বিসমিল্লাহির রহমানির রাহিম সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের লেখালিখি ব্যস্ততার কারণে অনেকদিন টিউনারপেইজে আসতে পারেনি এই জন্য দুঃখিত,এখন আসল কথায় আসি বাংলাদেশের অনেক অঞ্চলের মানুষ চট্টগ্রামের ভাষা শিখতে খুব আগ্রহী অবশ্যই এই ভাষাটা কৌতুহল বসত শিখা তাই আজকে চট্টগ্রামের ভাষার উপর টিউটরিয়াল নিয়ে হাজির হয়েছি……হয়তবা আপনারা পুরাপুরি চট্টগ্রামে ভাষা বলতে না পারলেও মোটা মোটি বলতে পারবেন…এই আশা রেখে শুরু করছি আজকের টিউন…………
চট্টগ্রামের ভাষা শিখুন…
১ম ধাপ:
সাধারণ কথোপকথন…….
(এখানে তুই/নি ব্যবহার করা হবে বন্ধুদের জন্য আর অনে/তুঁই/না ব্যবহার হয় বড়দের ক্ষেত্রে এবং চন্দ্রবিন্দু দেখলে মনে করতে হবে সেটা বড়জনদের ক্ষেত্রে এবং সাধারণ মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ ছোটদের ক্ষেত্রে এবং বন্ধুদের ক্ষেত্রে চন্দ্রবিন্দু থাকে না)
*আমি=আঁই
*আমরা=আঁরা
*তুমি=তুঁই/তুই
*তোমরা=তোঁয়ার/তোরা
*আপনি=অনে
*যাব=যায়ুম
*খাব=হায়ুম
*কোথায়=হডে
*সে বলছে=ইতে হয়-ই
*তুমি কি যাবে সেখানে?= তুঁই এন্ডে যাইবেনা?/তুই এডে যাবিনি
*আপনার বাড়ী কোথায়=অনের বাড়ী হডে
*তুমি কোথায় যাবে?=তুঁই হডে যাইবে/তুই হডে যাবি?
*আপনি এখন কি করছেন?=অনে এহন কিত্তে লাইগ্গুন?
*তুমি এখন কি করছ?= তুঁই এহন কিত্তে লাইগ্গু/তুই এহন কিরর/তুই এহন কি গরর?
*তুমি দুপুরে কি দিয়ে ভাত খাও?=তুঁই দুইজ্জে কিদি ভাত হ
*আমি সেখানে গিয়েছিলাম তুমি কি ওখানে গিয়েছিলে?=আঁই ওডে গেলাম তুঁই এডে গেলানা/আই এডে গেলাম তুই এডে গেলিনা?
*ছেলেটি খুব দুষ্ট=পুয়া ইবে বহুত/বোত শতান
আজকে এইটুকুতে থাক …….সবাই ভাল থাকবেন সুস্হ থাকবেন ধন্যবাদ…………….
আই আরো শিখতাম চাই
আই শূর করেদ্দে
বাইসাব… :S আরো দিতেন, বালা অইতো…