কৌশলে লিখে status & comment দিচ্ছে। কেউ ভুলেও এসব লিংকে এ ক্লিক করবেন না আপনার একাউন্ট হ্যাক হয়ে যাবে। তারা বাংলাদেশীদের মত ফেইসবুক আইডি খুলছে অথবা পুরোনো ফেক আইডিতে বাংলাদেশী পরিচয় লাগিয়ে বন্ধুত্বের অনুরোধ করছেন ও এই ধরণের কমেন্ট ও স্টাটাস দিচ্ছেন। আপনি একজন বাংলাদেশী হলে অবশ্যই এই ধরণের কমেন্ট রিমুভ করে দিবেন আপনার স্টাটাস থেকে।। খবরদার। কোন পেজের বন্ধুর দেয়া কোন লিংকে ক্লিক করবেনা। এমনকি আমার দেয়া কোন লিংকেও না। আপনার বিশ্বস্ত কোন বন্ধুর লিংকেও না। হতেও পারে আমার বা আপনার প্রিয় কোন বন্ধুর একাউন্ট ইতমধ্যে হ্যাক করে ফেলেছে ইন্ডিয়ার হ্যাকার দল। তাই পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কোন লিংকে ক্লিক করবেন না। তাহলে হ্যাক হয়ে যাবে আপনার একাউন্টও ! হতেও তো পারে এই আমি সেই আমি নই!!! এটা আমরা খুঁজে বের করেছি। এরকম আরো অভিনব কায়দায় একাউন্ট হ্যাক করতে পারে।
বাংলাদেশ ভারতের মধ্যের এই সাইবার যুদ্ধের অন্যতম একটি একটি হ্যাকিং সাইট হল Microsoft Store India সাইট। বেচারা মাইক্রোসফটও এটার মধ্যে পড়ে গেল!!!!
এই সাইটটি হ্যাকিং হওয়ার পর এটাকে এখন এমন ভাবে ডিফেইস করা হয়েছে যে, এই সাইটটি ব্রাউজ করাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও সাইটটির ডেটাবেজ পুরাটাই মুছে দেয়া হয়েছে। সাইটটির হোমপেজে গেলে নিচের ছবিটি আসে। সাইটটির লিংক হলঃ http://microsoftstore.co.in/

এই সাইটটি হ্যাকিং করেছিল বাংলাদেশের প্রতিনিধিত্ব কারি একটি চীনা হ্যাকিং গ্রুপের সদস্য EvilShadow. হ্যাকার সাইটটি হ্যাক করে সাইটটির ব্লগের ও ইমেইলের হোম পেজের তার ছবি দিয়ে দিয়েছে।

হ্যাকার সাইটের ডেটাবেজে প্রবেশ করে ডেটাবেজ মুছে দিয়েছে ও ইমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করে দিয়েছে। ডেটাবেজের অবস্থা দেখেন। ডেটাবেজের আরও ছবি পাবেন এখানে।

মাইক্রোসফট সাইটটি হ্যাক হওয়ার সাথে সাথেই সাইটটি ডাউন করে দেয় এবং এখনও ডাউনে আছে সাইটটি। সাইটটিতে গেলে এখন আসে।

এছাড়াও হ্যাকার টিমটি ডেটাবেজের পাসওয়ার্ড পরিবর্তনসহ আরও কিছু লেখা লিখে মাইক্রোসফটকে মেইল করেছে.
We are writing to inform you that there may have been unauthorized access to some of your customer account information on Microsoft Store India. We have confirmed that databases storing credit card details and payment information were not affected during this compromise. However, exposed account details may include non-financial related information including e-mail address, password, order details and shipping address.
Microsoft Store takes this situation very seriously, and the company is diligently working to remedy the issue and keep our customers protected. We need your help in this regard and we ask that you please take the following steps to prohibit any further unauthorized access to your information.
Precautions You Should Take
In order to secure your account information, Microsoft Store will take the action to re-set your password. Please follow these steps to ensure your privacy is protected:
1. If you use the same e-mail and password combination on any other sites, including non-Microsoft websites or services, you should proactively change the password immediately to ensure your personal information is protected.
2. You will receive an e-mail with a temporary password and a prompt to create a new password. Please note, the password reset relates only to Microsoft Store India.
3. Once you receive the e-mail you should immediately create a new password, one that is both secure and familiar to you.
এই পর্যন্তই অবস্থা।
ভারত সরকারকে দেয়া বাংলাদেশ ব্যাক হ্যাট হ্যাকারদের ২য় মাসেজ দেখুন।
BCA massage to Indian Govt. :
ইসরাইল বাংলাদেশের একটি সাইট হ্যাকিং করেছে। তার বিপরীতে বাংলাদেশের হ্যাকারা করে ৬ টা সাইট হ্যাকিং :)
http://horadot.co.il/
http://www.alfasy.co.il/index.htm
http://new.refund.co.il/index.htm
http://d-law.co.il/index.htm
http://u-a.co.il/index.htm
http://admin.datinet.co.il/BBHH.html
এছাড়াও নিয়মিত আপডেট পাবেন টিউনারপেজে আর ফেইসবুকে এখানে।
সাথেই থাকুন, ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ…………
থানক ইউ ভেরি মুচ বাংলার জয় হবে
থানক ইউ
অনেক দিন পর কমেন্ট করার মন চাইল,
কমেন্ট করতে আলসেমি লাগে, তাই করা হয় না, তবে পাসে আছি সবসময়,
মানবতার জয় হবেই হবে
vai amar chotobhai doraemon dakte chai please download link den(mediafire)