আজব কিছু তথ্য নিয়ে প্রথম টিউনে সাড়া পাওয়ার পর নিয়ে এলাম এর দ্বিতীয় পর্ব। ছোট ছোট কিছু মজার তথ্য পাবেন এখানে যা শুনতে আজব মনে হতে পারে।
•→ পৃথিবীর আঁশি ভাগ প্রাণীর পায়ের সংখ্যা ছয়টি!!!
•→ ছোট্ট একটা ব্যাঙ হজম করতে একটা সাপের বায়ান্ন ঘণ্টা সময় লাগে!!!
•→ মানুষের জন্ম নিয়ন্ত্রণ বড়ি গরিলাদের ক্ষেত্রেও কাজ করে!!!
•→ একটা জোঁকের মস্তিষ্কের সংখ্যা বত্রিশ টি!!!
•→ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় প্রথম নাম মুহাম্মাদ। (সুবাহানআল্লাহ)।
•→ যখন একটি কাঁচ ভাঙ্গে, তখন এর ফাটল প্রায় তিন হাজার মাইলেরও বেশি গতিতে ছড়ায়!!!
•→ বিদ্যুত বাতির উদ্ভাবক – টমাস আল্ভা এডিসন অন্ধকারকে ভয় পেতেন!!!
•→ আপনার হৃদয় দিনে এক লক্ষ বার বিট করে!!!
•→ কোন এক সময় মিশরের মানুষরা পাথরের বালিশে ঘুমাত!!!
•→ বছরে আড়াই হাজারের এর বেশি বামহাতি মানুষ মারা যায় দানহাতি মানুষের জন্য তৈরি পণ্য/যন্ত্র ব্যবহার করতে গিয়ে!!!
•→ জর্জিয়ায় কোন নরসুন্দর তার মূল্যের বিজ্ঞাপন দিতে পারবে না!!!
•→ জর্জিয়ায় কোন মানুষকে সামনে অথবা পেছন থেকে থাপ্পড় দেওয়া বেআইনি!!!
•→ কুকুর বিড়ালের ঝগড়া করা উত্তর ক্যারোলিনায় আইন বিরোধী!!!
•→ ভার্জিনিয়াতে আটটার আগে এবং চারটার পরে কোন মুরগী ডিম দিলে টা হবে বেআইনি!!!
•→ জাপানে কোন মেয়েকে ছেলে ডেটিংয়ে যেতে বললে মেয়েটি আইন অনুসারে না করতে পারবে না!!!
•→ আপনার পুরো জীবনে আপনি প্রায় ষাট হাজার পাউন্ড খাবার গ্রহন করেন, যা ছয়টি হাতির ওজনের সমান!!!
•→ ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়!!!
•→ হাঁচি আপনার মুখ দিয়ে প্রতি ঘণ্টায় এক’শ মাইল বেগে বের হয়!!!
•→ প্রতিদিন একজন সুস্থ্য মানুষ গড়ে ছয় বার টয়লেটে যায়!!!
•→ “টারান্টুলা” নামক মাকড়সা খাবার ছাড়া আড়াই বছর বেঁচে থাকতে পারে!!!
•→ প্রতি বছর নীল নদের তীরে প্রায় এক হাজার মানুষ মারা যায় শুধু কুমিরের শিকার হয়ে!!!
•→ পৃথিবীতে প্রতি বছর হাঙরের আক্রমণে যে পরিমাণ মানুষ মারা যায় তারচেয়ে বেশি মানুষ মারা যায় মাথায় নারিকেল পড়ে!!!
•→ কফি চায়ের চেয়ে বেশি উপকারী এবং শরীরের মেদ কমাতে সাহায্য করে!!!
•→ বজ্রপাতে প্রতি বছর প্রায় এক হাজার লোক মারা যায়!!!
•→ মাধ্যাকর্ষন শক্তি থেকে বের হতে একটি রকেটকে সেকেন্ডে সাত মাইল গতিতে চলতে হয়। অর্থাত্ ঘণ্টায় চারশ বিশ মাইল গতিতে!!!
•→ কিছু প্রজাতির বাঁশ দিনে তিন ফুট পর্যন্ত বাড়ে!!!
•→ পিপড়া কখনো ঘুমায় না!!!
•→ বিশ হাজার প্রজাতির মৌমাছির মধ্য মাত্র চার প্রজাতির মৌমাছি মধু তৈরি করতে পারে!!!
•→ একটা মানুষের শরীরের সবটুকু রক্ত খেতে এক লক্ষ বিশ হাজার মশা যথেষ্ট!!!
•→ পাখিদের মধ্যে যারা ‘নীল’ রঙ দেখতে পায় তাদের মধ্যে প্যাঁচা অন্যতম!!!
•→ আমাদের পৃথিবীতে প্রতি মিনিটে ছয় হাজার বার বজ্রপাত হয়!!!
•→ মানুষ বছরে প্রায় এক কোটি বার চোখের পাতা মিটমিট করে!!!
•→ পৃথিবীর সমস্ত পারমাণবিক অস্ত্রের মোট শক্তি = দশ মিনিট স্থায়ী ঘুর্নিঝড় সমান!!!
•→ যদি আগুন দিয়ে বিছা(scorpion)কে ঘিরে ফেলা হয় তাহলে সেটি নিজেই নিজেকে হুল ফুটিয়ে আত্মহত্যা করে!!!
•→ একজন মানুষের রক্তের পরিমাণ তার শরীরের মোট ওজনের তের ভাগের এক ভাগ!!!
•→ সব খাবারই পচঁনশীল শুধু মধু বাদে!!!
•→ সমগ্রপৃথিবীতে একত্রেও যত পরিমাণ লেক নেই, শুধু কানাডায় তার চেয়ে বেশি লেক আছে!!!
•→ যে ঘরে বাতির রঙে নীল হবে সে ঘরে মশার সংখ্যা বেড়ে যাবে। কারণ মশারা নীল রঙের প্রতি দুর্বল!!!
•→ চার ঘন্টার ভেতর একশ কাপ কফি পান করলে নিশ্চিত মৃত্যু হবে!!!
•→ হাঁচি দেওয়ার সময় মানুষের হার্টবিট বন্ধ থাকে!!!
•→ পাইন ট্রি গাছের শিকড় ত্রিশ মাইল পর্যন্ত লম্বা হতে পারে!!!
•→ গড়ে একজন মানুষ জীবতকালের দুইবছর ফোন করে কাটায়!!!
•→ অটিস্টিক রোগীদের প্রায় ৬৫% বাঁহাতি!!!
•→ একটি মৃতদেহ মাটির তুলনায় পানিতে চার গুন বেশি তাড়াতাড়ি পচে!!!
•→ একজন মানুষ যখন মারা যায় তখন শ্রবণেন্দ্রিয় সবশেষে নিষ্ক্রিয় হয়। সর্বপ্রথম নিষ্ক্রিয় হয় দৃষ্টিশক্তি। এর পর একে একে যথাক্রমে স্বাদ, গন্ধ ও স্পর্শেন্দ্রিয় নিষ্ক্রিয় হয়!!!
•→ সবেচেয়ে আজব ব্যক্তি হবেন আপনি , যখন কিছুটা হলেও নতুন তথ্য জেনে কোন কমেন্ট না করে বাহির হবেন। আপনারা ভাল কমেন্ট করলেই কেবল পরবর্তী পর্ব নিয়ে হাজির হব।
Thanks! affords to be appreciated .
ভাল উদ্যোগ । ভেজালের ভিড়ে নির্ভেজাল হলে ভালই ।
অপ টপিকঃ আপনার বাড়ি কুড়িগ্রাম জেলার কোথায় ।
ধন্যবাদ । পৌরসভা+উপজেলাঃ নাগেশ্বরী,
প্রতিটা তথ্য ফেসবুকের ।। (বিশেষ কারণে পেজের নাম সরানো হল )।। পেজ থেকে নেয়া যদিও তার পরেও ভাল লাগলো , ধন্যবাদ
ক্ষমা করবেন। আমি ফেইসবুককে খুব একটা বিশ্বাস করিনা। এর কারণ হচ্ছে ফেইসবুকের কিছু পেজের এডমিনরা ভুল তথ্য দিয়ে থাকেন। আপনার দেয়া পেজের নামটা বিশেষ কারণবশত সরানো হয়েছে, এজন্য দুঃখিত। আর টিউনের তথ্যগুলোকে পত্রিকা ও সাপ্তাহিক/মাসিক ম্যাগাজিন থেকে সংগ্রহ করা হয়েছে। আসলে তথ্য এক জায়গায় থাকার কথা নয়। আর তথ্যগুলো কোন এক পেজের সাথে মিলে যাওয়ার জন্য দুঃখিত। মন্তব্য করার জন্য ধন্যবাদ। যেহেতু এটা পর্বঃ ২ তাই গতপর্বটা দেখার অনুরোধ রইল ।
গুরু আপনার সাথে সহমত
সহমত হবার জন্য ধন্যবাদ
আমি আজব ব্যক্তি হতে চাই না…………..!!!!
ধন্যবাদ ভাই । সাথেই থাকুন
woooooooow জটিল tune . thanks
অনেক ধন্যবাদ আপনাকে । সাথেই থাকুন
খুব ভালো টিউন , আমি চাই এরকম আরো টিউন নিয়ে আপনি হাজির হবেন ………….
আমি সবসময় হাজির আছি । এমন পোস্ট আরো পাবেন । সাথেই থাকুন
অসাধারণ পোষ্ট, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন.
ধন্যবাদ আঃ মালেক ভাই । মন্তব্যের মাধ্যমে উত্সাহ দেবার জন্য ।
ভাল
ধন্যবাদ
জোশ্
আপনাকেও জোশ ধন্যবাদ
কেন যে জাপান এ জন্ম নিলাম না???????
যাহোক, চমৎকার টিউন
ঈশ্ রে । তাই তো!! ….. ধন্যবাদ আপনাকে
ঈশ্ কী একটা ভূলটা কইরা ফেল্লেন ।
আহাহাহা….চু চু চু….দুঃখ
ওয়াও অসাধারন
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
আরো চাই এমন পোস্ট ,পারভেজ ভাই
সাথেই থাকুন। তাহলেই হবে ভাই। ধন্যবাদ
অসাধারন, সব সময়ের মত ভাল লাগলো । আশা করি চালিয়ে যাবেন ।
অবশ্যই । কস্ট করে মন্তব্য প্রদানের জন্য অনেক ধন্যবাদ ।
অনেক অজানা জানলাম। :-D
কিছু জানাতে পেরেছি জেনে ভাল লাগল। পড়ার জন্য ধন্যবাদ
ভাই আপনার টিউনএর জন্য অনেক ধন্যবাদ অনেক কিছু জানলাম…
আপনাকেও অনেক ধন্যবাদ । টিউনটি পড়ার জন্য এবং মন্তব্য দেয়ার জন্য ।
বাহ অনেক দারুন ইনফো, ধন্যবাদ আপনাকে
আপনাকেও ধন্যবাদ আদি ভাই ।
গুরু এ তো বিশাললল ভান্ডার ।
কই পাইলেন ?
বিভিন্ন পত্র পত্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে।
গুরু আরো চাই ।না দিলে কিন্তু খবর আছে ।
হা হা হা । তাহলে খবরটা শুনেই পোস্ট করব । না কি বলেন?